KKR vs CSK, 1st Innings Score: অল্পের জন্য় সেঞ্চুরি হাতছাড়া, নাইটদের দুঃস্বপ্ন উপহার দিলেন ডুপ্লেসি
KKR vs CSK, IPL 2021 1st Innings Highlights: ওয়াংখেড়েতে হলুদ ঝড়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিংহ ধোনিরা তুললেন ২২০/৩।
চেন্নাই: ওয়াংখেড়েতে হলুদ ঝড়। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিংহ ধোনিরা তুললেন ২২০/৩।
আর কেকেআর বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক হিসাবে হাজির হলেন ফাফ ডুপ্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়। ওপেনিং করতে নেমে দুজনই নাইট বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। শুরুটা করেছিলেন রুতুরাজ। তাঁর প্রতিভার কথা বারবার বলে আসছে সিএসে টিম ম্যানেজমেন্ট। বুধবার যার প্রতিফলন দেখা গেল রুতুরাজের ব্য়াটে। বরুণ চক্রবর্তীর বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪২ বলে ৬৪ রান করে গেলেন তিনি। রুতুরাজের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
রুতুরাজ আউট হওয়ার পর যে স্বমেজাজে ফিরলেন ফাফ ডুপ্লেসি। মাত্র ৬০ বলে ৯৫ রান করে অপরাজিত রইলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। শেষ বলে তিনি স্ট্রাইক পেলে সেঞ্চুরিও হয়ে যেতে পারত। অল্পের জন্য যা হাতছাড়া করেন ডুপ্লেসি। শেষ বলে আবার ক্যাচ দিয়েও রক্ষা পেলেন রবীন্দ্র জাডেজা। তাঁর লোপ্পা ক্যাচ ফস্কে তা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন নীতিশ রানা। যে বলে কোনও রানই হয় না, তাতে ছক্কা পেয়ে যান জাডেজা।
ডুপ্লেসির ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। চার নম্বরে ব্যাট করতে নেমে ছোট, কিন্তু উপযোগী ইনিংস খেলে যান মহেন্দ্র সিংহ ধোনিও। তিনি ৮ বলে ২টি চার ও একটি ছক্কা মেরে ১৭ রান করেন। কেকেআর বোলারদের মধ্যে একমাত্র বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৭ রানে এক উইকেট পান। বাকি সকলেই মার খেয়েছেন।
টুর্নামেন্টে কেকেআর ও সিএসকে, দুই দলের ভাগ্যই পাল্টেছে। প্রথম ম্যাচে হেরেছিল সিএসকে। জিতেছিল কেকেআর। তারপর থেকে যেন ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে দুই দলের। কেকেআর পরের দুই ম্যাচ হেরে বসেছে। আর পরপর দু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সিএসকে।