Suvendu On Mamata: ২৬-র আগে বড় বার্তা শুভেন্দুর, 'যোগীর মত বাংলাতেও..' ! কত আসনে মমতাকে হারানোর হুঁশিয়ারি ?
Suvendu On WB Assembly Election 2025 : তমলুকের মিছিল থেকে কী বললেন শুভেন্দু ?

পূর্ব মেদিনীপুর: 'ছাব্বিশের নির্বাচনে বাংলায় অন্তত ১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব। নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি উপহার দেব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব', তমলুকের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
এদিন শুভেন্দু বলেন, 'বাংলার সনাতনী সমাজ, তখনই মুক্তি পাবেন , যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। এই জেলায় মমতাকে আপনারা হারিয়েছেন। এই জেলার দুটো লোকসভা আসন, নরেন্দ্র মোদিজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব ১৬, রাজ্যে হব অন্তত ১৮০। মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মত, পশ্চিম বাংলাতেও সুশাসন ও সুরক্ষা দেব।'
হাইকোর্টের অনুমতির পর তমলুকে মিছিল শুভেন্দু অধিকারীর। বারুইপুরের পর তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিল। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল। দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আজ তারই প্রতিবাদে তমলুকে মিছিলের ডাক বিজেপির। এদিন বারুইপুরকাণ্ডে পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।
গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, আজকে আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন আপনারা, কী বলবেন ? শুভেন্দু বলেন, আমরা কালকে এফআইআর করেছি, গৌতম দাস, জয়ন্ত রুদ্র-সহ রোহিঙ্গাদের বিরুদ্ধে। একাধিক রোহিঙ্গা ওখানে ছিল। সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা। এদেরকে নিয়ে কালকে দুই জায়গায় জমায়েত করে, আমাকে এবং ৪১ জন এমএলএ-কে আটকাতে চেয়েছিল। আটকাতে পারেনি। আমরা ঢুকেছি, আমাদের গাড়ি ভেঙেছে। চোখের সামনে, ডান্ডা নিয়ে এসেছিল, কাঁচ তুলে দিয়েছি। সাংবাদিক আক্রান্ত হয়েছে। এক মহিলার হাত ভেঙেছে।আমার বিজেপি কর্মীদের আমি সেভ করেছি। তাঁদেরকে কোনও । ২৭ তারিখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব শুধু নয়, ওখানকার এসপি পলাশ ঢালি এদের গ্রেফতারের দাবি করছি।
স্থানীয় সূত্রে খবর, দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার তমলুকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি। তবে তাদের দাবি, পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। এরপরেই কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন,'যে জায়গার অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে ১৫ মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। হামলার অভিযোগে FIR করে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির মিছিলের প্রস্তাবিত রুটে মসজিদ আছে, প্রশাসনিক ভবন আছে, আদালত আছে। সাধারণ মানুষের অসুবিধা হবে।'
আরও পড়ুন, হাইকোর্টের অনুমতির পর মিছিল, বারুইকাণ্ডে কাদের গ্রেফতারির দাবি শুভেন্দুর ? 'ওখানকার SP...' !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
