এক্সপ্লোর
Myths About Unlucky Number: শুভ-অশুভের গেরোয় আটকে ‘নাসা’-ও, ১৩ সংখ্যা সত্যিই কি অঘটন ডেকে আনে!
Number 13: বিজ্ঞানমনস্ক হয়েও কিছু সঙ্কীর্ণতা কাটিয়ে উঠতে পারি না আমরা। নিজের অজান্তেই মনে জন্মায় কিছু বদ্ধমূল ধারণা। সবই কুসংস্কার নাকি কার্যকারণ হাজারো!
ছবি: পিক্সাবে।
1/10

যাত্রাপথে বিড়াল রাস্তা পার হলে দাঁড়িয়ে যাওয়া, পিছুডাক শুনে ফিরে আসা, নিজের অজান্তেই দৈনন্দিন জীবনে এমন নানা অলিখিত নিয়ম মেনে চলি আমরা। এমনিতে বিজ্ঞানের বুলি কপচালেও কিছু অভ্যাস পাল্টাতে পারি না।
2/10

তেমনই সংখ্যা নিয়েও বাছবিচার রয়েছে আমাদের। যেমন ১৩ সংখ্যাটিকে অশুভ বলে ধরা হয়। এর সঙ্গে কুসংস্কার জড়িয়ে রয়েছে বলে উড়িয়ে দেওয়াই যায়। কিন্তু এই কুসংস্কার এল কোথা থেকে, তা-ও জেনে রাখা জরুরি।
Published at : 13 Feb 2023 02:44 PM (IST)
আরও দেখুন






















