India vs Australia: পাঁচ সূত্র সমাধান করতে পারলেই অস্ট্রেলিয়ায় গোলাপি বলের রহস্য ভেদ করা সম্ভব!
Adelaide: শুক্রবার, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে ম্যাচ খেলা হবে গোলাপি বলে (Pink Ball Test), দিন-রাতের পটভূমিকায়।
অ্যাডিলেড: শুক্রবার, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে ম্যাচ খেলা হবে গোলাপি বলে (Pink Ball Test), দিন-রাতের পটভূমিকায়। অ্যাডিলেডে সেই টেস্টের আগে চর্চা চলছে এমন পাঁচটি বিষয় নিয়ে, যা নৈশালোকের টেস্টের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।
টস কা বস
অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্টে সাফল্যের প্রথম মন্ত্রই হল টস জেতো আর শুরুতে ব্যাটিং করে নাও। অস্ট্রেলিয়া যে কৌশল বরাবর অবলম্বন করেছে। টস ভাগ্যও তাদের সঙ্গ দিয়েছে। ৬ বার নিজেদের দেশে দিন-রাতের টেস্টে প্রথমে ব্যাট করে চারশোর বেশি রান তুলেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ১২টি দিন-রাতের টেস্টে ১০ ম্যাচে টস জেতা দল প্রথমে ব্যাটিং করেছে। ২০২০ সালে ভারতই অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র দেশ হিসাবে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও ম্যাচ হেরেছিল। ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার সেই কুখ্যাত ম্যাচে।
নতুন বলেই প্রাণভোমরা
দিন-রাতের টেস্টে নতুন বলে অনেক বেশি ভয়ঙ্কর। ২০১৫-১৬ সাল থেকে লাল বলের টেস্টে প্রথম ২০ ওভারে পেসারদের গড় যেখানে ৩৩.০২, গোলাপি বলে সেটাই ২৪.৫৬। অর্থাৎ, প্রত্যেক ২৪.৫৬ রান ওঠার পর উইকেট পড়েছে। এর নেপথ্যে অস্ট্রেলিয়ার পেসারদের সাফল্য।
চূড়ান্ত সেশনের বিপদ
অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে নৈশালোকে পেসাররা ভয় ধরান। প্রথম দুই সেশনে যেখানে পেসারদের গড় ২৩.০৩ ও ৩২.০১, সেখানে তৃতীয় সেশনে পেসারদের গড় ২০.৩০। অস্ট্রেলীয় পেসাররা তো আরও বিপজ্জনক। দেশের মাটিতে ১২টি দিন-রাতের টেস্টে শেষ সেশনে ১৪.৬৬ গড়ে বোলিং করেছেন অজি পেসাররা। আবার, শেষ সেশনে অস্ট্রেলীয় ব্যাটারদের পারফরম্যান্স প্রথম দুই সেশনের চেয়ে ভাল। তবে অ্যাডিলেড ওভালে প্রথম সেশনে ফাস্টবোলাররা ব্যতিক্রমীভাবে ভাল পারফর্ম করেন।
লায়নের গুহায়
অস্ট্রেলিয়ায় বিদেশি স্পিনাররা সমস্যায় পড়েন। তবে নাথান লায়ন দেশের মাটিতে দুরন্ত রেকর্ডের মালিক। দিন-রাতের টেস্টে তাঁর বোলিং গড় লাল বলের টেস্টের চেয়ে ভাল।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা
প্রথম টেস্টে রান পাননি মার্নাস লাবুশেন। তবে গোলাপি বলে ঈর্ষণীয় রেকর্ড তাঁর। অস্ট্রেলিয়ার গোলাপি বলের টেস্টে সবচেয়ে বেশি রান তাঁরই। ১৪ ইনিংসে ৮৯৪ রান। বল হাতে তেমনই বিপজ্জনক মিচেল স্টার্ক। একমাত্র বোলার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্টে ৫০-এর বেশি উইকেট রয়েছে বাঁহাতি পেসারের।
আরও পড়ুন: হার্দিকের নেতৃত্বে খেলবেন তিন অধিনায়ক! কেমন দল গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স? রইল ঝলক