KKR 2024: ভয়ডরহীন ক্রিকেট খেলেই ২০১৪-র ম্যাজিক ফেরাতে চান পুরনো দলে নতুন নাইট মণীশ
IPL 2024: ইডেনে এদিন এমন আরও একজন নাইট জার্সিতে ফিরলেন, দশ বছর আগে যিনি কলকাতাকে উপহার দিয়েছিলেন উৎসবের রাত।

সন্দীপ সরকার, কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঘর ওয়াপসি নিয়ে হইচই হচ্ছে আইপিএল শুরুর প্রাক লগ্নে। কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরকে জোড়া ট্রফি দেওয়া অধিনায়ক এবার শাহরুখ খান-জুহি চাওলার দলে ফিরেছেন মেন্টর হয়ে। বৃহস্পতিবার শহরে পা রেখে যিনি নিজেই বলেছিলেন, 'ঘরে ফেরার অনুভূতি হচ্ছে।' শুক্রবার ইডেন গার্ডেন্সে জোরকদমে কাজ শুরু করে দিলেন তিনি। কেকেআরের প্র্যাক্টিসে মধ্যমণি হয়ে রইলেন।
তবে ইডেনে এদিন এমন আরও একজন নাইট জার্সিতে ফিরলেন, দশ বছর আগে যিনি কলকাতাকে উপহার দিয়েছিলেন উৎসবের রাত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঋদ্ধিমান সাহার বিধ্বংসী সেঞ্চুরিকে ম্লান করে দিয়েছিল তাঁর ব্যাট। ৫০ বলে ৯৪ রানের জবাব সেই রাতে আঁধার নামিয়েছিল প্রীতি জিন্টার দলে। তাও এমন একটা বোলিং আক্রমণকে পিটিয়েছিলেন, যেখানে মিচেল জনসনের মতো বড় নামও ছিল। সেদিন মাঠে আনন্দে ডিগবাজি খেয়েছিলেন শাহরুখ। পরের ২ দিন কলকাতা দেখেছিল অকাল দীপাবলি।
ফের কেকেআর শিবিরে যোগ দিয়েছেন সেদিনের সেই ফাইনালের নায়ক, মণীশ পাণ্ডে। দশ বছর আগের সেই রাত যিনি ভোলেননি। কেকেআরে গম্ভীর-মণীশ যুগলবন্দি ফের ফুল ফোটাবে, আত্মবিশ্বাসী গলায় বলছেন কর্নাটকের তারকা।
অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও দলে যোগ দেননি। শনিবার বিকেলে এসে পড়ার কথা তাঁর। সকালে পৌঁছে যাবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। পূর্ণ শক্তির কেকেআর যে এবার ভয়ডরহীন ক্রিকেট খেলবে, জানিয়ে দিচ্ছেন মণীশ।
২০১৪ সালে সেই স্বপ্নের রাতের পর থেকে আর ট্রফি পাইনি কেকেআর। আপনি তো আইপিএলে সাফল্যের স্বাদ পেয়েছেন। চ্যাম্পিয়ন হতে গেলে কী প্রয়োজন হয়? শুক্রবার প্র্যাক্টিসের শেষে এবিপি লাইভের প্রশ্নে নাইট তারকা বলছিলেন, '২০১৪ সালে কেকেআরের শুরুটা ভাল হয়নি। টুর্নামেন্টের মাঝখানে কয়েকটা ম্যাচে হেরে গিয়েছিলাম। তারপর ঘুরে দাঁড়াই। সবাই মিলে একত্রিত হই। এই আগুনটারই দরকার ছিল। তারপর টানা সাত ম্যাচ জিতি ও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হই। আমার মনে হয়, ভাগ্যের দরকার হয়। তবে তার চেয়েও বেশি জরুরি মাঠে নির্দিষ্ট দিনে সঠিক মনোভাব দেখানো। সেটাই দল হিসাবে আমাদের সাফল্য ছিল। সকলেই অবদান রাখছিল। আর শেষ ম্যাচে আমার পারফরম্যান্সও ভাল হয়েছিল।'
তারপরই মণীশের বার্তা, 'মাঠে সেই ভয়ডরহীন মনোভাব থাকলে দারুণ হয়। আমরা এগারোজন মিলে সেটা করতে পারলে দলকে প্রথমে নক আউটে তুলতে পারব। তারপর সেখান থেকে ভাল খেলে আইপিএল জেতা সম্ভব।'
প্রতিপক্ষরা শুনছে কি?
আরও পড়ুন: IPL 2024 Exclusive: উইকেট পুজো করে, নারকেল ফাটিয়ে ইডেনে প্রস্তুতি শুরু কেকেআরের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
