কলকাতা: শীতের যুবভারতী স্টেডিয়ামে ফের সবুজ-মেরুন ঝড়। লিস্টন কোলাসোর (Liston Colaco) বিশ্বমানের গোলে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant vs Bengaluru FC)। ৭৪ মিনিটে কোলাসোর গোলে ঘরের মাঠে তিন পয়েন্ট নিশ্চিত করল সবুজ-মেরুন শিবির। সেই সঙ্গে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহনবাগান সুপার জায়ান্ট।
ম্যাচের বয়স তখন ৭৪ মিনিট। গ্রেগ স্টুয়ার্টের ক্রস থেকে বল যায় লিস্টন কোলাসোর পায়ে। বেঙ্গালুরু বক্সের প্রান্ত থেকে গোলার মতো ভলিতে বল জালে জড়িয়ে দেন কোলাসো। যদিও উৎসব করতে গিয়ে বিপত্তি ডেকে আনেন তিনি। জার্সি খুলে গোলের আনন্দে মেতে ওঠার দায়ে হলুদ কার্ড দেখানো হয় কোলাসোকে।
আরও পড়ুন: এখনও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে যেতে পারে বাংলা! কোন অঙ্কে?
মোহনবাগানের কাছে সোমবার ছিল বদলার ম্যাচ। সেই ম্যাচে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সাক্ষাতে বেঙ্গালুরু এফসি সবুজ-মেরুন ব্রিগেডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল। সেই ম্যাচে হারের পর হোসে মোলিনার রক্ষণ সামলানোর কৌশল নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। ফিরতি সাক্ষাতে যাবতীয় সমালোচনার জবাব দিলেন তিনি। ১-০ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। জয়সূচক গোলটি করলেন লিস্টন কোলাসো। ম্যাচে সেরার স্বীকৃতি পেলেন আপুইয়া।
+3, WE MOVE! Huge win at VYBK, a true show of grit, resilience and determination 💪🏻💚♥️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 27, 2025
Watch ISL only on @JioCinema , @Sports18 -3, #StarSports3! 📺 https://t.co/m6ruP5vXuO#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ioxQwAx3GL
সোমবার যুবভারতী স্টেডিয়ামের ম্যাচটি ছিল মোহনবাগানের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, টুর্নামেন্টে আগের দুই ম্যাচে তারা জিততে পারেনি। প্রথমে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ। তারপর চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে হয়েছিল গোলশূন্য ড্র। যে কারণে এই ম্যাচে সময় যত এগিয়েছে, ততই মোলিনার কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। শেষ পর্যন্ত কোলাসোর গোলে কাটল উৎকণ্ঠা। মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে আপাতত ১২ পয়েন্টের পার্থক্য হয়ে গেল। গোটা ম্যাচে সেভাবে দাগ কাটতে পারলেন না বেঙ্গালুরু এফসি-র সেরা তারকা সুনীল ছেত্রী।