এক্সপ্লোর
Rupam Islam: বিশপ লেফ্রয় রোডে রূপম, ছুঁয়ে দেখলেন সত্যজিৎ রায়ের চেয়ার, পিয়ানো
বিশপ লেফ্রয় রোডে রূপম
1/10

ঠিক যেন ঈশ্বরকে ছুঁয়ে আসা, তীর্থক্ষেত্রের পূণ্য অর্জন করে ফেরা। অনেক কথা মনে এসেও যেন সবটুকু গুছিয়ে লিখে ফেলা যায় না সঙ্গে সঙ্গে। আবেগের ঘোর কাটতে সময় লেগে যায় বেশ কিছুটা! সেই ছোটবেলায় কালো রিসিভারের ওপার থেকে কথা বলেছিলেন গমগমে গলার মানুষটার সঙ্গে। আবদার করেছিলেন, 'হীরক রাজার দেশের রেকর্ড তো রোজ শুনি, আমার গুপি গায়েন বাঘা বাইনের রেকর্ডটা চাই। কোথাও পাচ্ছি না।'
2/10

প্রথমবার সেই ঘরে দাঁড়িয়ে ছোটবেলার সেই স্মৃতিটা যেন ফের জ্যান্ত হয়ে উঠল তাঁর কাছে। সেই চেয়ার.. সেই পিয়ানো.. এই টেলিফোনটা কানে ধরেই সেদিন কথা বলেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Roy)! আর ওপারে ছিলেন রূপম ইসলাম (Rupam Islam)।
Published at : 29 Jan 2022 05:48 PM (IST)
আরও দেখুন






















