ISL: চেরনিশভের দলের সামনে শুক্রবার সবচেয়ে বড় বাধা হতে পারেন মরক্কোর আলাদিন আজারেই
Mohammedan SC vs North East United: হবেন নাই বা কেন? ১৩ ম্যাচে ১৪ গোল করা হয়ে গিয়েছে তাঁর। দলকে প্রায় প্রতি ম্যাচে গোল এনে দিয়েছেন তিনি। এ পর্যন্ত সব মিলিয়ে ২৯ গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
গুয়াহাটি: নর্থইস্ট ইউনাইটেড এফসি এ মরশুমে এমন একজন নির্ভরযোগ্য ফুটবলার পেয়ে গিয়েছে, যিনি তাদের সাফল্যের অক্সিজেন জোগান প্রায় প্রতি ম্যাচেই। তিনি যে মরক্কো থেকে আসা ফরোয়ার্ড আলাদিন আজারেই, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। কারণ নর্থইস্টের সবচেয়ে বেশি চর্চিত খেলোয়াড় এখন তিনিই।
হবেন নাই বা কেন? ১৩ ম্যাচে ১৪ গোল করা হয়ে গিয়েছে তাঁর। দলকে প্রায় প্রতি ম্যাচে গোল এনে দিয়েছেন তিনি। এ পর্যন্ত সব মিলিয়ে ২৯ গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। যার মধ্যে ১৪টিই এই মরক্কান ফরোয়ার্ডের। বোঝাই যাচ্ছে দলের কোচ পেদ্রো বেনালির কাছে কতটা গুরুত্বপূর্ণ তিনি। শুক্রবার গুয়াহাটিতে যখন নর্থইস্টের মুখোমুখি হবে কলকাতার মহমেডান এসসি, তখন এই আলাদিনকে আটকে রাখার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের ডিফেন্ডারদের। যা মোটেই সোজা কাজ নয়। আইএসএলে তাদের সর্বপ্রথম ম্যাচের শেষে সংযুক্ত সময়ের তিন মিনিট পর্যন্ত নর্থইস্টকে আটকে রেখে দিয়েছিল মহমেডান। কিন্তু চতুর্থ মিনিটে বাঁদিক থেকে থোই সিংয়ের বাড়ানো ক্রস পেয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ে গোলে শট নেন আজারেই। প্রথমে সেই শট ব্লক করার চেষ্টা করেন মহম্মদ ইরশাদ। গোলকিপার পদম ছেত্রী ব্যর্থ হওয়ায় গোল লাইন সেভ করার চেষ্টা করেন জোসেফ আজারেই। দু’জনেই ব্যর্থ হওয়ায় বল জালে জড়িয়ে যায়।
সেই তাঁর গোল করা শুরু। এর পর টানা সাতটি ম্যাচে গোল করেন তিনি। জামশেদপুর এফসি, ওডিশা এফসি ও বেঙ্গালুর এফসি-র বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচে জোড়া গোল করে সবার নজর কেড়ে নেন তিনি। কিন্তু পাঞ্জাব এফসি, ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান এসজি-র বিরুদ্ধে গোল পাননি তিনি। তবে তিন ম্যাচের বেশি গোলহীন থাকেননি তিনি। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তাদের ৫-২ জয়ে গোলে ফেরেন আলাদিন। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও জোড়া গোল করেন তিনি। অর্থাৎ, ফের ছন্দ ফিরে পেয়েছেন তিনি। তাঁকে আটকানোর জন্য আলাদা ছক কষে রাখতেই হবে মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভকে। তথ্য সংগ্রহ: আইএসএল