এক্সপ্লোর
ODI World Cup: আফগানিস্তান ম্যাচেও নেই গিল, বিশ্বকাপে কবে খেলবেন তরুণ ওপেনার?
ODI World Cup 2023: ভারতীয় শিবির সূত্রে খবর, গিলকে আপাতত চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত গিল খুবই দুর্বল হয়ে পড়েছেন।
![ODI World Cup 2023: ভারতীয় শিবির সূত্রে খবর, গিলকে আপাতত চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত গিল খুবই দুর্বল হয়ে পড়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/4294a67e5c137d6e2e27917054a4ab6e169685296268750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Shubman Gill
1/11
![বিশ্বকাপ (ODI World Cup) অভিযান শুরু হয়েছে জয় দিয়ে। তাও প্রবল শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে (Ind vs Aus)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/ba89991e0f0ded45821604cf18893b74144cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্বকাপ (ODI World Cup) অভিযান শুরু হয়েছে জয় দিয়ে। তাও প্রবল শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে (Ind vs Aus)।
2/11
![ভারতীয় শিবিরের কোথায় ফুরফুরে থাকার কথা! কিন্তু তা হচ্ছে কই!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/f0ae4830c3b303ce9030923cce60f99d37c25.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় শিবিরের কোথায় ফুরফুরে থাকার কথা! কিন্তু তা হচ্ছে কই!
3/11
![দলের অন্যতম সেরা ব্যাটিং অস্ত্র এখনও সুস্থ নন যে। শুভমন গিল (Shubman Gill) ডেঙ্গি আক্রান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে বুধবারের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/cea368da527a240cd2e3b7078a56b47414aa7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলের অন্যতম সেরা ব্যাটিং অস্ত্র এখনও সুস্থ নন যে। শুভমন গিল (Shubman Gill) ডেঙ্গি আক্রান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে বুধবারের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না।
4/11
![পরিবর্ত হিসাবে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত ওপেন করবেন ঈশান কিষাণই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলানো হয়েছিল কিষাণকে। কিন্তু ওপেনিংয়ে রান পাননি। কোনও রান না করে ফেরেন ড্রেসিংরুমে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/167d2dfb1affd37b5cb90c8e3efab1558a15e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিবর্ত হিসাবে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত ওপেন করবেন ঈশান কিষাণই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলানো হয়েছিল কিষাণকে। কিন্তু ওপেনিংয়ে রান পাননি। কোনও রান না করে ফেরেন ড্রেসিংরুমে।
5/11
![কিন্তু উপায়ান্তর না থাকায় গিলের অনুপস্থিতিতে আফগানদের বিরুদ্ধেও সম্ভবত কিষাণকেই প্রথম একাদশে দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/bd273498da3a4331947ea73d402b2e0a33e5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু উপায়ান্তর না থাকায় গিলের অনুপস্থিতিতে আফগানদের বিরুদ্ধেও সম্ভবত কিষাণকেই প্রথম একাদশে দেখা যাবে।
6/11
![কিন্তু গিল? তাঁর কী আপডেট? ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, গিল চেন্নাইয়েই থেকে গিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/91f9d9bfc40ad78b270f6e528ee5fb45c0b71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু গিল? তাঁর কী আপডেট? ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, গিল চেন্নাইয়েই থেকে গিয়েছেন।
7/11
![রবিবার রাতে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ খেলার পর সোমবার সকালেই রাজধানীর উদ্দেশে পাড়ি দেয় ভারতীয় দল। বুধবার, ১১ অক্টোবর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের পরের প্রতিপক্ষ রশিদ খান-মহম্মদ নবি-মুজিব ফর রহমানদের আফগানিস্তান। তবে সেই ম্যাচে খেলবেন না গিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/80a7d92ac941cdd29df7c4273d80dfec5dc63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার রাতে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ খেলার পর সোমবার সকালেই রাজধানীর উদ্দেশে পাড়ি দেয় ভারতীয় দল। বুধবার, ১১ অক্টোবর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের পরের প্রতিপক্ষ রশিদ খান-মহম্মদ নবি-মুজিব ফর রহমানদের আফগানিস্তান। তবে সেই ম্যাচে খেলবেন না গিল।
8/11
![ভারতীয় শিবির সূত্রে খবর, গিলকে আপাতত চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত গিল খুবই দুর্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াতের ধকল আরও ক্লান্ত, অবসন্ন করে তুলতে পারে পাঞ্জাবের তারকাকে। সেই কারণে শুভমন চেন্নাইয়েই থেকে গিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/f999fe23ee0e8957eeebe769c8a354d6eb79a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় শিবির সূত্রে খবর, গিলকে আপাতত চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত গিল খুবই দুর্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াতের ধকল আরও ক্লান্ত, অবসন্ন করে তুলতে পারে পাঞ্জাবের তারকাকে। সেই কারণে শুভমন চেন্নাইয়েই থেকে গিয়েছেন।
9/11
![চেন্নাইয়ের হোটেলে রেখেই গিলের চিকিৎসা করা হচ্ছে। স্যালাইন চলছে ডানহাতি তারকা ব্যাটারের। রক্তের প্লেটলেটের মাত্রা যাতে কমে না যায়, তার জন্য ফ্লুইড দেওয়া হচ্ছে। আপাতত দুর্বলতাই একমাত্র চিন্তার বিষয়। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে শুভমনকে। সেই কারণেই দিল্লিতে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/fbc874e02373520e1c72fa910171e20ef5ea4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চেন্নাইয়ের হোটেলে রেখেই গিলের চিকিৎসা করা হচ্ছে। স্যালাইন চলছে ডানহাতি তারকা ব্যাটারের। রক্তের প্লেটলেটের মাত্রা যাতে কমে না যায়, তার জন্য ফ্লুইড দেওয়া হচ্ছে। আপাতত দুর্বলতাই একমাত্র চিন্তার বিষয়। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে শুভমনকে। সেই কারণেই দিল্লিতে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি তাঁকে।
10/11
![কবে বিশ্বকাপে মাঠে দেখা যাবে শুভমনকে? আফগানিস্তানের সঙ্গে ম্যাচে তো নেইই। পাকিস্তান ম্যাচে শুভমনকে পেতে মরিয়া ভারতীয় শিবির।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/aec46b66fa4b5b85a4140799b95b541280a74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কবে বিশ্বকাপে মাঠে দেখা যাবে শুভমনকে? আফগানিস্তানের সঙ্গে ম্যাচে তো নেইই। পাকিস্তান ম্যাচে শুভমনকে পেতে মরিয়া ভারতীয় শিবির।
11/11
![কিন্তু ঘটনা হচ্ছে, ১৪ অক্টোবরের মধ্যে তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় চলে আসবেন, সেরকম সম্ভাবনা কম। ভারতীয় দলের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, শুভমনের মাঠে ফিরতে ফিরতে অন্তত ১৯ অক্টোবরের বাংলাদেশ ম্যাচ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/6bd4dfd5814c858684026493f65f434a977ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু ঘটনা হচ্ছে, ১৪ অক্টোবরের মধ্যে তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় চলে আসবেন, সেরকম সম্ভাবনা কম। ভারতীয় দলের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, শুভমনের মাঠে ফিরতে ফিরতে অন্তত ১৯ অক্টোবরের বাংলাদেশ ম্যাচ।
Published at : 09 Oct 2023 05:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)