Swarup Biswas: 'আগামীকাল থকে ফ্লোরে ফিরছেন টেকনিশিয়ানরা', বললেন স্বরূপ বিশ্বাস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাল থেকে শ্যুটিং শুরু, নবান্নে বৈঠকের পরেই কাটল জট। টেকনিসিয়ান্স স্টুডিওয় পরিচালক-কলাকুশলীদের বৈঠকে সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জট কাটল স্টুডিও পাড়ায়। নবান্নের বৈঠকের পরেই ফের টেকনিসিয়ান্স স্টুডিওয় পরিচালকরা। 'কোনও পরিচালককে ব্যান করার এক্তিয়ার নেই ফেডারেশনের'। '৬-৭দিন পরে পরিচালক হিসেবেই শ্যুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়'। 'একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শ্যুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা'। নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি: গৌতম ঘোষ । কাউকে ব্যান করা যাবে না, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী: দেব । নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর: দেব। 'কাল থেকে শ্যুটিংয়ে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে'।
অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিলেন শুভেন্দু অধিকারী। প্রস্তাব জমা দেওয়ার সময় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। কিন্তু অনাস্থা নিয়ে কোনও আলোচনা হয়নি। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা? বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সোমবার বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের রঙ্গমঞ্চে জোর তরজা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। সোমবার বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে শুভেন্দু বলেন, 'বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, UT, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, রহিঙ্গা-অনুপ্রদেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে।'
![Pratul Mukhopadhyay: প্রয়াত সঙ্গীতশিল্পী তথা গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। শোকের ছায়া শিল্পীমহলে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/7f13ca17f70e578e27fa74f5a852ce1c1739613172127535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Chhava: 'ছাবা' নিয়ে একান্ত আড্ডায় ভিকি-রশ্মিকা, কী জানালেন অভিনেতা-অভিনেত্রী? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/adca17ee844d8ef8cec163150c323d731739358056455967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![FilmStar: পরিণত প্রেমের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে অরিন্দম শীলের নতুন ছবি উৎসবের রাত্রি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/475b6276a47bd92ec54438a7a668ec341739338837301967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tollywood News : ২দিন পরে স্টুডিওপাড়ায় কাটছে জট। সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/bf66036822f9542261fb87b1031e910d1738988122896535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tollywood News:'রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হলে সেটা অনভিপ্রেত',স্টুডিওপাড়ায় সংঘাত নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/4ed9ba03d19f5c27b7726059a4cb486f1738980970239535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)