Indian Women's Cricket Team: নেতৃত্বে হরমনপ্রীত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই
Indian Women's Team: ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন মরশুম।
মুম্বই: নতুন বছর শুরু হওয়ার আগেই শুরু হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women's Cricket Team) মরশুম। ঘরের মাঠেই নতুম মরশুমের শুরুটা করবে ওমেন ইন ব্লু। এদেশে প্রথমে ইংল্যান্ড (IND W vs ENG W) এবং তারপরে খেলতে আসবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি বিশ ওভারের ম্যাচের পাশাপাশি একটি টেস্ট ম্যাচও খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও (IND W vs AUS W) রয়েছে একটি টেস্ট। এই পাঁচ ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচকরা।
টেস্ট এবং টি-টোয়েন্টি, উভয় ফর্ম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর ডেপুটি হিসাবে নির্বাচত হয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ৬ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে ভারত। এরপর ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে টেস্ট ম্যাচ। দিন তিনেক বিরতির পর, ২১ ডিসেম্বর সেই ওয়াংখেড়েতেই ফিরে আরও একটি টেস্ট খেলবেন হরমনপ্রীতরা।
ঘটনাক্রমে, ২০১৪ সালের পর এই প্রথম ভারতীয় মহিলা দলের ঘরোয়া ক্রিকেট মরশুমে লাল বলের ম্যাচ আয়োজিত হতে চলেছে। বিগত নয় বছরে ওমেন ইন ব্লু মাত্র দুইটি টেস্ট ম্যাচ খেলেছে। আসন্ন দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই ২০২১ সালে একটি করে টেস্ট ম্যাচ খেলেছিলেন মান্ধানারা। দুই ম্যাচই ড্রয়ে শেষ হয়েছিল। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাই ঘরের মাঠেও হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা।
More details on the squad announcement and schedule for Team India (Senior Women) for England T20Is and two Tests 👇👇https://t.co/Mdz3QC0AZI #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) December 1, 2023
খুশি সৌরভ
বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন তিনিই টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্বে এনেছিলেন রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। বিশ্বকাপে (World Cup 2023) টিম ইন্ডিয়ার তুখোড় পারফরম্যান্সের পর বোর্ড রাহুলের মেয়াদ বাড়ানোয় রীতিমতো খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আরও অনেকদিন তাঁর প্রাক্তন সতীর্থ-ই মেন ইন ব্লু-র দায়িত্বে থাকবেন বলেও আশাপ্রকাশ করলেন তিনি।
কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'দ্রাবিড়েই আস্থা রাখায় অবাক হইনি। বোর্ডের দায়িত্বে যখন ছিলাম, আমরাই কোচের দায়িত্ব কাঁধে নিতে ওঁকে রাজি করিয়েছিলাম। ওঁর দায়িত্বের মেয়াদবৃদ্ধি হওয়াতে তাই ভীষণ খুশি।' প্রসঙ্গত, বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। চ্যাম্পিয়নের মুকুট অধরাই থেকেছে।। তবে হেড কোচ দ্রাবিড়ের নেতৃত্বে আগামী সাত মাসের মধ্যে ফের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বলেই মনে করিয়ে দিলেন মহারাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: অক্ষর-প্যাটেলের ঘূর্ণি-কামাল, অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের বদলা ভারতের