PK Banerjee: ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার দেহ, ঘনাচ্ছে রহস্য
Kolkata News: অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা: ভারতীয় ফুটবলের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। পি কে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা। পি কে-র সল্টলেকের বাড়িতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। দেহটি বাড়ির পরিচারকের বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, পরিচারক ও গাড়িচালকের মধ্যে বচসার জেরেই খুনের ঘটনা ঘটে। ছুরি দিয়ে গাড়িচালক পরিচারকের উপর হামলা চালায় বলে অভিযোগ।
অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। (PK Banerjee)
সল্টলেকের জিডি পার্ক সংলগ্ন পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে রক্তাক্ত দেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে গাড়ির চালক বরুণ ঘোষ এবং পরিচারক গোপীনাথ মুহুরি মদের আসর বসান বলে জানা যাচ্ছে। সেখানে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তর্কাতর্কি চলাকালীন হঠাৎ উঠে রান্নাঘরে চলে যায় বরুণ। ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে গোপীনাথকে। (Kolkata News)
জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় গোপীনাথকে উদ্ধার করে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গোপীনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সকালে সেখানে পৌঁছলে দেখা যায়, পুলিশ বাড়িতে পৌঁছে সামনের অংশটি কাপড় দিয়ে ঘিরে রেখেছে। গোটা ঘটনা কী ভাবে ঘটল, নেপথ্য় কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। দোলের রাতে এত নৃশংস ঘটনা ঘটল কী করে, ভেবে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারাও। বরুণ এবং গোপীনাথের মধ্যে ঠিক কী নিয়ে বাকবিতণ্ডা হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে। বরুণকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত বিধাননগর দক্ষিণ থানায় রাখা হয়েছে তাকে। তার ডাক্তারি পরীক্ষাও হয়ে গিয়েছে। আজই বিধাননগর আদালতে তোলা হবে। কিন্তু অভিজাত এলাকায় এমন ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মদ্যপান ঘিরেই ঝামেলা, না কি খুনের নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা ভাবাচ্ছে পুলিশকে। ধারাল অস্ত্র এল কোত্থেকে, তা নিয়েও রয়েছে প্রশ্ন। বরুণ যদিও রান্নাঘর থেকে ছুরি নিয়ে গোপীনাথের পেটে ঢুকিয়ে দেওয়ার কথা জানিয়েছে। এই ঘটনায় বরুণ একাই যুক্ত, না কি অন্য কেউও যুক্ত ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। আজ ওই বাড়িতে ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছবে। নমুনা সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষার জন্য। বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বাকি সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়েছিলেন কি না, ছুরি নিয়ে কাউকে দেখেছিলেন কি না, তা নিয়ে বয়ান নেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
