এক্সপ্লোর

Science News: ছিল ১০, এখন ২৪, ভবিষ্যতে ২৫ ঘণ্টায় একদিন হতে পারে পৃথিবীতে

Length of day: কী ছিল, কী হল, কী হতে পারে...ছবি: পিক্সাবে।

Length of day: কী ছিল, কী হল, কী হতে পারে...ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।

1/10
সোজাসাপটা ২৪ ঘণ্টার হিসেব ধরলেও, আসলে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ডে একদিন হয়। নিজের অক্ষের উপর একবার পাক খেতে এতটাই সময় লাগে পৃথিবীর। সেই নিরিখেই দিনের এই হিসেব।
সোজাসাপটা ২৪ ঘণ্টার হিসেব ধরলেও, আসলে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ডে একদিন হয়। নিজের অক্ষের উপর একবার পাক খেতে এতটাই সময় লাগে পৃথিবীর। সেই নিরিখেই দিনের এই হিসেব।
2/10
কিন্তু বরাবরই কি দিনের দৈর্ঘ্য এই ছিল, নাকি রদবদল হয়েছে হিসেবে? বিজ্ঞানীদের মতে, হিসেবে হেরফেরই হয়েছে। কারণ কোটি কোটি বছর ধরে পৃথিবীর গতিবেগে পরিবর্তন ঘটেছে বলে মত তাঁদের।
কিন্তু বরাবরই কি দিনের দৈর্ঘ্য এই ছিল, নাকি রদবদল হয়েছে হিসেবে? বিজ্ঞানীদের মতে, হিসেবে হেরফেরই হয়েছে। কারণ কোটি কোটি বছর ধরে পৃথিবীর গতিবেগে পরিবর্তন ঘটেছে বলে মত তাঁদের।
3/10
MIT-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সারা মিলহল্য়ান্ড জানিয়েছেন,পৃথিবীর ঘূর্ণনগতি চিরকাল একই ছিল না। বহু বছর আগে গতি যেমন বেশি ছিল, সেই নিরিখে দিনের দৈর্ঘ্যও অনেক কম ছিল।
MIT-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সারা মিলহল্য়ান্ড জানিয়েছেন,পৃথিবীর ঘূর্ণনগতি চিরকাল একই ছিল না। বহু বছর আগে গতি যেমন বেশি ছিল, সেই নিরিখে দিনের দৈর্ঘ্যও অনেক কম ছিল।
4/10
ক্যালটেকের গ্রহবিজ্ঞানের অধ্যাপক কনস্ট্যানটিন বেটিজিন জানিয়েছেন, পৃথিবীর ঘূর্ণনের গতি একসময় এত বেশি ছিল যে দিনের দৈর্ঘ্য ছিল ১০ ঘণ্টা। অর্থাৎ নিজের অক্ষের উপর একবার পাক খেতে ১০ ঘণ্টা সময় নিত পৃথিবী।
ক্যালটেকের গ্রহবিজ্ঞানের অধ্যাপক কনস্ট্যানটিন বেটিজিন জানিয়েছেন, পৃথিবীর ঘূর্ণনের গতি একসময় এত বেশি ছিল যে দিনের দৈর্ঘ্য ছিল ১০ ঘণ্টা। অর্থাৎ নিজের অক্ষের উপর একবার পাক খেতে ১০ ঘণ্টা সময় নিত পৃথিবী।
5/10
শুধু তাই নয়, পৃথিবীর ওই তীব্র ঘূর্ণন থেকেই চাঁদের সৃষ্টি বলে মত কনস্ট্যানটিনের। তাঁর দাবি, ওই তীব্র গতির জেরেই পৃথিবীর থেকে কিছু অংশ ছিটকে বেরিয়ে যায়, যা থেকে চাঁদের সৃষ্টি। চাঁদের অভিকর্ষ বেলর প্রভাবেই পৃথিবীতে জোয়ার-ভাঁটা হয় এবং তার জেরেই পৃথিবী শ্লথ হয়ে গিয়েছে বলে মত কনস্ট্যানটিনের।
শুধু তাই নয়, পৃথিবীর ওই তীব্র ঘূর্ণন থেকেই চাঁদের সৃষ্টি বলে মত কনস্ট্যানটিনের। তাঁর দাবি, ওই তীব্র গতির জেরেই পৃথিবীর থেকে কিছু অংশ ছিটকে বেরিয়ে যায়, যা থেকে চাঁদের সৃষ্টি। চাঁদের অভিকর্ষ বেলর প্রভাবেই পৃথিবীতে জোয়ার-ভাঁটা হয় এবং তার জেরেই পৃথিবী শ্লথ হয়ে গিয়েছে বলে মত কনস্ট্যানটিনের।
6/10
এমনকি ২৪ ঘণ্টার বেশি সময় নিয়েও একসময় পৃথিবী নিজের অক্ষের উপর পাক খেত বলেও মত বিজ্ঞানীদের একাংশের। মিলহল্যান্ডের মতে, কিছু সেকেন্ডেরই হয়ত ফারাক ছিল। কিন্তু তার ফলেই পৃথিবীর অন্তঃস্থল, সাগর-মহাসাগর এবং বায়ুমণ্ডলের পরিবর্তন ঘটেছে।
