(Source: ECI/ABP News/ABP Majha)
Howrah Esplanade Metro: মার্চেই চালু গঙ্গার নীচের মেট্রো? মোদির হাতেই কি উদ্বোধন?
PM Modi: গঙ্গার তলা দিয়ে ছুটছে মেট্রো। শহরবাসী এমন স্বপ্ন বহু পুরনো। ৬ মার্চ সেই স্বপ্নপূরণ হতে পারে। প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে দেশের প্রথম মেট্রো রুট, যা গিয়েছে গঙ্গার নীচ দিয়ে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হাওড়া থেকে কলকাতা আসতে আর কষ্ট নয়। প্রবল গরমে গলদঘর্ম হওয়ার দিনও শেষ। সব ঠিক থাকলে ৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট (Howrah Maidan to Esplanade Metro)। গঙ্গার নীচের এই মেট্রো রুট চালু হলে হাঁফ ছেড়ে বাঁচবেন নিত্য়যাত্রীরা। অনেক কম সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
গঙ্গার তলা দিয়ে ছুটছে মেট্রো (Metro Under Ganga)। শহরবাসী এমন স্বপ্ন বহু পুরনো। কবে বাস্তবে এমনটা হবে, তার অপেক্ষা করছিলেন শহরবাসী। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো কবে ছুটবে তার অপেক্ষায় ছিলেন সকলেই। এবার ৬ মার্চ সেই স্বপ্নপূরণ হতে পারে। প্রধানমন্ত্রীর (PM Modi on Kolkata metro) হাত ধরে চালু হতে পারে দেশের প্রথম মেট্রো রুট, যা গিয়েছে গঙ্গার নীচ দিয়ে। যদিও উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা নেই।
এই রুটের খুঁটিনাটি:
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার এই রুট নিয়ে উৎসাহের শেষ নেই।
গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ২৬ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা।
গ্রিন লাইনের এই মেট্রো রুটের সঙ্গে যুক্ত করা হয়েছে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের মেট্রো রুট
একবার টিকিট কেটে হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান থেকে নিউ গড়িয়া যাওয়া যাবে
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছে মেট্রো বদল করতে হবে যাত্রীদের
নীল আলোর সঙ্কেত:
গঙ্গার নীচের মেট্রো পথ ৫২০ মিটার। এই গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে। যাতে যাত্রীরা বুঝতে পারেন, কোন সময় তাঁরা আছেন গঙ্গার নীচে।
মেট্রো রেলের CPRO কৌশিক মিত্র বলেন, '৬ তারিখ উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি।'
এই মেট্রো রুট চালু হলে অনেকটা পথ অনেক কম সময় পার করে ফেলতে পারবেন হাজার হাজার মানুষ। নতুন পথে মেট্রোতে যাতায়াতের খরচের খতিয়ানও প্রকাশ করেছে মেট্রোরেল।
মেট্রোর খরচ কেমন? (Howrah Maidan to Esplanade Metro Ticket price)
হাওড়া ময়দান থেকে উঠলে ভাড়া ৫ টাকা।
ধর্মতলা যেতে খরচ পড়বে ১০ টাকা
দমদম পর্যন্ত যেতে লাগবে ২৫ টাকা
দক্ষিণেশ্বর ভাড়া ৩০ টাকা
রবীন্দ্র সদন যেতে ২০ টাকা
মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ পর্যন্ত মেট্রো সফর করতে লাগবে ২৫ টাকা। নিউ গড়িয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা।
থাকবে মোবাইল সংযোগ:
গঙ্গার নীচে দিয়ে যখন মেট্রো যাবে তখনও ফোনের টাওয়ার থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । যারফলে অফিস টাইমে গঙ্গার নীচে মেট্রো সফরের সময়ও মোবাইল, ল্যাপটপ ব্যবহারে কোনও অসুবিধা হবে না শহরবাসীর।
আরও পড়ুন: 'মোদি হিন্দু নন...', পটনার সভা থেকে বেনজির তোপ লালুর