MLC 2023: ৫০ রানে অল আউট লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স! ১০৫ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক
Los Angeles Knight Riders: রান পাননি আন্দ্রে রাসেল (২), সুনীল নারাইনও (২)। ১৩.৫ ওভারে ৫০ রানে অল আউট হয়ে যায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
ডালাস: আইপিএলে (IPL) এই ম্যাচকে ফাইনালের সমান গুরুত্ব দেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক এক সময় এ-ও বলেছিলেন যে, ট্রফি না পাও, অন্তত মুম্বই ইন্ডিয়ান্সকে হারাও।
হবে নাই বা কেন! যে শহরে তিনি বাদশা তকমা পেয়েছেন, সেই শহরের দলের কাছে বারবার হার কি শাহরুখের হজম হয়?
মার্কিন মুলুকে মেজর লিগ ক্রিকেটে (MLC 2023) সেই মুম্বই ইন্ডিয়ান্সের দলে এম আই নিউ ইয়র্কের (MI New York) কাছে কিন্তু লজ্জার হার হজম করতে হল শাহরুখের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে। এম আই নিউ ইয়র্কের ১৫৫/৮ স্কোর তাড়া করতে নেমে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেল শাহরুখের দল!
টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের অধিনায়ক কায়রন পোলার্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয় হয় এম আই নিউ ইয়র্কের। ৮.৪ ওভারে মাত্র ৫৪ রানের মধ্যে ৪ উইকেট চলে যায়। সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন নিকোলাস পুরান ও টিম ডেভিড। ৩৭ বলে ৩৮ রান করেন পুরান। টিম ডেভিড ছিলেন বিধ্বংসী মেজাজে। ২১ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। সব মিলিয়ে ১৫৫/৮ স্কোরে থামে এম আই নিউ ইয়র্ক।
MI New York 🔵 dominates the LA Knight Riders to secure a valuable 2️⃣ points! #MLC2023 pic.twitter.com/Q1nZSekqrK
— Major League Cricket (@MLCricket) July 17, 2023
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ২টি করে উইকেট নেন আলি খান, কোর্নে ড্রাই ও অ্যাডাম জাম্পা। সামনে লক্ষ্য ১৫৬ রানের। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কোনও রান না করে ফিরে যান ওপেনার মার্টিন গাপ্টিল। অপর ওপেনার উন্মুক্ত চন্দ ক্রিজ আঁকড়ে পড়ে থেকে পাল্টা লড়াই শুরু করেন। ২৬ বলে ২৬ রান করে আউট হন তিনি।
কিন্তু বাকি ব্যাটারদের কেউই কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। রিলি রুজ়ো ২ রান করে ফেরেন। রান পাননি আন্দ্রে রাসেল (২), সুনীল নারাইনও (২)। ১৩.৫ ওভারে ৫০ রানে অল আউট হয়ে যায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন