এক্সপ্লোর

Sports Highlights: লখনউকে হারিয়ে জয়ে ফিরল দিল্লি, দায়িত্ব ছাড়লেন মেরি কম, এক নজরে খেলার সারাদিন

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। অলিম্পিক্স সংস্থার বড় দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মেরি কম। এক নজরে খেলার সব খবর।

দিল্লির দুরন্ত জয়

রান ডিফেন্ড করে নিজেদের শেষ তিন ম্যাচ জিতেছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রান তাড়া করতে নেমে নাগাড়ে ছয় ম্যাচ হেরেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে এ যেন উলটপুরাণ। লখনউয়ের ঘরের মাঠে ১৬৮ রান তাড়া করতে নেমে দাপুটে মেজাজে জিতল দিল্লি। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের অভিষেক ম্যাচেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। ৪১ রানের ইনিংস খেললেন ঋষভ পন্থও (Rishabh Pant)। তবে ৩২ রানের ইনিংসে দলের জয়ের ভিতটা রাখেন পৃথ্বী শ। এই ত্রয়ীর সুবাদেই চলতি আইপিএল (IPL 2024) মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতল ক্যাপিটালস।

অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত

শতরান হাঁকাচ্ছেন, দলকে জেতাচ্ছেন, জাতীয় দলের অধিনায়কও বটে তিনি। তাও রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে জল্পনা বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। 'হিটম্যান'র বয়স ৩৬ পার করেছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কি জাতীয় দলের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে? প্রশ্ন অনেকেরই মনে। এবার রোহিত নিজেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত জানান তিনি ভারতের হয়ে বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি সত্যি বলতে এখনও অবসরের প্রসঙ্গে তেমন কিছুই ভাবিনি। তবে জীবন কখন, কাকে, কোনদিকে নিয়ে যায়, কী হয়, তা তো আগে থেকে কেউই বলতে পারে না। আমি এখনও তো ঠিকঠাকই খেলেছি, মাঠে নিজের সেরাটা দিতে পারছি। তাই আপাতত আরও কয়েক বছর খেলার পরিকল্পনা তো আছেই। তারপর কী হবে, দেখা যাবে না হয়। আমি বিশ্বকাপ জিততে মরিয়া, আবার ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও তো রয়েছে। আশা করছি ভারতীয় দল ওই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারবে।'

চোট সারিয়ে ফিরলেন কেকেআর তারকা

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগে কাঁধের চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন হর্ষিত রানা। যা উদ্বেগ বাড়িয়েছিল কেকেআর শিবিরে। কারণ, ডেথ ওভারে হর্ষিতের পারদর্শিতা, তাঁর স্লোয়ার, কাটার নাইট বোলিংয়ের অস্ত্র হয়ে উঠেছিল। তাঁর পরিবর্তে বৈভব অরোরা দলে এসে নজর কেড়েছিলেন ঠিক কথা, তবে হর্ষিতকে নিয়ে হাহুতাশ বন্ধ হয়নি।

রবিবার, ১৪ এপ্রিল, পয়লা বৈশাখের দিন ঘরের মাঠে ফিরছে কেকেআর। ইডেনে সেদিন নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ খেলবে কেকেআর। আর তার আগেই সুখবর নাইট শিবিরে। বাঙালি নববর্ষের আগেই ফিট হর্ষিত। কাঁধের চোট সারিয়ে ফিরেছেন তিনি।

দায়িত্ব ছাড়ছেন মেরি কম!

চলতি বছরেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আসর বসছে। আর এই মেগা টুর্নামেন্টের আগেই বড় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতীয় ক্রীড়াজগতের উজ্বল নক্ষত্র মেরি কম (Mary Kom)। ভারতীয় অলিম্পিক্সে সংস্থা ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই কিংবদন্তি মহিলা বক্সারকে টিম ইন্ডিয়ার শেফ দ্য মিশন পদে আসীন করেছিল। গত ২১ মার্চ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছি। কিন্তু সেখান থেকেই ব্য়ক্তিগত কারণ দেখিয়ে এবার অব্যহতি চাইলেন মেরি কম। এক বিবৃতিতে মেরি জানিয়েছেন, ''সবসময়ই দেশের হয়ে খেলতে চেয়েছি। দেশের সেবা করতে চেয়েছি যে কোনওভাবে। এটাই আমার কাছে প্রাধান্য পেয়েছে সবসময়। যে সুযোগ পেয়েছিলাম তা বিশেষ সম্মানের। আমি দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার জন্য এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই।'' 

