Paris Olympics 2024: হতাশ করলেন নিখাত, ছিটকে গেলেন অলিম্পিক্স থেকে, তিরন্দাজি, রেস ওয়াকিংয়েও ভারতের স্বপ্নভঙ্গ
Nikhat Zareen: নিখাত বনাম ইয়ু উ-র ম্যাচে পাঁচ বিচারকই চিনের বক্সারের পক্ষে রায় দেন। যদিও তিনজনই দুই বক্সারের মধ্যে ইয়ুকে মাত্র এক পয়েন্টে এগিয়ে রেখেছিলেন।
প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics 2024) যে ভারতীয়দের পদক জয়ের সম্ভাবনা সবথেকে উজ্জ্বল বলে মনে করা হচ্ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন তথা এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী নিখাত জারিন (Nikhat Zareen)। তবে হতাশই হতে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। ৫০ কেজি বিভাগের রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় নিলেন নিখাত।
ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে যান নিখাত। চিনের তারকা বক্সার আক্রমণাত্মক মেজাজে একের পর এক ঘুষি মারতে থাকেন। নিখাত রক্ষণের চেষ্টা করলেও, তেমন লাভ হয়নি। ম্যাচের একেবারে শেষ লগ্নে ভারতীয় তারকা আক্রমণের চেষ্টা করলেও, তা দারুণভাবে প্রতিহত করেন চিনের প্রতিপক্ষ। প্রথম রাউন্ডে ৪-১ জয় পান ইয়ু উ। দ্বিতীয় রাউন্ডেও ছবিটা খুব একটা বদলায়নি। তবে এক্ষেত্রে ম্যাচের মাঝে নিখাতও আক্রমণ চালিয়ে সাফল্য পান। কিন্তু শুরু ও শেষটা ভাল করে ৩-২ রাউন্ড জেতেন ইয়ুই।
Nikhat Zareen falls short, losing to China’s Wu Yu 0-5.
— SAI Media (@Media_SAI) August 1, 2024
Let's continue supporting our pugilists, Let's #Cheer4Bharat, let's support #TeamIndia!
Catch all the live action on DD Sports and Jio Cinema!#OlympicsOnJioCinema #Paris2024Olympics pic.twitter.com/XzRY0IIHVM
তৃতীয় রাউন্ডে দুই বক্সারই আম্পায়ারের থেকে সতর্কবার্তা পান। ধাক্কাধাক্কির জন্য ইয়ুকে সতর্ক করা হয়, ধরে রাখার জন্য নিখাতকে সাবধান হতে বলা হয়। দুরন্ত ফুটওয়ার্ক দেখিয়ে নিখাতের ঘুষি এড়াতে সক্ষম হন ইয়ু। শেষের লগ্নে নিখাতের একটি ঘুষি সঠিক ঠিকানায় লাগে। তবে শেষমেশ পাঁচ বিচারকই চিনের বক্সারের পক্ষে রায় দেন। যদিও তিনজনই দুই বক্সারের মধ্যে ইয়ুকে মাত্র এক পয়েন্টে এগিয়ে রাখেন।
শুধু নিখাতই না, বৃৃহস্পতিবার অলিম্পিক্সের পঞ্চম দিনে হতাশ করলেন আরও একাধিক ভারতীয় অলিম্পিয়ানরা। পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াকে পরমজিৎ সিংহ বিস্ত, অকসদীপ সিংহ, বিকাশ সিংহ কেউই পদকের ধারেকাছেও পৌঁছতে পারলেন না। বিকাশ ও পরমজিৎ যথাক্রমে ৩০ ও৩৭ নম্বর স্থানে রেস শেষ করলেন। অকসদীপ ত রেস শেষও করেননি। হতাশ হতে হল তিরন্দাজিতেও। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে পরাজিত হলেন প্রবীন যাদব। চিনের কাও ওয়েনচাওয়ের বিরুদ্ধে ০-৬ স্কোরলাইনে পরাজিত হলেন ভারতীয় তিরন্দাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ধোনি-ভক্ত স্বপ্নিল, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতে নজির