এক্সপ্লোর
বলিউডে নতুন বাঙালি মুখ, স্টার হতে নয়, অভিনয় করতে এসেছি, বলছেন রুমানা
1/9

তাঁর যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দা থেকে। তারপর বেছে নিয়েছিলেন থিয়েটারের মঞ্চ। সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে পা জমিয়েছেন। কাজ করেছেন প্যায়ার কা পঞ্চনামা, ভার্জিন ভানুপ্রিয়া, ইরাদা-সহ একাধিক ছবি ও ওয়েব সিরিজে। রুমানা মোল্লা। বলিউডে পরিচিতি গড়ে তোলা আর এক বাঙালি অভিনেত্রী।
2/9

কাজের সূত্রেই কলকাতা এসেছিলেন রুমানা। কলকাতার সবাই নাকি খুব শান্তিপ্রিয়! রুমানা বলছেন, ‘কলকাতার একটা নিজস্ব ছন্দ রয়েছে, সংস্কৃতি রয়েছে। সেটা কেউ ভাঙে না। কলকাতা গেলেই আমার মনে হয়, এখানে চাপ না নিয়ে হালকাভাবে কাজ করা যায়।’ আপাতত দেব ডি ডি-র দ্বিতীয় সিজনের কাজ করছেন রুমানা। হাতে রয়েছে একটি আন্তর্জাতিক প্রোজেক্টের কাজও। সেইসঙ্গে চলছে ‘হাউ টু কিল ইওর হ্যাজব্যন্ড’ ওয়েব সিরিজের কাজও। এই সিরিজে রুমানার সঙ্গে দেখা যাবে অহনা কুমার ও বিক্রম কোচারকে।
Published at :
আরও দেখুন






















