দেখুন, 'আমি যে জলসাঘরে', বাংলা গানের মানে বুঝিয়ে দিলেন শান, গাইলেন সোনু, করলেন ফেসবুকে পোস্ট
সম্প্রতি বাংলা টেলিভিশনের একটি রিয়্যালিটি শো-এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে হাজির ছিলেন সোনু নিগম। সকলকে চমকে দিয়ে অনুষ্ঠানে সোনু সকলকে মুগ্ধ করে দেন মান্না দের গাওয়া আমি যে জলসাঘরে গানটি গেয়ে। সকলে মন্ত্রমুগ্ধ হয়ে যান সোনুর সঙ্গীত মূর্ছনায়। এই গানটি এভাবে উপস্থাপনা করার পিছনের গপ্পোটা নিজেই ফেসবুকে ফাঁস করলেন সোনু। একটি ভিডিও আপলোড করে সোনু লেখেন, কীভাবে শান তাঁকে বাংলা প্রতিটি শব্দ বুঝতে ও সঠিক উচ্চারণ করতে সাহায্য করেছেন। সেই সঙ্গে সোনু লেখেন, শানের পরিবারের সঙ্গে কত পুরনো সম্পর্ক তাঁর।
সোনু লেখেন, 'শানের বাবার ব্যালেতে গান গাইতেন আমার মা। তখন আমার বাবার সঙ্গেই মায়ের পরিচয় হয়নি।'
'এত পুরনো সে-সব কথা। আমার বাবার সঙ্গেও একবার শানের বাবার একটা মজার ঘটনা ঘটেছিল। শানের মায়ের সঙ্গেও আমার বহুদিনের পরিচয়। এই সম্পর্ক আমরা দুজনেই সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। শান সেলফ মেড ম্যান...ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন'