এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RCB vs KKR: আরসিবি-র বিধ্বংসী ত্রয়ীকে থামানোই আজ চ্যালেঞ্জ কেকেআরের
IPL 2023: পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। কেকেআর রয়েছে আট নম্বরে। ৭ ম্যাচে নাইটদের পয়েন্ট মাত্র ৪।
![IPL 2023: পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। কেকেআর রয়েছে আট নম্বরে। ৭ ম্যাচে নাইটদের পয়েন্ট মাত্র ৪।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/5be1800ea2064867afda80c9a44382bf168249784917450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
RCB vs KKR
1/12
![৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে প্রায় চার বছর পর নাইটদের ম্যাচ ছিল। বলা হচ্ছিল হোম কামিং অফ নাইটস। সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ছিল বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে আরসিবিকে ৮১ রানে দুরমুশ করে ম্যাচ জিতেছিল কেকেআর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/d86f443c4eb5ef33655571b54b26f6feb93c0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে প্রায় চার বছর পর নাইটদের ম্যাচ ছিল। বলা হচ্ছিল হোম কামিং অফ নাইটস। সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ছিল বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে আরসিবিকে ৮১ রানে দুরমুশ করে ম্যাচ জিতেছিল কেকেআর।
2/12
![২৬ এপ্রিল। ফের নাইটদের (KKR) সামনে আরসিবি। লড়াই এবার বিরাটদের ডেরায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে আইপিএলের জন্ম হয়েছিল ১৫ বছর আগে। আর জন্মলগ্নেই রেকর্ড সেঞ্চুরিতে আরসিবি বোলিংকে খুন করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/8703829c260c176683581dfcb51a5102d7cc2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২৬ এপ্রিল। ফের নাইটদের (KKR) সামনে আরসিবি। লড়াই এবার বিরাটদের ডেরায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে আইপিএলের জন্ম হয়েছিল ১৫ বছর আগে। আর জন্মলগ্নেই রেকর্ড সেঞ্চুরিতে আরসিবি বোলিংকে খুন করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম।
3/12
![কিন্তু এবার পরিস্থিতি আলাদা। টানা চার ম্যাচ হেরে আইপিএলে কোণঠাসা কেকেআর। পয়েন্ট টেবিলে আট নম্বরে পড়ে রয়েছে কেকেআর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/aa5d219e3a8d0e4f2fcc8268b5714c90b440b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু এবার পরিস্থিতি আলাদা। টানা চার ম্যাচ হেরে আইপিএলে কোণঠাসা কেকেআর। পয়েন্ট টেবিলে আট নম্বরে পড়ে রয়েছে কেকেআর
4/12
![আরসিবি-র বিরুদ্ধে পরাজয় মানে প্লে অফের স্বপ্ন কার্যত ভেন্টিলেটরে ঢুকে যাওয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/1bd0ac80607caa6f168ea3cb14ca785cd59fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরসিবি-র বিরুদ্ধে পরাজয় মানে প্লে অফের স্বপ্ন কার্যত ভেন্টিলেটরে ঢুকে যাওয়া।
5/12
![আর বিরাট যুদ্ধের আগে কেকেআরকে ভাবাচ্ছে বোলিং ও ওপেনিং জুটি। ইডেনে নাইটদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংস ২৩৫ রান তুলেছিল। ইডেনে আইপিএলের সর্বোচ্চ রান ছিল সেটাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/f585c82236f20d02b92d9eec7245bb804c964.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর বিরাট যুদ্ধের আগে কেকেআরকে ভাবাচ্ছে বোলিং ও ওপেনিং জুটি। ইডেনে নাইটদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংস ২৩৫ রান তুলেছিল। ইডেনে আইপিএলের সর্বোচ্চ রান ছিল সেটাই।
6/12
![চলতি আইপিএলে ৭ ম্যাচের তিনটিতে দুশোর বেশি রান খরচ করেছেন কেকেআর বোলাররা। শার্দুল ঠাকুরের চোট কেকেআরের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/388b4448ed6a6db5201704635437bab1662f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চলতি আইপিএলে ৭ ম্যাচের তিনটিতে দুশোর বেশি রান খরচ করেছেন কেকেআর বোলাররা। শার্দুল ঠাকুরের চোট কেকেআরের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।
7/12
![আরসিবির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ব্যাটে নাইটদের জয়ের নায়ক ছিলেন শার্দুলই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/c39c2c2340c971d0c3a8fdcb2947529b3b681.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরসিবির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ব্যাটে নাইটদের জয়ের নায়ক ছিলেন শার্দুলই।
8/12