নিজের বিবৃিতে আরও লিখেছেন ৬ বারের বিশ্বচ্য়াম্পিয়ন, ''প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। আমি সাধারণত এমন করি না। আমার হাতে এছাড়া আর কোনও বিকল্প নেই। এ বারের অলিম্পিক্স নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। আমাদের ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা রয়েছে সবার। তবে খারাপ লাগছে, ওদের সঙ্গে আমি অলিম্পিক্সের সময় থাকতে পারব না।"

নেই রানা

গতবার যখন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পিঠের অস্ত্রোপচারের জন্য গোটা আইপিএলের (IPL 2024) বাইরে, তিনিই হয়ে উঠেছিলেন মুশকিল আসান। দলের নেতৃত্বের গুরুভার তুলে দেওয়া হয়েছিল তাঁর কাঁধে। নীতীশ রানা (Nitish Rana) হতাশ করেননি। দল প্লে অফে উঠতে না পারলেও, কলকাতা নাইট রাইডার্স লড়াকু ক্রিকেট খেলেছিল। রিঙ্কু সিংহের উত্থানেও ভূমিকা ছিল তাঁর। অল্পের জন্য শুধু প্লে অফের যোগ্যতা পায়নি কেকেআর।

তবে এবার চোট সমস্যায় জর্জরিত গতবারের নাইট অধিনায়ক। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন। দিল্লির ক্রিকেটারকে নিয়ে প্র্যাক্টিসে আলাদা সময় কাটাচ্ছিলেন মেন্টর গৌতম গম্ভীরও। যাঁর হাত ধরে নীতীশের উত্থান। এমনকী, শ্রেয়স যখন এবারের আইপিএলের আগেও চোটে কাবু ছিলেন, শোনা যাচ্ছিল, বিকল্প অধিনায়ক হিসাবে ফের নীতীশের কথা ভেবে রাখা হচ্ছে।

কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর থেকে আর মাঠেই নামেননি নীতীশ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস, কেকেআরের জার্সিতে পরপর তিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি নীতীশ। গতবারের অধিনায়কের হল কী?

খোঁজ নিয়ে জানা গেল, ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন নীতীশ। তাঁর হাতের চোট এখনও সারেনি। পরিস্থিতি এমনই যে, ব্যাটই ধরতে পারছেন না বাঁহাতি ব্যাটার। শুক্রবার ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে হাজির ছিলেন নীতীশ। লক্ষ্য করে দেখা গেল, তিনি নেটে পুরোদমে ব্যাটই করলেন না। মঙ্গুজ় জাতীয় একটা ছোট আকৃতির ব্যাট নিয়ে একহাতে কিছুক্ষণ নেটে সময় কাটালেন। তারপর বেরিয়ে এলেন নেট থেকে। দেখে যা বোঝা গেল রবিবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের ম্যাচে নীতীশের খেলার সম্ভাবনা নেই।

আইপিএলের টসে কারচুপি!

বৃহস্পতিবার, ওয়াংখেড়ের ময়দানে দুই তারকাখচিত দলের দুরন্ত এক ম্যাচের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। আইপিএলে (IPL 2024) আরসিবিকে হারিয়ে চলতি মরশুমে নিজের দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vsRCB)। ম্যাচে ফাফ ডু প্লেসি, সূর্যকুমার যাদবদের ব্যাটিং বিক্রমের পাশাপাশি যশপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়েরও সাক্ষী থেকেছেন দর্শকরা। কিন্তু এই ম্যাচ ঘিরেই এবার বিতর্ক দানা বাঁধল।

ম্যাচের টসের সময় এক ঘটনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ রেফারি টসের কয়েন মাটি থেকে তোলার সময় তার দিক পাল্টে দিচ্ছেন। এর জেরে মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত নিতে পারে, বাড়তি সুবিধা পায়। এই ভিডিওর ভাইরাল হওয়ার পর ফের একবার আইপিএল টুর্নামেন্টে সবকিছুই পূর্বনির্ধারিত থাকে, এই তত্ত্বও ভেসে উঠছে। 

