![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Qatar World Cup: স্ত্রী-র সঙ্গে সংঘাত, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে এই আর্জেন্তাইন তারকার
Fifa World Cup 2022: কোপা আমেরিকা জয়ী আর্জেন্তিনা ফুটবল দলের সদস্য ছিলেন রডরিগো ডি পল। ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তাঁর। কাতার বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা জানা নেই।
![Qatar World Cup: স্ত্রী-র সঙ্গে সংঘাত, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে এই আর্জেন্তাইন তারকার Argentina star Rodrigo de Paul at risk of missing World Cup 2022 after ex-wife takes him to court over child support Qatar World Cup: স্ত্রী-র সঙ্গে সংঘাত, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে এই আর্জেন্তাইন তারকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/23/591a5c36cee522046fff0db3ad380f1d1658552130_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বুয়েনস আয়ার্স: আগামী নভেম্বর কাতারে (Qatar) বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের (Fifa World Cup 2022) আসর। আর এই মেগা টুর্নামেন্টেই এবার খেলার ব্যাপারে সন্দিহান আর্জেন্তিনার তারকা ফুটবলার রডরিগো ডি পল। কারণ প্রাক্তন স্ত্রী ক্যামেলিয়া হোমস ও ডি পলের মধ্যে আইনি লড়াই চলছে। তাঁদের সন্তানের সুরক্ষা ও শিশু সহায়তা প্রদানের জন্য ক্যামেলিয়া রডিরগোর সঙ্গে আইনি লড়াইয়ে গিয়েছে। আর যার ফলেই আসন্ন বিশ্বকাপে অংশ গ্রহণ কিছুটা চাপের হয়ে গিয়েছে ২৮ বছর বয়সি এই মিডিওর।
কেন ফ্যাসাদে পড়লেন রডরিগো?
ক্যামেলিয়া হোমস রডরিগোর প্রাক্তন স্ত্রী। তাঁদের ২ সন্তান রয়েছে। তবে ক্যামেলিয়ার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর রডরিগো আর্জেন্তিনার গায়িকা টিনি স্তোয়েসিলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন। কিন্তু এরই মাঝে তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনায় এখন আঁধার নেমে এসেছে। কারণ ক্যামেলিয়া তাঁদের সন্তানদের শিশু সহায়তা প্রদানের জন্য রডরিগোর সঙ্গে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছে। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এর আগেও রডরিগোকে বলা হয়েছিল যে পারিবারিক সমস্যা মিটিয়ে তবেই দলে ফিরে আসতে। কিন্তু এখন যা পরিস্থিতি সমস্যা আরও বাড়তে পারে। নইলে কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াডে হয়ত বিবেচনা করা হবে না রডরিগোকে। তবে এখনও অনেকটা সময় আছে এই মিডিওর কাছে। সেক্ষেত্রে প্রস্তুতিতে হয়ত কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
আরও পড়ুন: ম্যাচ জিতলেও সেঞ্চুরি মিসের হতাশা যাচ্ছে না গব্বরের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)