এমনকি ২৪ ঘণ্টার বেশি সময় নিয়েও একসময় পৃথিবী নিজের অক্ষের উপর পাক খেত বলেও মত বিজ্ঞানীদের একাংশের। মিলহল্যান্ডের মতে, কিছু সেকেন্ডেরই হয়ত ফারাক ছিল। কিন্তু তার ফলেই পৃথিবীর অন্তঃস্থল, সাগর-মহাসাগর এবং বায়ুমণ্ডলের পরিবর্তন ঘটেছে।
7/10
মিলহল্যান্ডের মতে, গ্রহের সৃষ্টির মধ্যেই তার ঘূর্ণনের তত্ত্ব লুকিয়ে রয়েছে।  ধুলো, পাথর এবং গ্যাস একত্রিত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে চলে। কত জোরে এই উপাদানগুলি পরস্পরের সঙ্গ একত্রিত হয়েছে, তার উপরই গ্রহের গতি নির্ভর করে।
মিলহল্যান্ডের মতে, গ্রহের সৃষ্টির মধ্যেই তার ঘূর্ণনের তত্ত্ব লুকিয়ে রয়েছে। ধুলো, পাথর এবং গ্যাস একত্রিত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে চলে। কত জোরে এই উপাদানগুলি পরস্পরের সঙ্গ একত্রিত হয়েছে, তার উপরই গ্রহের গতি নির্ভর করে।
8/10
এ ব্যাপারে বোতলের উদাহরণ দিয়েছেন মিলহল্যান্ড। তিনি জানিয়েছেন, বোতলকে আড়াআড়ি শুইয়ে চাপ দিলে সেটি ঘুরতে থাকে। যত জোরে চাপ দেওয়া হয়, তত জোরে ঘুরতে থাকে। পৃথিবীর ক্ষেত্রেও এই তত্ত্ব কার্যকর।
এ ব্যাপারে বোতলের উদাহরণ দিয়েছেন মিলহল্যান্ড। তিনি জানিয়েছেন, বোতলকে আড়াআড়ি শুইয়ে চাপ দিলে সেটি ঘুরতে থাকে। যত জোরে চাপ দেওয়া হয়, তত জোরে ঘুরতে থাকে। পৃথিবীর ক্ষেত্রেও এই তত্ত্ব কার্যকর।
9/10
পৃথিবী যদি সূর্যের আরও কাছে অবস্থিত হতো, সেক্ষেত্রে চাঁদের মতো, সূর্যের সঙ্গে পৃথিবীরও জোয়ার-ভাঁটার সম্পর্ক হতো বলে মত বিজ্ঞানীদের। সেক্ষেত্রে গ্রহের আহ্নিক গতি এবং বার্ষিক গতির মধ্যে তেমন ফারাক থাকত না। সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহগুলির ক্ষেত্রে এমনটাই লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
পৃথিবী যদি সূর্যের আরও কাছে অবস্থিত হতো, সেক্ষেত্রে চাঁদের মতো, সূর্যের সঙ্গে পৃথিবীরও জোয়ার-ভাঁটার সম্পর্ক হতো বলে মত বিজ্ঞানীদের। সেক্ষেত্রে গ্রহের আহ্নিক গতি এবং বার্ষিক গতির মধ্যে তেমন ফারাক থাকত না। সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহগুলির ক্ষেত্রে এমনটাই লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
10/10
তবে এই মুহূর্তেও পৃথিবীর আহ্নিক গতিতে সদা পরিবর্তন ঘটে চলেছে বলে মত বিজ্ঞানীদের। প্রতি শতকে ১.৭ মিলি সেকেন্ড করে পৃথিবী শ্লথ হয়ে পড়ছে বলে জানিয়েছেন কনস্ট্যানটিনের। চাঁদের অভিকর্ষ টানের প্রভাবে জোয়ার-ভাঁটার যে টানাপোড়েন, তাকেই এর জন্য দায়ী করেছেন তিনি। তবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একটু একটু করে বাড়ছে। আগামী ২০ কোটি বছরে পৃথিবীতে ২৫ ঘণ্টায় একদিন হবে বলে জানিয়েছেন তিনি।
তবে এই মুহূর্তেও পৃথিবীর আহ্নিক গতিতে সদা পরিবর্তন ঘটে চলেছে বলে মত বিজ্ঞানীদের। প্রতি শতকে ১.৭ মিলি সেকেন্ড করে পৃথিবী শ্লথ হয়ে পড়ছে বলে জানিয়েছেন কনস্ট্যানটিনের। চাঁদের অভিকর্ষ টানের প্রভাবে জোয়ার-ভাঁটার যে টানাপোড়েন, তাকেই এর জন্য দায়ী করেছেন তিনি। তবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একটু একটু করে বাড়ছে। আগামী ২০ কোটি বছরে পৃথিবীতে ২৫ ঘণ্টায় একদিন হবে বলে জানিয়েছেন তিনি।

