এক্সপ্লোর
Flashback 2023: সুস্মিতা সেন থেকে কাজল, ওটিটির দুনিয়ায় পা রেখেই মন জিতেছেন যে নায়িকারা
OTT Year Ender 2023: এই বছর পরপর বেশ কয়েকজন অভিনেত্রী ডেবিউ করেছেন ওটিটির দুনিয়ায় আর পা রাখা মাত্রই তাদের অভিনয়ের মাধ্যমে মন জিতে নিয়েছেন দর্শকদের। দেখে নিন ওটিটি দুনিয়ায় এ বছরের সেরা অভিনেত্রীদের।
![OTT Year Ender 2023: এই বছর পরপর বেশ কয়েকজন অভিনেত্রী ডেবিউ করেছেন ওটিটির দুনিয়ায় আর পা রাখা মাত্রই তাদের অভিনয়ের মাধ্যমে মন জিতে নিয়েছেন দর্শকদের। দেখে নিন ওটিটি দুনিয়ায় এ বছরের সেরা অভিনেত্রীদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/a592ee964c25ea829df19a218983ddc21703334690407900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি- পিটিআই
1/8
![ওটিটিতে এ বছর পরপর দুটি কাজ করেছেন সুস্মিতা সেন। একটি 'আরিয়া ৩' সিরিজ আর অন্যটি পূর্ণদৈর্ঘ্যের ছবি 'তালি'। দুটি ক্ষেত্রেই নিজ অভিনয়গুণে মত জিতেছেন সুস্মিতা সেন। 'আরিয়া ৩'-এ তাঁর অ্যাকশন কৌশল এবং 'তালি'তে এক রূপান্তরকামীর চরিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ ওটিটির দর্শক। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880088b2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওটিটিতে এ বছর পরপর দুটি কাজ করেছেন সুস্মিতা সেন। একটি 'আরিয়া ৩' সিরিজ আর অন্যটি পূর্ণদৈর্ঘ্যের ছবি 'তালি'। দুটি ক্ষেত্রেই নিজ অভিনয়গুণে মত জিতেছেন সুস্মিতা সেন। 'আরিয়া ৩'-এ তাঁর অ্যাকশন কৌশল এবং 'তালি'তে এক রূপান্তরকামীর চরিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ ওটিটির দর্শক। ছবি- পিটিআই
2/8
![এই দৌড়ে কম যান না করিনা কপূরও। নেটফ্লিক্সের সিরিজ 'জানে জান'-এ করিনা সম্পূর্ণ এক ভিন্নধারার ছবিতে অভিনয় করেছেন। দর্শকদের পছন্দের 'বেবো'কে ওয়েব সিরিজের স্ক্রিনে একেবারে অন্যরূপে দেখতে পেয়ে সকলেই খুব উচ্ছ্বসিত। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/156005c5baf40ff51a327f1c34f2975b95dc3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই দৌড়ে কম যান না করিনা কপূরও। নেটফ্লিক্সের সিরিজ 'জানে জান'-এ করিনা সম্পূর্ণ এক ভিন্নধারার ছবিতে অভিনয় করেছেন। দর্শকদের পছন্দের 'বেবো'কে ওয়েব সিরিজের স্ক্রিনে একেবারে অন্যরূপে দেখতে পেয়ে সকলেই খুব উচ্ছ্বসিত। ছবি- পিটিআই
3/8
!['মেড ইন হেভেন', 'কালাপানি' এবং 'কাফাস'- তিন তিনটি ছবিতে দুর্ধর্ষ অভিনয় করেছেন মোনা সিং। বলিউডের দুনিয়ায় নবাগতা হলেও অভিনয়ের ক্ষেত্রে কোথাও নিজেকে অপারদর্শী প্রমাণ করেননি মোনা। 'মেড ইন হেভেন ২'-এ বুলবুল, 'কালাপানি'তে ড. সৌদামিনী সিং এবং 'কাফাস'-এ সীমা বশিষ্ঠের ভূমিকায় অভিনয় করেছেন মোনা। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/799bad5a3b514f096e69bbc4a7896cd92c8ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'মেড ইন হেভেন', 'কালাপানি' এবং 'কাফাস'- তিন তিনটি ছবিতে দুর্ধর্ষ অভিনয় করেছেন মোনা সিং। বলিউডের দুনিয়ায় নবাগতা হলেও অভিনয়ের ক্ষেত্রে কোথাও নিজেকে অপারদর্শী প্রমাণ করেননি মোনা। 'মেড ইন হেভেন ২'-এ বুলবুল, 'কালাপানি'তে ড. সৌদামিনী সিং এবং 'কাফাস'-এ সীমা বশিষ্ঠের ভূমিকায় অভিনয় করেছেন মোনা। ছবি- পিটিআই
4/8
