UEFA Euro 2024 Final: 'ও ভয়ডরহীন', ইউরো ফাইনালে কোন স্পেন তারকাকে নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড অধিনায়ক কেন?
Harry Kane: উয়েফা ইউরোর খেতাব জিততে নিজের সমস্ত ব্যক্তিগত ট্রফি দিয়ে দিতেও বিন্দুমাত্র দ্বিধা নেই বলে জানান হ্য়ারি কেন।
বার্লিন: মাত্র একদিন আগেই ১৭-তে পা দিয়েছে স্পেনের তরুণ তুর্কি। তবে এই বয়সেই নিজের দক্ষতায় গোটা ইউরো (UEFA Euro 2024 Final) জুড়েই নজর কেড়েছেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। মেগা টুর্নামেন্ট মাতিয়ে একগুচ্ছ রেকর্ডও নিজের নামে করে ফেলেছে বার্সেলোনার হয়ে খেলা তরুণ। তাঁকে নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)।
উয়েফা ইউরোর ফাইনালে লামিন ইয়ামালকে আটকাতেই ইংল্যান্ড দলকে বেশ বেগ পেতে হতে পারে বলে মত কেনের। ফাইনালের আগে প্রথমত ১৭তম জন্মদিনে ইয়ামালকে শুভেচ্ছ জানিয়ে কেন বলেন, 'ও দুরন্ত ফুটবলার। মাত্র ১৭ বছর বয়সে টুর্নামেন্টে এমন পারফর্ম করাটা ওর প্রতিভার পরিচয়বাহক। ও ভয়ডরহীন, স্বাধীন ফুটবল খেলে, নিজের খেলা উপভোগ করে। ম্যাচে ওকে সামলানো খুবই কঠিন হতে চলেছে। তবে তার আগে এখনও পর্যন্ত ও যা করেছে, তার জন্য ওকে শুভেচ্ছা জানাতে চাই।'
ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ হলেও, কেনের নিজের দক্ষতাও কিন্তু বিশ্ববন্দিত। বর্তমানে ফুটবল জগতের সেরা স্ট্রাইকারদের নাম উঠলে একেবারে শুরুর দিকেই কেনের নাম উঠে আসবে। ব্যক্তিগত একাধিক পুরস্কার জয়ের কৃতিত্ব রয়েছে ইংল্যান্ড স্ট্রাইকারের দখলে। তবে ক্লাব বা আন্তর্জাতিক, কোনও স্তরেই দলগত ট্রফি জিততে এখনও ব্যর্থ তিনি। কেন কিন্তু ইউরোর খেতাব জয়ের সঙ্গে নিজের কেরিয়ারের সমস্ত কৃতিত্ব অদলবদল করতেও রাজি।
🏟️ The stage...#EURO2024 | #ESPENG pic.twitter.com/63Kda9wLyC
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
'আমি যে এখনও দলগত কোনও ট্রফি জিতিনি, সেটা তো কারুরই অজানা নয়। যদি সময় যাচ্ছে আমি এই পরিসংখ্যান বদলের জন্য তত বেশি বদ্ধপরিকর হয়ে উঠছি। আমার সামনে সবথেকে বড় ট্রফিগুলির মধ্যে একটি জিতে দলের হয়ে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। আমার জীবনে আমি যা যা অর্জন করেছি, ইউরো জয়ের জন্য সেইসব যদি দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আমি এক মুহূর্তও ভাবব না।' বলেন ইংল্যান্ড অধিনায়ক।
কেন কি ইউরোর খেতাবি ফাইনাল শেষে কেরিয়ারে প্রথম দলগত ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাততে পারবেন? এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হিটলারের তৈরি স্টেডিয়ামে ইউরোর খেতাবি ফাইনাল, কোথায়, কখন দেখবেন ইংল্যান্ড-স্পেন ম্যাচ?