এক্সপ্লোর
Samia Ali Pics: স্ত্রী ভারতীয়, তার জন্যই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে হাসান আলি!

হাসান আলির স্ত্রী সামিয়া ভারতীয়
1/10

গতকাল টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে হাসান আলি।
2/10

এই পেসার গতকালের ম্যাচের শেষদিকে ম্যাথু ওয়েডের ক্যাচ ফস্কান। এর জন্যই তাঁকে আক্রমণ করা হচ্ছে।
3/10

হাসান আলির স্ত্রী সামিয়া ভারতীয়। সে কথা উল্লেখ করে তাঁকে আক্রমণ করা হচ্ছে। ছবি সৌজন্যে @samyahkhan1604
4/10

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও ম্যাচ শেষ হওয়ার পর হারের জন্য হাসান আলির ক্যাচ মিসকে দায়ী করেন।
5/10

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য হাসান আলির পাশে দাঁড়িয়েছেন।
6/10

হাসান আলির স্ত্রী সামিয়া হরিয়ানার মেয়ে। ছবি সৌজন্যে @samyahkhan1604
7/10

সামিয়ার পরিবার অবশ্য গত ১৫ বছর ধরে ফরিদাবাদে থাকছে। তাঁর বাবা হরিয়ানার বিডিও ছিলেন। ছবি সৌজন্যে @samyahkhan1604
8/10

সামিয়া এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়ার। ছবি সৌজন্যে @samyahkhan1604
9/10

ফরিদাবাদের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তারপর তিনি দুবাইয়ে চলে যান। ছবি সৌজন্যে @samyahkhan1604
10/10

দুবাইয়েই হাসান আলির সঙ্গে আলাপ হয় সামিয়ার। ২০১৯-এ তাঁদের বিয়ে হয়। ছবি সৌজন্যে @samyahkhan1604
Published at : 12 Nov 2021 08:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
