এক্সপ্লোর
General Knowledge: বিমানে উঠলে মোবাইল ফোন বন্ধ করে দিতে হয় যে কারণে...
Science News: নিয়ম-কানুনের নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

বিমানে উঠলে বন্ধ করে দিতে হয় মোবাইল ফোন, ট্যাবলেট, ভিডিও গেম ডিভাইস। বার বার সেই নিয়ে সতর্ক করেন বিমানকর্মীরা। একেবারে বন্ধ না করলেও, ফ্লাইট মোডে রাখতে বলা হয় ফোন। ছবি: পিক্সাবে।
2/10

বিমানযাত্রার সময় এই নিয়ম-কানুন মানতে বিরক্ত হই আমরা। কিন্তু এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ। বিমানযাত্রায় কোনও বাধা-বিঘ্ন যাতে না ঘটে, তার জন্যই এমন রীতি চলে আসছে। কেন, কী বৃত্তান্ত জানুন। ছবি: ফ্রিপিক।
3/10

আপনার হাতে ধরা মোবাইল ফোনটিও একটি বৈদ্যুতিন যন্ত্র। ওয়্যারলেস নেটওয়র্কের সঙ্গে সংযোগ গড়ে তুলতে কম তীব্রতার রেডিও তরঙ্গ নির্গত হয় সেগুলি থেকে। মোবাইল ফোনের ক্ষেত্রে এই রেডিও তরঙ্গের সর্বোচ্চ তীব্রতা হতে পারে ০.২৫ ওয়াট। ছবি: ফ্রিপিক।
4/10

শুধু সিগনাল পাঠানোই নয়, সিগনাল গ্রহণও করতে শুরু করে মোবাইল ফোন। এর ফলে বিমানের যোগাযোগ ব্যবস্থা এবং সেন্সরের কার্যক্ষমতা বিঘ্নিত হয়, কারণ এক্ষেত্রে রেডি তরঙ্গগুলি একই সময়ে সমপতিত হয়। ছবি: ফ্রিপিক।
5/10

বিমানের যন্ত্রপাতিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বজায় থাকা, যাত্রাপথ পরিচালনা, সংঘর্ষ এড়ানোর প্রযুক্তি, সবকিছুতেই প্রভাব ফেলতে পারে মোবাইল ফোন থেকে নির্গত রেডিও তরঙ্গ। ছবি: ফ্রিপিক।
6/10

মোবাইল ফোনটি চালু রাখলে, ইন্টারনেট পরিষেবা চালু থাকলেই রেডিও তরঙ্গের আদানপ্রদান হয়। ফোনটিকে ফ্লাইট মোডে রাখলে তেমনটা ঘটে না। তাই বিমানে ফোন এবং ওই ধরনের ডিভাইস ফ্লাইট মোডে রাখতে বলা হয়। ছবি: ফ্রিপিক।
7/10

বর্তমান দিনে রেডিও তরঙ্গ থেকে বাঁচতে বিমানের যন্ত্রপাতি বিশেষ যত্ন নিয়ে তৈরি করা হয়। কিন্তু ২০০০ সালে সুইৎজারল্যান্ডে এবং ২০০৩ সালে দু’টি বিমান দুর্ঘটনার জন্য মোবাইল ফোন থকে নির্গত রেডিও তরঙ্গকেই দায়ী করা হয়। ছবি: ফ্রিপিক।
8/10

বিষয়টি সহজ করে বোঝাতে গিয়ে বিশেষজ্ঞরা জানান, মোবাইল ফোন থেকে নির্গত রেডিও তরঙ্গ পাইলট, কোপাইলটের হেডফোনেও ঢুকে যায়। এর ফলে ভোঁ ভোঁ শব্দ হয়। বাড়িতে কম্পিউটারের পাশে রাখা ফোন বাজার সময় ঠিক যেমন শব্দ হয়, তেমনই। ছবি: ফ্রিপিক।
9/10

বিমানযাত্রার সময় এমন ঘটলে বিমানকর্মী এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে বাধাপ্রাপ্ত হন পাইলটরা। তাঁরা বিরক্তও হন, মেজাজ বিগড়ে যায়। ছবি: ফ্রিপিক।
10/10

২০১৪ সালে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি যদিও জানায়, বৈদ্যুতিন যন্ত্রপাতি উড়ানের জন্য তেমন বিপজ্জনক নয়। কিন্তু আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, চিনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের পক্ষপাতী। বিমানযাত্রার সময় মোবাইল ফোন বন্ধ না রাখলে চিনে জেল-জরিমানার মুখেও পড়তে হয়। ছবি: ফ্রিপিক।
Published at : 13 Mar 2024 09:04 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