আরও জানুন বিজ্ঞান

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
West Bengal News Live: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি
Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Sandeshkhali TMC : ফের শিরোনামে সন্দেশখালি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে তৃণমূল!
ফের শিরোনামে সন্দেশখালি, এবার আদালতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল !
Advertisement
ABP Premium

ভিডিও

TMC Leader Expelled: 'আমি ব্রাত্য বসুকে দল বলে মনে করি না', সুর চড়ালেন মণিশঙ্করTMC Leader Expelled: 'পছন্দ নয় ভন্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক', শাস্তির পরেও অনড় মণিশঙ্করWBJDF News: আজ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে ধর্মতলায় ধর্নার অনুমতি হাইকোর্টের | ABP Ananda LIVETmc News: দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
West Bengal News Live: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি
Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Sandeshkhali TMC : ফের শিরোনামে সন্দেশখালি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে হাইকোর্টে তৃণমূল!
ফের শিরোনামে সন্দেশখালি, এবার আদালতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল !
Bangladesh News : সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর কথা, বিশেষ আশ্বাস কেন্দ্রের ?
সুকান্ত মজুমদারের সঙ্গে চিন্ময়কৃষ্ণর আইনজীবীর কথা, বিশেষ আশ্বাস কেন্দ্রের ?
West Bengal Weather : শীতে বিরতি , কালই ১০ জেলায় বৃষ্টির দাপট, আপনার জেলাতেও ভেজা ঠান্ডা?
শীতে বিরতি , কালই ১০ জেলায় বৃষ্টির দাপট, আপনার জেলাতেও ভেজা ঠান্ডা?
Nadia News: খাম ছিঁড়ে যেতেই সন্দেহ, সোজা থানার দ্বারস্থ পোস্টমাস্টার ! বিলির জন্য় একসঙ্গে ৫০টি পাসপোর্ট পোস্ট অফিসে
খাম ছিঁড়ে যেতেই সন্দেহ, সোজা থানার দ্বারস্থ পোস্টমাস্টার ! বিলির জন্য় একসঙ্গে ৫০টি পাসপোর্ট পোস্ট অফিসে
RG Kar Case Timeline : চার মাস পেরিয়েও বিচার অধরা, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার ঘটনাক্রম
চার মাস পেরিয়েও বিচার অধরা, CBI তদন্তে হতাশ মা-বাবা আবার হাইকোর্টে, ফিরে দেখা আরজি কর আন্দোলন ও মামলার টাইমলাইন
Embed widget