এক্সপ্লোর
Bengali Film: শিশির কুমার ভাদুড়ির নাটকের মঞ্চের জীবন বড়পর্দায়, অভিনয়ে নীল, পায়েল, সুদীপ্তারা
New Bengali Film: কেবলমাত্র শিশির কুমার ভাদুড়ির জীবনকেই তুলে ধরা নয়, এই ছবিতে রয়েছে সম্পর্কের সমীকরণও। প্রভাদেবী ও কঙ্কাবতীর সঙ্গে শিশির কুমার ভাদুড়ির সম্পর্কও তুলে ধরা হবে এই ছবিতে

শিশির কুমার ভাদুড়ির নাটকের মঞ্চের জীবন বড়পর্দায়, অভিনয়ে নীল, পায়েল, সুদীপ্তারা
1/10

শিশির কুমার ভাদুড়ির (Sishir Kumar Bhaduri) বায়োপিক এবার বড়পর্দায়। ছবির নাম বড়বাবু (Borobabu)।
2/10

রেশমি মিত্র-র (Reshmi Mitra)-র পরিচালনায় শুরু হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। মুখ্যভূমিকায় অভিনয় করছেন নীল সুজন মুখোপাধ্যায় (Neel Sujan Mukherjee)।
3/10

নীল ছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, পায়েল সরকার (Payel Sarkar), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), সুপ্রতীম রায় (Supratim Roy), ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও অনন্যারা।
4/10

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ (Bikram Ghosh)। প্রকাশ্যে এসেছে এই ছবির লুকও।
5/10

কেবলমাত্র শিশির কুমার ভাদুড়ির জীবনকেই তুলে ধরা নয়, এই ছবিতে রয়েছে সম্পর্কের সমীকরণও। প্রভাদেবী ও কঙ্কাবতীর সঙ্গে শিশির কুমার ভাদুড়ির সম্পর্কও তুলে ধরা হবে এই ছবিতে। এঁরা দুজনেই শিশির কুমার ভাদুড়ির সঙ্গে অভিনয় করতেন ও পরবর্তীকালে আবেগের বন্ধনে বাঁধা পড়ে যান অভিনেতার সঙ্গে।
6/10

ই শিশির কুমার ভাদুড়ির সঙ্গে অভিনয় করতেন ও পরবর্তীকালে আবেগের বন্ধনে বাঁধা পড়ে যান অভিনেতার সঙ্গে। মঞ্চে অভিনয় দক্ষতার জন্য সুনাম ছিল প্রভাদেবীর। সীতার চরিত্রে তাঁর অভিনয়ের কথা ফিরত লোকমুখে। অথচ কোনও প্রথাগত শিক্ষা ছিল না প্রভার।
7/10

অন্যদিকে সেকালে শিশির কুমার ভাদুড়ি ছিলেন ইংরাজির প্রফেসর। শিক্ষকতার পাশাপাশিই তিনি পরিবর্তনের জোয়ার এনেছিলেন নাট্যসমাজে।
8/10

অন্যদিকে কঙ্গবতী ছিলেন শিক্ষিতা ও সুগায়িকা। রবীন্দ্র সঙ্গীত গাইতে পারতেন দুর্দান্ত। তাঁর প্রতি আকৃষ্ট হন শিশির কুমার। অভিনেতার পূর্ব জীবন সুখের ছিল না। তাঁর স্ত্রী উষা আত্মহত্যা করেছিলেন।
9/10

থিয়েটারকে আঁকড়ে ধরেই জীবনের নতুন অর্থ খুঁজে পেতে চেয়েছিলেন শিশির ভাদুড়ি। এই ছবির মাধ্যমে পরিচালক একজন শিল্পীর কর্মজীবন, পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, মানসিক টানাপোড়েন ইত্যাদিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন।
10/10

তবে তথাকথিত বায়োপিকের থেকে এই ছবি কিছুটা আলাদা কারণ এখানে একেবারে শিল্পীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ঘটনা নথিবদ্ধ থাকবে না। শিশির কুমার ভাদুড়িকে সম্মান দেওয়ার জন্য বাকিরা তাঁকে বড়বাবু বলে সম্বোধন করতেন।
Published at : 25 Feb 2023 12:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
