Bhupathi on RCB: IPL লিগ টেবিলে লাস্টবয় RCB, নাগাড়ে পাঁচ হারের পর মালিকানা বদলের ডাক ক্ষুব্ধ মহেশ ভূপতির
Royal Challengers Bengaluru: সাত ম্যাচে মাত্র এক জয়ের জেরে আইপিএলের প্লে-অফে পৌঁছতে কার্যত বাকি সবকয়টি ম্যাচ জিততে হবে আরসিবিকে।

বেঙ্গালুরু: নাগাড়ে পাঁচ হার, লিগ তালিকায় সবার নীচে দল। এবারের আইপিএল (IPL 2024) মরশুমটা যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য একেবারেই ভাল কাটছে না, তা বলাই বাহুল্য। সোমবার সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করলেও, ২৫ রানে হারতে হয়েছে আরসিবিকে। এরপরেই দলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মহেশ ভূপতি (Mahesh Bhupathi)।
ভারতের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের প্রসঙ্গ উঠলেই, একেবারে শীর্ষের সারিতে মহেশ ভূপতি। দেশকে বহু সম্মান এনে দিয়েছেন তিনি। জিতেছেন একাধিক গ্র্যান্ড স্ল্যাম। সেই মহেশ ভূপতিই এবার আরসিবি ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন। ভূপতি নিজেকে আরসিবি সমর্থক বলেই দাবি করেন। দলের দুদর্শা দেখে ব্যতীত টেনিস কিংবদন্তির স্পষ্ট দাবি, আরসিবির মালিকানা বদল হোক। বিসিসিআইকে এই বিষয়ে উদ্যোগী হতেও অনুরোধ করেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ায় মহেশ ভূপতি লেখেন, 'খেলার স্বার্থে, আইপিএলের স্বার্থে, সমর্থকদের স্বার্থে, এমনকী খেলোয়াড়দের স্বার্থে, আমার মনে হয় বিসিসিআইয়ের আরসিবির মালিকানা বদলের জন্য উদ্যোগী হওয়া উচিত। দলের মালিকানা এমন একজনের হাতে তুলে দেওয়া হোক যে বা যারা দলটিকে বাকিদের মতো একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসাবে গড়ে তুলতে আগ্রহী হবেন। খুবই দুর্ভাগ্যজনক।'
For the sake of the Sport , the IPL, the fans and even the players i think BCCI needs to enforce the Sale of RCB to a New owner who will care to build a sports franchise the way most of the other teams have done so. #tragic
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) April 15, 2024
আরসিবির হয়ে এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল, অনিল কুম্বলে, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, জ্যাক কালিস, কেভিন পিটারসেন, বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় তারকারা খেললেও, আরসিবির পুরুষ দল ১৬ বছরের আইপিএলে কোনও খেতাব জিততে পারেনি। ১৭তম সংস্করণেও দলের যা পারফরম্যান্স, তাতে আরসিবির সমর্থকরা খুব একটা উৎসাহী হতে পারবেন না। ক্রমশই কোহলিদের প্লে-অফে পৌঁছনোর আশা ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতেই মহেশ ভূপতি আরসিবি সমর্থক হিসাবে নিজের এই মন্তব্যটি করেন।
সাত ম্যাচে একটি জয়, আরসিবির প্লে-অফে পৌঁছনোর আশা এখনই শেষ হয়ে না গেলেও, তাদের প্লে-অফে পৌঁছতে যে কার্যত সবকয়টি ম্যাচই জিততে হবে, তা বলাই বাহুল্য। কোহলিরা তা করতে পারেন কি না, এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: লখনউ ম্যাচের আগে ঈশ্বরের আর্শীবাদ নিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে রুতুরাজসহ CSK তারকারা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
