ঘন্টাখানেক সঙ্গে সুমন(১২.১১.২৪) পর্ব:১: অব্য়াহত থ্রেট কালচার, ক্য়ানিংয়ের ঘটনাতেও নাম জড়াল তৃণমূলের
Ghantakhanek Sange Suman: আর জি করকাণ্ডে এতকিছুর পরেও সরকারি হাসপাতালে অব্য়াহত থ্রেট কালচার। দিনহাটার পর এবার ক্য়ানিংয়ের ঘটনাতেও নাম জড়াল তৃণমূলের। ক্য়ানিং হাসপাতালের অ্য়াসিস্ট্য়ান্ট সুপার অভিযোগ করলেন, হাসপাতালের নিরাপত্তার লক্ষ্য়ে তিনি পদক্ষেপ নেওয়ায়, তাঁকে খুনের হুমকি দেন এক তৃণমূল নেতা, যিনি আবার স্থানীয় তৃণমূল বিধায়কের ভাগ্নে। হুমকির মুখে পড়ে, আজ পুলিশি নিরাপত্তায় হাসপাতালে ঢুকতে হয়, অ্য়াসিস্ট্য়ান্ট সুপারকে।
ক্য়ানিংয়ের ঘটনার কয়েকদিন আগে একই ধরনের ঘটনা ঘটেছে দিনহাটা হাসপাতালে। সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসকদের একাংশকে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা। আর তার পরপরই দুই চিকিৎসককে শোকজ করেন সুপার। যদিও দলের নেতাদের কাজে ভুল কিছু দেখছেন না উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ!
ট্য়াব কেনার জন্য় সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্য়াকাউন্টে। কিন্তু কোথাও সেই ঢাকা গায়েব হয়ে যাচ্ছে! কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিনরাজ্য়ের অ্য়াকাউন্টে! ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর গায়েব হওয়া টাকার পরিমাণটা কয়েক কোটি!