![ওপেনিং নিয়েও একইরকম সমস্যায় কেকেআর। গত মরসুমে বারবার ওপেনিং জুটি পাল্টেও সাফল্যের মুখ দেখেনি কেকেআর। এবারও ৭ ম্যাচের মধ্যে ৫টি আলাদা ওপেনিং জুটি ব্যবহার করে ফেলেছে কেকেআর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/2e2f99159c7a577442e25d52a8896b8f6a1f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওপেনিং নিয়েও একইরকম সমস্যায় কেকেআর। গত মরসুমে বারবার ওপেনিং জুটি পাল্টেও সাফল্যের মুখ দেখেনি কেকেআর। এবারও ৭ ম্যাচের মধ্যে ৫টি আলাদা ওপেনিং জুটি ব্যবহার করে ফেলেছে কেকেআর।
9/12
![টপ অর্ডার স্বস্তি দিচ্ছে না কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৭ উইকেট হারিয়েছে কেকেআর। পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ৭.৮ রান রেটে স্কোরবোর্ড সচল রাখছে কেকেআর। যা টুর্নামেন্টের দ্বিতীয় মন্থরতম। টুর্নামেন্টের মাঝপথে দলে থাকা আটজন বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দিয়েছে কেকেআর। তাও প্রথম একাদশ গুছিয়ে উঠতে পারেনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/9be130bf6198870f279eb718e88a4e1f64d99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টপ অর্ডার স্বস্তি দিচ্ছে না কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৭ উইকেট হারিয়েছে কেকেআর। পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ৭.৮ রান রেটে স্কোরবোর্ড সচল রাখছে কেকেআর। যা টুর্নামেন্টের দ্বিতীয় মন্থরতম। টুর্নামেন্টের মাঝপথে দলে থাকা আটজন বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দিয়েছে কেকেআর। তাও প্রথম একাদশ গুছিয়ে উঠতে পারেনি।
10/12
![বরাবরের মতো আরসিবি-র সেরা শক্তিই হল ব্যাটিং টপ অর্ডার। শুরুতেই ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। প্রথমজনের দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ। কোহলিও রয়েছেন সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে। চেন্নাই সুপার কিংসে থাকাকালীন পেসারদের বিরুদ্ধে সাবলীল ছন্দে দেখা যেত ডুপ্লেসিকে। এখন স্পিন খেলাও রপ্ত করে ফেলেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/ee5b8ead396ca15cf6ae8750fe6758c23450c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বরাবরের মতো আরসিবি-র সেরা শক্তিই হল ব্যাটিং টপ অর্ডার। শুরুতেই ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। প্রথমজনের দখলে রয়েছে অরেঞ্জ ক্যাপ। কোহলিও রয়েছেন সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে। চেন্নাই সুপার কিংসে থাকাকালীন পেসারদের বিরুদ্ধে সাবলীল ছন্দে দেখা যেত ডুপ্লেসিকে। এখন স্পিন খেলাও রপ্ত করে ফেলেছেন।
11/12
![কোহলির সঙ্গে ওপেনিং জুটিতে প্রায় পাঁচশো রান যোগ করে ফেলেছেন এবারের আইপিএলে। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি পার্টনারশিপও। দুরন্ত ছন্দে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। চলতি আইপিএলে প্রায় ১৯০ স্ট্রাইক রেট রেখে রান করে চলেছেন ম্যাড-ম্যাক্স। চিন্নাস্বামীতে বরাবরই ভয়ঙ্কর অস্ট্রেলীয় তারকা। এই মাঠে শেষ ৪ ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি রয়েছে ম্যাক্সওয়েলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/a376685e4371dad04a1075bed356501f99d64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোহলির সঙ্গে ওপেনিং জুটিতে প্রায় পাঁচশো রান যোগ করে ফেলেছেন এবারের আইপিএলে। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি পার্টনারশিপও। দুরন্ত ছন্দে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। চলতি আইপিএলে প্রায় ১৯০ স্ট্রাইক রেট রেখে রান করে চলেছেন ম্যাড-ম্যাক্স। চিন্নাস্বামীতে বরাবরই ভয়ঙ্কর অস্ট্রেলীয় তারকা। এই মাঠে শেষ ৪ ইনিংসে তিনটি হাফসেঞ্চুরি রয়েছে ম্যাক্সওয়েলের।
12/12
![আরসিবি ত্রয়ী কেকেআর বোলারদের আতঙ্কে রাখবেন। তবে আরসিবি-র মিডল অর্ডার ধারাবাহিক নয়। দীনেশ কার্তিক ছাড়া আর কেউই সেভাবে দাগ কাটতে পারছেন না। ডিকেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। শুরুর দিকে উইকেট হারালে অগ্নিপরীক্ষা দিতে হবে আরসিবির মাঝের সারির ব্যাটারদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/6ba4dc347c6f9d4a9c18d93f9435abc1a8129.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরসিবি ত্রয়ী কেকেআর বোলারদের আতঙ্কে রাখবেন। তবে আরসিবি-র মিডল অর্ডার ধারাবাহিক নয়। দীনেশ কার্তিক ছাড়া আর কেউই সেভাবে দাগ কাটতে পারছেন না। ডিকেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। শুরুর দিকে উইকেট হারালে অগ্নিপরীক্ষা দিতে হবে আরসিবির মাঝের সারির ব্যাটারদের।
Published at : 26 Apr 2023 02:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)