Adhir Chowdhury: 'রাজ্য় সরকার উদাসীন', মশার মারার স্প্রে হাতে রাস্তায় নামলেন অধীর
জেলা জুড়ে বেড়েই চলেছে মারণ রোগের থাবা। এবার জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৪ জন।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ডেঙ্গি মোকাবিলায় মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের গান্ধী কলোণীতে মশার মারার স্প্রে হাতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী (Adhir Cowdhury)। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য় সরকার উদাসীন বলে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
সারা রাজ্য়ের মতো মুর্শিদাবাদেও বাড়বাড়ন্ত ডেঙ্গির। জেলা জুড়ে বেড়েই চলেছে মারণ রোগের থাবা। এবার জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৪ জন। সুতি ২ নম্বর ব্লকের অরঙ্গাবাদ ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতেই উদ্বেগের ছবি খোদ মুর্শিদাবাদের জেলাশাসকের দফতরের বাইরে। সেখানে জমে রয়েছে জল। জল জমে রয়েছে বহরমপুর শহরেও। যা নিয়ে সরব বিরোধীরা।
ডেঙ্গি রুখতে মশা মারার স্প্রে হাতে রাস্তায় নামলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরীর অভিযোগ, ডেঙ্গি নিয়ে উদাসীন রাজ্য় সরকার। তাই পথে নেমেছে কংগ্রেস। ডেঙ্গি রুখতে কংগ্রেসের অভিযান চলবে।
মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায়ের কথায়, উনি জানেন না। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রতি ব্লকে টিম তৈরি করা হয়েছে। উনি সাংসদ, উনি ডেঙ্গি মোকাবিলার জন্য় কিছু করুন না। সব মিলিয়ে এদকিকে উদ্বেগ বাড়িয়ে চলেছে ডেঙ্গি সংক্রমণ, অন্য়দিকে পরিস্থিতি নিয়ে জারি রাজনৈতিক চাপানউতোর।
দক্ষিণ দমদম পুরসভায় বিক্ষোভ: অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গির দাপটে পুর-প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামে কংগ্রেস। এ দিন দক্ষিণ দমদম পুরসভার গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে নাগেরবাজারে মিছিল করেন কংগ্রেস কর্মীরা। বেসরকারি মতে এ পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩২ জন।
ডেঙ্গি সচেতনতা প্রচারে বিজেপি: শুধু কংগ্রেসই নয়, সল্টলেকে ডেঙ্গি সচেতনতা প্রচারে নামে বিজেপিও। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এলাকার বাসিন্দাদের সচেতন করতে অভিযান চালালেন বিজেপি কর্মীরা। সল্টলেকে করুণাময়ী বাস টার্মিনাস ও সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে ছড়ানো হল ব্লিচিং পাউডার।
মাইকে প্রচার ডেপুটি মেয়রের: ডেঙ্গি সচেতনতা বাড়াতে টালিগঞ্জের রিজেন্ট কলোনিতে মাইকে প্রচার করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ডেঙ্গি মোকাবিলায় ৯৬ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়িতে তালা ভেঙে ভিতরে ঢোকেন পুরকর্মীরা। ডেঙ্গির জন্য হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ৭-১০দিনের মধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হবে।