East Midnapore News: দিঘায় প্রস্তাবিত জগন্নাথ মন্দিরের স্কেচ প্রকাশ, ফের বেঁধেছে রাজনৈতিক বিতর্ক
পুরীর মতো দিঘাতেও তৈরি হবে জগন্নাথ তীর্থ। বাংলার সৈকতনগরী দিঘায় তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির। মঙ্গলবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রস্তাবিত সেই জগন্নাথ মন্দিরের স্কেচ প্রকাশ করা হয়।
ঋত্বিক প্রধান, দিঘা: পুরীর (Puri) মতো এবার দিঘাতেও (Digha) তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। বছর চারেক আগে মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অক্ষয় তৃতীয়ার দিন সেই স্কেচই প্রকাশিত হল।
দিঘাতেও এবার জগন্নাথ তীর্থ: পুরীর মতো দিঘাতেও তৈরি হবে জগন্নাথ তীর্থ। ৪ বছর আগে মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতোই বাংলার সৈকতনগরী দিঘায় তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির। মঙ্গলবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রস্তাবিত সেই জগন্নাথ মন্দিরের স্কেচ প্রকাশ করা হয়।গত ফেব্রুয়ারিতেই দ্রুত এই জগন্নাথ মন্দিরের গড়ার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। সেই মতো দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করার জন্য ১ বছরের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “পুরীতে জগন্নাথের মন্দির আছে। বহু লোক যান। পুরীর মতো বড় না হলেও দিঘার মন্দির সাজিয়ে দেওয়া হলে পর্যটকেরা তীর্থক্ষেত্র হিসেবে যেতে পারবেন।’’ পুরীর আদলে দিঘাতেও জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু পর্যটকও। পর্যটক আশিস মাইতি বলেন, “দিঘায় হলে ভাল, সৌন্দর্য্য বাড়বে, পুজো দিতে পারবেন।’’
তুঙ্গে রাজনৈতিক তরজা: ৪ বছর আগে মুখ্যমন্ত্রী যখন দিঘায় জগন্নাথ তীর্থ গড়ার ঘোষণা করেন, সেই সময় বঙ্গ বিজেপির রথযাত্রা নিয়ে পদ্ম শিবিরের সঙ্গে তৃণমূলের রীতিমতো টানাপোড়েন চলছে। ৪ বছর পরে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের গোড়াপত্তনের সূচনা হতে না হতেই ফের বেধেছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন , “ভোট এলেই শিলান্যাস করে। গিমিক এসব।’’সূত্রের খবর, দিঘায় ২২ একর জায়গা জুড়ে তৈরি হবে জগন্নাথ মন্দির। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বরাদ্দও করেছে সরকার। সেই মন্দির তৈরির কাজ শুরু হতে না হতেই বেধে গেল রাজনৈতিক তর্ক-যুদ্ধ।