এক্সপ্লোর
Wear Mask At Home : বাড়িতেও পরুন মাস্ক, এবার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

hand-disinfection-4954840_1920
1/7

এবার বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের । করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের । কিন্তু বাড়িতে মাস্ক কেন ?
2/7

দেথা যাচ্ছে, বাড়ির একজনের কারও সংক্রমণ হলেই, অন্যদের মধ্যে তা ছড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গে। বাড়িতেও মাস্ক পরে থাকলে এই সংক্রমণ এড়ানো যেতে পারে বলেই মনে করছেন চিকিত্সকরা।
3/7

তবে যে কোনও মাস্ক নয়, বাড়িতে এন- ৯৫ মাস্ক পরারই পরে থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
4/7

দেশে যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে, তাতে খুব প্রয়োদন ছাড়া বাইরে না যাওয়ারই পরামর্শ দিয়েছে মন্ত্রক। সেই সঙ্গে বাড়িতে অতিথিদের ডাকা থেকেও বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
5/7

‘একজন সংক্রমিত একমাসে ৪০৬ জনকে আক্রান্ত করতে পারে’ বলে বিশেষজ্ঞদের মত। মাস্ক পরে থাকা এই বিপদ অনেকাংশেই কমিয়ে দিতে পারে বলে ধারণা।
6/7

পাশাপাশি অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। ‘দেশে যথেষ্ট অক্সিজেন মজুত আছে, অক্সিজেন পরিবহণের সমস্যা দ্রুত সমাধান করা হচ্ছে। জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
7/7

ভারত বায়োটেক ও সিরাম ইনস্টিটিউটকে দাম কমাতে বলল কেন্দ্র, খবর পিটিআই সূত্রে
Published at : 26 Apr 2021 08:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