কেকেআরের ম্যাচে নেই ময়ঙ্ক

চলতি আইপিএল মরশুমের (IPL 2024) খোঁজ বলা হচ্ছে তাঁকে। তাঁর বলের গতিতে মুগ্ধ ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই। তবে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) গত ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। এবার তাঁকে নিয়ে বড় আপডেট দিলেন দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। 

ময়ঙ্ক গুজরাতের বিরুদ্ধে রবিবারের ম্যাচে মাঠ ছাড়ার পর অনেকে মনে করছিলেন তাঁর সাইডস্ট্রেন হয়েছে। দুরন্ত গতিতে বল করা বোলারদের এই পেশির চোট অস্বাভাবিক কিছু নয়। দলের চিফ এগজিকিউটিভ অফিসার বিনোদ বিস্ত জানিয়েছিলেন, ময়ঙ্কের তলপেটে টান লেগেছে। সতর্কতা হিসাবে তাঁকে অতিরিক্ত পরিশ্রম করতে দেওয়া হচ্ছে না এবং আগামী এক সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এবার দলের কোচ ল্যাঙ্গার স্পষ্ট জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ককে ফেরানোই লখনউয়ের লক্ষ্য। অর্থাৎ দিল্লি এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারকা বোলার যে মাঠে নামতে পারবেন না, তা কার্যত নিশ্চিত।

ল্যাঙ্গার সাংবাদিক সম্মেলনে বলেন, '(১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ককে ফেরানো) পরিকল্পনা সেটাই। আমরা চাই ও যাতে সবকয়টা ম্যাচ খেলে। তবে ধীরে ধীরে ওকে ফেরানো হবে। ও কিন্তু আমাদের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে এবং সেই উদ্দেশ্যে প্রচুর খাটা খাটনিও করছে। দিল্লির বিরুদ্ধে খেলবে না ও। পরবর্তী দুই ম্যাচের মধ্যে ব্যবধান এতই কম যে ওর এই দুই ম্যাচ খেলার সম্ভাবনাই খুব কম। তবে যত দ্রুত সম্ভব মাঠে নামার চেষ্টাতেই রয়েছে ও।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মুম্বইয়ে সৌরভ-আয়ুষ্মান বৈঠক! আইপিএলের মাঝেই দাদার জীবনকাহিনিতে ডুব 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

ABP Ananda Sera Bangali: ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
Kalyan Banerjee : 'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
Sukanata On Sushanta : TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
Kasba Incident Update: 'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
Advertisement
ABP Premium

ভিডিও

Dilip Ghosh: 'এই টাকা লুঠের কারণ হল এটা বেহিসাবি টাকা', ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মন্তব্য দিলীপেরMedicon International 2024: শহরের বুকে আয়োজন করা হল মেডিকন ইন্টারন্যাশনাল ২০২৪ | ABP Ananda LIVEAnubrata Mandal: বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন', অনুব্রতর নেতৃত্বেই চলবে কোর কমিটিHowrah Bridge: রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ABP Ananda Sera Bangali: ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা পার করল দুই দশক, কারা হলেন সেরা বাঙালি?
Kalyan Banerjee : 'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের
Sukanata On Sushanta : TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে BJP-তে আহ্বান সুকান্ত মজুমদারের, 'ওখানে থাকলে..'
Kasba Incident Update: 'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
'তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ একজন...', কসবাকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত গুলজারের
Sushanta Ghosh: 'মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে..' কসবাকাণ্ডের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য TMC কাউন্সিলর সুশান্তের !
'মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে..' কসবাকাণ্ডের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য TMC কাউন্সিলর সুশান্তের !
Sachin Tendulkar: এত বড় উইকেট? অবসর নেওয়ার দিনই সচিনের মজার পোস্ট মন জিতল ভক্তদের
এত বড় উইকেট? অবসর নেওয়ার দিনই সচিনের মজার পোস্ট মন জিতল ভক্তদের
Job News: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
দশম শ্রেণি উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
Tata Curvv: আরও বাড়ল ওয়েটিং পিরিয়ড, এখন বুক করলে কবে পাবেন টাটার এই SUV ?
আরও বাড়ল ওয়েটিং পিরিয়ড, এখন বুক করলে কবে পাবেন টাটার এই SUV ?
Embed widget