![চতুর্থ স্থানে রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। জাহ্নবী বলতেই এখন দর্শকমনে ভেসে ওঠে 'নিশা'র নাম। 'বাওয়াল' ছবিতে এই চরিত্রে জাহ্নবীকে দর্শক সম্পূর্ণ অন্য রূপে দেখতে পেয়েছেন। সমালোচনা হলেও কুষ্ঠরোগীর ভূমিকায় অভিনয় করে সাহসের পরিচয় দিয়েছেন তিনি। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/d0096ec6c83575373e3a21d129ff8fef41dd6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চতুর্থ স্থানে রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। জাহ্নবী বলতেই এখন দর্শকমনে ভেসে ওঠে 'নিশা'র নাম। 'বাওয়াল' ছবিতে এই চরিত্রে জাহ্নবীকে দর্শক সম্পূর্ণ অন্য রূপে দেখতে পেয়েছেন। সমালোচনা হলেও কুষ্ঠরোগীর ভূমিকায় অভিনয় করে সাহসের পরিচয় দিয়েছেন তিনি। ছবি- পিটিআই
5/8
![তারা সুতারিয়ার কথা এখানে না বললেই নয়। 'অপূর্ব' সিরিজে তাঁর অভিনয় মনোমুগ্ধকর। বলা বাহুল্য এই প্রথম কোনও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তারা। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/032b2cc936860b03048302d991c3498fcaa56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারা সুতারিয়ার কথা এখানে না বললেই নয়। 'অপূর্ব' সিরিজে তাঁর অভিনয় মনোমুগ্ধকর। বলা বাহুল্য এই প্রথম কোনও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তারা। ছবি- পিটিআই
6/8
![কাজল এর আগে অনেক ওটিটি ছবিতে অভিনয় করলেও তাঁর ওটিটি জীবনের মোড় ঘোরানো অধ্যায় সূচিত হয়েছে দ্য' ট্রায়াল' সিরিজে নয়নিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এখানে কাজল একজন দুঁদে উকিল। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/18e2999891374a475d0687ca9f989d83429b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাজল এর আগে অনেক ওটিটি ছবিতে অভিনয় করলেও তাঁর ওটিটি জীবনের মোড় ঘোরানো অধ্যায় সূচিত হয়েছে দ্য' ট্রায়াল' সিরিজে নয়নিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এখানে কাজল একজন দুঁদে উকিল। ছবি- পিটিআই
7/8
!['দ্য নাইট ম্যানেজার' আর 'মেড ইন হেভেন' ২ দুটি ছবিতেই দেখা গিয়েছে শোভিতা ধুলিপালাকে। তাঁর অভিনয় দিয়ে দর্শক আনুকূল্য পেয়েছেন শোভিতা। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/fe5df232cafa4c4e0f1a0294418e56609aa98.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'দ্য নাইট ম্যানেজার' আর 'মেড ইন হেভেন' ২ দুটি ছবিতেই দেখা গিয়েছে শোভিতা ধুলিপালাকে। তাঁর অভিনয় দিয়ে দর্শক আনুকূল্য পেয়েছেন শোভিতা। ছবি- পিটিআই
8/8
![সবশেষে ইয়ামি গৌতমের নাম করতেই হয়। তাঁর সবথেকে ভাল কাজ বলা চলে ওটিটি দুনিয়ায় 'লস্ট'। এখানে একজন সাংবাদিকের ভূমিকায় তাঁকে দেখে চমকে গিয়েছিল সাধারণ দর্শক। অন্যদিকে নেটফ্লিক্সে তাঁর অভিনীত 'চোর নিকল কে ভাগা' সবথেকে বেশি দেখা একটি হিন্দি ছবি। ছবি- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/8cda81fc7ad906927144235dda5fdf153deed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সবশেষে ইয়ামি গৌতমের নাম করতেই হয়। তাঁর সবথেকে ভাল কাজ বলা চলে ওটিটি দুনিয়ায় 'লস্ট'। এখানে একজন সাংবাদিকের ভূমিকায় তাঁকে দেখে চমকে গিয়েছিল সাধারণ দর্শক। অন্যদিকে নেটফ্লিক্সে তাঁর অভিনীত 'চোর নিকল কে ভাগা' সবথেকে বেশি দেখা একটি হিন্দি ছবি। ছবি- পিটিআই
Published at : 24 Dec 2023 05:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)