Indian Cricket Team: 'কঠোর হয়েছিলাম বলেই...' তাঁর নির্দেশেই চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়সরা, স্বীকারোক্তি শাহের
Jay Shah: এবার থেকে কেউ চোটের জেরে জাতীয় দলের বাইরে গেলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েই জাতীয় দলে ফিরতে হবে বলে জানান বোর্ড সচিব জয় শাহ।
নয়াদিল্লি: গত মরশুমে রঞ্জি ট্রফিতে শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ নিজেদের দলের হয়ে না না কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন। এই নিয়ে প্রবল বিতর্ক হয়। পরবর্তীতে শ্রেয়স মুম্বইয়ের রঞ্জি ট্রফি সেমিফাইনাল, ফাইনাল খেলেন বটে, তবে তিনি এবং ইশান, উভয়েই বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন। তাঁর নির্দেশের পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মেনে নিলেন জয় শাহ।
এ মরশুমে শ্রেয়স এবং ইশান, উভয়েই ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ইশান বুচিবাবু ট্রফিতে ইতিমধ্য়েই সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেছেন। তাঁর পাশাপাশি শ্রেয়স আইয়ারকেও আসন্ন দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। জয় শাহ জানান গত মরশুমের ঘটনার পর কড়া সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। সেই সিদ্ধান্তের জেরেই পরিস্থিতির বদল ঘটেছে। পাশাপাশি তিনি রবীন্দ্র জাডেজার উদাহরণ টেনে এও জানান যে কোনও ক্রিকেটার যদি চোটের জেরে বাইরে যান, তাহলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই তাঁকে আবার জাতীয় দলে ফিরতে হবে।
শাহ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'দলীপ ট্রফিতে কিন্তু রোহিত ও বিরাট বাদে সকলেই খেলছেন। আমি যে কঠোর সিদ্ধান্তগুলি নিয়েছিলাম, তার জন্যই কিন্তু শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ দলীপ ট্রফিতে খেলছেন। আমি খানিকটা কড়া হয়েছি। রবীন্দ্র জাডেজা চোটের কবলে পড়ার পর আমি ওকে একটি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলার কথা বলি। এখন থেকে এটা নিশ্চিত যে কেউ আহত হয়ে বাইরে গেলে, তাঁকে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলে নিজের ফিটনেস প্রমাণ করেই ভারতীয় দলে ফিরতে হবে।'
তবে সেক্ষেত্রে জল্পনা থাকলেও বিরাট ও রোহিত কেন দলীপ ট্রফি খেলছেন না? শাহ এরও ব্যাখা দেন। তিনি জানান ভারতীয় দল রোহিত বা বিরাটের চোট লাগার ঝুঁকি নিতে পারবে না। 'বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলার কোনও মানে হয় না। সেক্ষেত্রে ওই ম্যাচে ওঁদের চোট লাগার ঝুঁকি রয়েছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকেই দেখুন না। ওদের সেরা খেলোয়াড়রা কেউই ঘরোয়া ক্রিকেট খেলে না। আমাদের খেলোয়াড়দের আমাদের যথাযোগ্য সম্মান দিতে হবে, ওঁরা আমাদের কাজের লোক নন।' ব্যাখা দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিষেকে জ়ার্কজ়ের গোল, ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগ মরশুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড