এক্সপ্লোর
India vs Bangladesh Records: এক ইনিংসে এত বাউন্ডারি, এতবার দুশোর বেশি স্কোর! নিজামের শহরে রেকর্ডের সিংহাসনে ভারত
India vs Bangladesh 3rd T20: ভারতের ইনিংসে ৪৭টি বাউন্ডারি হয়েছে। টি-২০ ক্রিকেটে এক ইনিংসে যা রেকর্ড। ভেঙে গেল তুরস্কের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের ৪৩ বাউন্ডারির রেকর্ড।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। - পিটিআই
1/10

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে গিয়েছিল ভারত। শনিবার হায়দরাবাদের ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিল ভারত। টি-২০ সিরিজে বাংলাদেশকে ৩-০ হোয়াইটওয়াশ করল ভারত।
2/10

টি-২০ ক্রিকেটে রানের বিচারে এটা ভারতের তৃতীয় বৃহত্তম জয়। গত বছর আমদাবাদে নিউজ়িল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছিল ভারত। সেটিই বৃহত্তম। ২০১৮ সালে আয়ার্ল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল ভারত। সেটি দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশকে ১৩৩ রানে হারানো তালিকায় তৃতীয় বৃহত্তম।
3/10

চলতি বছরে টি-২০ ক্রিকেটে এটা ভারতের ২১তম জয়। এর আগে ২০২২ সালে ২৮টি টি-২০ ম্যাচ জিতেছিল ভারত।
4/10

দেশ, ক্লাব, ফ্র্যাঞ্চাইজি - সব দল মিলিয়ে ভারতই সবচেয়ে বেশি, ৩৭ বার দুশো বা তার বেশি রান করেছে। সমারসেটের ৩৬ বার দুশো করার রেকর্ড ভেঙে দিল ভারত। আন্তর্জাতিক দলগুলির মধ্যে অনেক পেছনে অস্ট্রেলিয়া। টি-২০ ক্রিকেটে ২৩ বার দুশোর বেশি স্কোর করেছেন অজ়িরা।
5/10

শনিবার ৪০ বলে সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন। টি-২০ ক্রিকেটে এটা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। ৩৫ বলে সেঞ্চুরি রয়েছে ডেভিড মিলার ও রোহিত শর্মার। ৩৯ বলে সেঞ্চুরি রয়েছে জনসন চার্লসের।
6/10

হায়দরাবাদে ৮ টি-২০ ম্যাচে ৩২৮ রান হয়ে গেল সঞ্জুর। ৬৬.৩৩ ব্যাটিং গড়ে ও ১৬২.৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন।
7/10

টি-২০ ক্রিকেটে এটা স্যামসনের প্রথম সেঞ্চুরি।
8/10

প্রথমে ব্যাট করে রেকর্ড রান তুলেছিল ভারত। বাংলাদেশ বোলিংকে ছারখার করে ২৯৭/৬। কোনও টেস্ট খেলিয়ে দেশের সর্বোচ্চ টি-২০ স্কোর তুলেছিল ভারত। ভেঙে দিয়েছিল আফগানিস্তানের রেকর্ড।
9/10

আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি দলগত স্কোর নেপালের। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪/৩ তুলেছিল তারা। ভারতের ২৯৭/৬ তালিকায় দুইয়ে।
10/10

ভারতের ইনিংসে ৪৭টি বাউন্ডারি হয়েছে। টি-২০ ক্রিকেটে এক ইনিংসে যা রেকর্ড। ভেঙে গেল তুরস্কের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের ৪৩ বাউন্ডারির রেকর্ড। ছবি - পিটিআই
Published at : 13 Oct 2024 12:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
