এক্সপ্লোর
Russia-Ukraine Crisis: পুতিন-বিরোধী স্লোগান, ইউক্রেনকে সাহায্যের দাবিতে হোয়াইট হাউসের সামনে জমায়েত

ছবি- ANI
1/10

তিন ঘণ্টার বৈঠকেও মেলেনি সমাধান-সূত্র। বেলারুশে বৈঠকের পরেই ইউক্রেনে ফের হামলা চালায় রাশিয়া। বৈঠকের পরেই কিভে পরপর রুশ বায়ুসেনার হামলা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। (ফাইল ছবি)
2/10

এই বাতাবরণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত সরগরম এই ইস্যুতে। যুদ্ধের আঁচ পৌঁছে গেল আমেরিকায় হোয়াইট হাউসের সামনেও। (ছবি- ANI)
3/10

সোমবার ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসের সামনে জমায়েত করে ইউক্রেনিয়ানরা। (ছবি- ANI)
4/10

ইউক্রেনের পতাকা হাতে নিয়ে, প্রার্থনা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই চত্বর। তাঁরা প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে স্লোগান তোলেন।(ছবি- ANI)
5/10

এমনকী ইউক্রেন-আমেরিকান বংশোদ্ভূত যিনি ইউক্রেনে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাশিয়ায় বেড়ে উঠেছেন, তিনিও সেই জমায়েতে সামিল হন।(ছবি- ANI)
6/10

এদিকে এই ইস্যুতে রাষ্ট্রসংঘে জরুরি ভিত্তিতে একাদশতম সাধারণ অধিবেশন বসে। (ছবি- ANI)
7/10

সেখানে যুদ্ধবিরতির দাবি ওঠে। এর পাশাপাশি যাতে আলোচনা চালিয়ে যাওয়া হয়, সেই নিয়েও আলোচনা চলে।(ছবি- ANI)
8/10

এখনও পর্যন্ত ইউক্রেনে ১৬ জন শিশু-সহ ৩৫২ জন মারা গেছে এবং এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে বলে জানান রাষ্ট্রসংঘে ইউক্রেনের স্থায়ী দূত ।(ছবি- ANI)
9/10

এদিকে "ক্রমবর্ধমান হিংসার ফলে অসামরিক মানুষ মারা যাচ্ছেন। যথেষ্ট হয়েছে, সৈন্যদের ব্যারাকে ফিরে যেতে হবে, অসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত করতে হবে", বলে মন্তব্য করেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ছবি- ANI)
10/10

যদিও ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার, সোমবার রাষ্ট্রসংঘে জরুরি ভিত্তিতে সাধারণ অধিবেশনে একথা জানান রাশিয়ার স্থায়ী দূত ভাসিলি নেবেনজিয়া। (ছবি- ANI)
Published at : 01 Mar 2022 12:55 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
