এক্সপ্লোর
Emergency Helpline Number 112: ৯১১ বা ৯৯৯ না হয়ে, ভারতের আপদকালীন হেল্পলাইন নম্বর ১১২ যে কারণে
General Knowledge: আপদকালীন নম্বর বাছাইয়ের নেপথ্যেও রয়েছে কিছু কার্যকারণ। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

জলে-জঙ্গলও বাদ যায় না। দেশের যে কোনও জায়গায় বিপদে পড়লে একফোনেই মিলতে পারে সাহায্য, তার জন্য আপদকালীন হেল্পলাইন নম্বর ১১২ চালু রয়েছে। -ফাইল চিত্র।
2/10

ভারতের আপদকালীন নম্বর হিসেবে ১১২ ফোনে সেভ করে রাখেন অনেকেই। ২০১৫ সালে গোটা দেশের একটি মাত্র আপদকালীন নম্বর হিসেবে ১১২-কে চয়ন করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI). কিন্তু বেছে বেছে ১১২-ই কেন দেশের আপদকালীন নম্বর নির্বাচিত হল, জানেন কি? নেপথ্যে রেছে দীর্ঘ ইতিহাস। -ফাইল চিত্র।
Published at : 11 May 2024 02:38 PM (IST)
আরও দেখুন






















