ESP vs GER: সেয়ানে সেয়ানে টক্কর, উয়েফা ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন-জার্মানি
Euro Cup: জার্মানি এবং স্পেন, দুই দলই চতুর্থবার উয়েফা ইউরো খেতাব ঘরে তুলে নতুন ইতিহাস লেখার লক্ষ্যে রয়েছে।
স্টুটগার্ট: একদল তিনবারের টুর্নামেন্টজয়ী (পশ্চিম জার্মানি হিসাবে)। খেলছে রেকর্ড ১৪তম ইউরো টুর্নামেন্টে। অপর দলের দখলেও রয়েছে তিনবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব। একেবারে সেয়ানে সেয়ানে টক্কর বলতে যাকে বোঝায়। খাতায় কলমে জার্মানি বনাম স্পেনের (ESP vs GER) কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঠিক তাই।
গোল করার সংখ্যা, পাসিং রেট, তেকাঠিতে শট রাখা সবের নিরিখেই টুর্নামেন্টের সেরা দুই দল স্পেন এবং জার্মানি। ডয়েচল্যান্ড এবং লা রোহা, উভয় দলই এখনও এবারের ইউরোয় অপরাজিত। দুই দলেই তারুণ্যের ছড়াছড়ি। একদিকে যেখানে জার্মানির হয়ে মুসিয়ালা এবারের ইউরোর মঞ্চ মাতাচ্ছেন, সেখানে লামিল ইয়ামাল সবথেকে কম বয়সে মাঠে নেমে ইতিমধ্যেই গড়েছেন ইতিহাস। উইং ধরে তাঁর আক্রমণে উঠে আসা নজর কেড়েছে সমর্থকদের।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের (Luis de la Fuente) মতে এই ম্যাচটি কিন্তু টুর্নামেন্ট ফাইনাল হওয়ার যোগ্যতা রাখে। তিনি বলেন, 'এই ম্যাচে একদম দুই দলের সমান সমান দুই দলের টক্কর হতে চলেছে। ম্যাচটি কিন্তু অনায়াসেই ইউরোর ফাইনাল হওয়ার যোগ্যতা রাখে। ফুটবলের নিরিখে নিঃসন্দেহে দুই সমান শক্তিশালী দল একে অপরের মুখোমুখি হবে। জার্মানরা সবসময়ই ম্যাচের শুরুটা ভালভাবে করে। তাই আমরা সেটাকে রোখার জন্য তৎপর থাকব। তাই আমাদের প্রথম মিনিট থেকেই নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।'
তবে স্প্যানিশ কোচের থেকে সম্পূর্ণ ভিন্ন মত জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের (Julian Nagelsmann)। তিনি বলেন, 'এটা তো ফাইনাল ম্যাচ নয়। এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের সেমিফাইনালের চার দলের মধ্যে একটি দল হতে আমরা বদ্ধপরিকর। স্পেনও অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাইবে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। দুই দলই বল পায়ে ভাল, প্রতিআক্রমণে ভাল এবং ভাল পাসিং ফুটবল খেলে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে পটু।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: উয়েফা ইউরো ২০২৪-এই অবসান, স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো