এক্সপ্লোর
Science News: ছিল ১০, এখন ২৪, ভবিষ্যতে ২৫ ঘণ্টায় একদিন হতে পারে পৃথিবীতে
Length of day: কী ছিল, কী হল, কী হতে পারে...ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সোজাসাপটা ২৪ ঘণ্টার হিসেব ধরলেও, আসলে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ডে একদিন হয়। নিজের অক্ষের উপর একবার পাক খেতে এতটাই সময় লাগে পৃথিবীর। সেই নিরিখেই দিনের এই হিসেব।
2/10

কিন্তু বরাবরই কি দিনের দৈর্ঘ্য এই ছিল, নাকি রদবদল হয়েছে হিসেবে? বিজ্ঞানীদের মতে, হিসেবে হেরফেরই হয়েছে। কারণ কোটি কোটি বছর ধরে পৃথিবীর গতিবেগে পরিবর্তন ঘটেছে বলে মত তাঁদের।
Published at : 16 Jun 2024 10:03 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















