HMPV ICMR Guideline: নতুন বছরে দেশে HMPV উদ্বেগ, একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর
চিকিৎসকদের উদ্বেগের জায়গা, যারা আক্রান্ত হচ্ছেন, তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? বছর বছর যেটা দাপট দেখায়, সেটা?
কলকাতা: এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল। চেন্নাই ও সালেমে ২জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে রাজ্য় প্রশাসন জানিয়েছে। নাগপুরেও ২ জন সন্দেহভাজন HMP ভাইরাস আক্রান্তের খবর মিলেছে। এই পরিস্থিতিতে HMP ভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ICMR. সংক্রমণ নিয়ে সমস্ত রাজ্য়, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
ফি বছর শীতের সময় দাপট দেখায়। চিকিৎসকদের উদ্বেগের জায়গা, যারা আক্রান্ত হচ্ছেন, তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন? বছর বছর যেটা দাপট দেখায়, সেটা? নাকি চরিত্র বদল হয়েছে? চিনে যেটা দাপট দেখাচ্ছে, সেটা? জানার একটাই উপায় জিনোম সিকোয়েন্সিং। HMP ভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা ICMR। ICMR এর রেসপিরেটরি ভাইরাস সার্ভিলেন্স টিমের তরফে নির্দেশিকায় বলা হয়েছে,
- পজিটিভ হলেই, নমুনা পাঠাতে হবে ICMR-ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে।
- প্রতি সপ্তাহে, ৫ বছরের নীচে এবং, ৬৫ বছরের উর্দ্ধে অন্তত ৫টি নমুনা পাঠাতেই হবে, যাদের ইনফ্লুয়েঞ্জা A, B, কোভিড 19 (নাইনটিন), RS ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
- শ্বাসকষ্ট নিয়ে আসা শিশু ও প্রবীণদের লালারসের নমুনা HMPV পরীক্ষার জন্য আলাদা করে সংরক্ষণ করতে হবে।
- HMPV পরীক্ষার জন্য ৫ ধরণের কিট আছে। সেই কিট রাখতে হবে LAB গুলিকে।
- Guideline মেনে করতে হবে HMPV টেস্ট।
সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক জানিয়েছিল, HMP ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। তবে, সতর্ক থাকতে হবে। মঙ্গলবার, এই নিয়ে বিশেষ মিটিং ডাকে স্বাস্থ্য় মন্ত্রক। ভাইরাস সংক্রমণ নিয়ে সমস্ত রাজ্য়, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্য়া বাড়ছে কিনা, তা নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য়গুলিকে সতর্কতামূলক প্রচার চালাতে বলা হয়েছে। সিভিয়ার অ্য়াকিউট রেসপিরেটরি ইনফেকশন, সংক্ষেপে সারি (SARI) নিয়ে, রাজ্য়গুলিকে পর্যবেক্ষণ, নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।
বিভিন্ন হাসপাতালের তথ্য় বলছে, ২০২৪-এ শীতের শুরুতেই এরাজ্য়ে দাপট দেখাতে শুরু করেছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্তরা প্রায় সকলেই শিশু। বেশিরভাগেরই বয়স ৩ মাস থেকে ১৪ বছরের মধ্য়ে। গত কয়েকদিনে HMP ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে একাধিক রাজ্য়ে। তবে এরাজ্য়ের বিভিন্ন হাসপাতালের নথি ঘেঁটে দেখা যাচ্ছে, আগেই এরাজ্য়ে এই ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। ডিসেম্বরে ৫ জন HMP ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায়। তাদের মধ্য়ে ৪ জন শিশু। ২ জনের বয়স ১ বছর, বাকি ২ জনের ৩ বছর। এছাড়া রয়েছেন আসানসোলের বাসিন্দা, ৭৬ বছরের এক বৃদ্ধা। নভেম্বরে, ১১ জনের শরীরে HMPV সংক্রমণের খবর পাওয়া যায়। আক্রান্তদের বেশিরভাগই শিশু। তবে, ৬৫ বছরের এক প্রবীণা এবং, ৩৮ বছরের এক মহিলার শরীরেও মেলে সংক্রমণ। হাসপাতালগুলোর তরফে জানা গেছে, এরা প্রত্য়েকেই এখন সুস্থ রয়েছেন।
আরও পড়ুন: Bowbazar Metro: কাজ এগোল আরও ধাপ, পরীক্ষায় উতরোলেই বৌবাজারের নিচ দিয়ে ছুটবে মেট্রো