ODI World Cup 2023: বিশেষ ভঙ্গিমায় ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন সূর্যকুমার
IND vs NZ: ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে কেএল রাহুল, মহম্মদ সিরাজও ছিলেন।
মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ১০-এ ১০ করে ফেলেছে ভারতীয় দল। অর্থাৎ নাগাড়ে ১০ ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে বিশ্বকাপের ফাইনালে। বিশ্বখেতাব জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ওয়াংখেড়ে আয়োজিত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে (IND vs NZ) ৭০ রানে হারিয়েছে ভারতীয় দল। ম্যাচের সেরা ফিল্ডার নির্বাচিত হন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
গোটা বিশ্বকাপ জুড়েই বেশ ঘটা করে ম্যাচে সেরা ফিল্ডার হওয়া ক্রিকেটারকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। সেটা বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হচ্ছে। ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন কেএল রাহুল, মহম্মদ সিরাজ। তবে তাঁদের পিছনে ফেলে একাধিক ক্যাচ ধরে এবং দুরন্ত গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভর করে ম্যাচের সেরা ফিল্ডার নির্বাচিত হন রবীন্দ্র জাডেজা।
এদিন জাডেজার গলায় সেরা ফিল্ডার হওয়ার পুরস্কার হিসাবে একটি মেডেল তুলে দেন তাঁরই ভারতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিজের বিশেষ ভঙ্গিমায় জাডেজার নাম ঘোষণা করেন সূর্য। তিনি বলেন, 'চিতার চাল, বাজপাখির নজর এবং রাজকীয় নবঘনের ফিল্ডিং থেকে কেউ বাঁচতে পারে না। যে কোনও সময় মেডেল জিতে নিতে পারে ও।' বিসিসিআইয়ের তরফে গোটা ঘটনার মজাদার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়।
We decided to keep things simple with our medal 🏅 ceremony this time around 👌
— BCCI (@BCCI) November 16, 2023
But the finishing touches were handed over by last time's winner Surya Kumar Yadav 😎
WATCH 🎥🔽 - By @28anand
#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ
দুরন্ত এই জয়ের পরে ভারতীয় সাজঘরে খুশির মেজাজ।সেখানে টিম ইন্ডিয়ার সকলকেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। বিরাট কোহলি, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারদের তাঁদের সতীর্থরা শুভেচ্ছা জানান। এদিন ভারতীয় দলের সাজঘরে ম্যাচের পর হাজির হন যুজবেন্দ্র চাহালও। ভারতের বিশ্বকাপ দলে চাহাল সুযোগ না পেলেও, এদিন স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন চাহাল। তাই ম্যাচ শেষে সূর্য, কোহলিদের সঙ্গে দেখা করতে সাজঘরে যান তিনি। আলিঙ্গন করে বিরাটকে বাহবা দিতেও দেখা যায় রোহিত শর্মাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সচিনের হাতে মেসির জার্সি তুলে দিলেন বেকহ্যাম, ভারতের জার্সি উপহার দিলেন তেন্ডুলকর