এক্সপ্লোর
বহু দিন রূপোলি পর্দার বাইরে, এখন কেমন দেখতে নম্রতা শিরোডকার?

1/5

নম্রতার ’লুক‘ এখন অনেকটাই বদলে গিয়েছে। ২০০৪ সালে ’ইনসাফ‘ ও ’ব্রাইড অ্যান্ড প্রেজুডিস‘ ছবিতে শেষবারের মতো নম্রতাকে দেখা গিয়েছিল। এর পরের বছরই মহেশ বাবুর সঙ্গে তাঁর বিয়ে হয়। রূপোলি পর্দার জগৎ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন এই বলিউড সুন্দরী।
2/5

নম্রতার দিদিও বলিউডের পরিচিত মুখ। তিনি শিল্পা শিরোডকর। বলিউডে নম্রতার ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৮ সালে। প্রথম সিনেমা ’যব প্যার কিসি সে হোতা হ্যায়‘। তাঁর বিপরীতে সুপারস্টার সলমন খান। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জিতে নেন নম্রতা। শুধু হিন্দি নয়, মরাঠি, তেলুগু, কন্নড়, মালয়লাম, তামিল ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।
3/5

২০০০ সালে মহেশ ও নম্রতার দেখা হয়েছিল ’বামসী‘ নামে একটি ফিল্মের সেটে। সেখান থেকে মহেশ-নম্রতার প্রেম শুরু। কয়েক বছর প্রেম করার পরে সাতপাঁকে বাধা পড়েন। মহেশ-নম্রতা এখন দুই সন্তানের জনক-জননী।
4/5

২০০৫ সালে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন নম্রতা। তার পর থেকে তিনি সংসারি। ইন্ডাস্ট্রির সঙ্গে তেমন যোগাযোগ রাখেননি।
5/5

’পুকার‘, ’কচ্ছে দাগে‘, ’বাস্তব‘-এর মতো বহু হিট সিনেমা তাঁর বায়োডেটায়। তিনি ’মিস ইন্ডিয়া‘র খেতাব জিতেছিলেন। এক সময় তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন বহু পুরুষ। তিনি নম্রতা শিরোডকর। ৪৬ বছরের নম্রতার সৌন্দর্য আজও কারও থেকে কম নয়।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
