West Bengal News Live Updates: প্রবল বৃষ্টি, জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১। প্রাথমিক নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপাতে নির্দেশ হাইকোর্টের। ডিজিটাল ডেটা উদ্ধারে যে কোনও বিশেষজ্ঞ-সংস্থার সাহায্য নিতে নির্দেশ। (Primary TET)
২। ডেটা উদ্ধারে যে কোনও সংস্থা, বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবে সিবিআই, প্রয়োজনে এথিক্যাল হ্যাকারের সঙ্গে যোগাযোগ। অর্থ মেটাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশ হাইকোর্টের। (Calcutta High Court)
৩। কোথায় গেলে কেলেঙ্কারি ধরা পড়বে, বলে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। প্রতিক্রিয়া শুভেন্দুর। সিবিআই-কে ফ্রি-হ্যান্ড দেওয়ার দাবি সুজনের। কত তলা থেকে ঝাঁপাবে? কটাক্ষ কুণালের।
৪। পঞ্চায়েত অফিসে আইবুড়োভাত খেয়ে বিপাকে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও। কী ঘটেছে জানতে চিঠি পূর্ব বর্ধমানের জেলাশাসকের। উত্তর পেলে সিদ্ধান্ত, জেলা প্রশাসন সূত্রে খবর। (Bardhaman News)
৫। চোপড়ার পর বর্ধমানের জামালপুর। সালিশিতে না যাওয়ায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। সালিশি নয়, গ্রাম্য বিবাদ, দাবি শাসক নেতার। (Chopra Khap Panchayat)
৬। জামালপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা, মায়ের শ্লীলতাহানির অভিযোগ। মুখ্যমন্ত্রী, পুলিশ সুপার, জেলাশাসককে চিঠি। (বাইটঃ মা - বাড়িতে ঢুকলে জানে মেরে দেবে)
৭। মুম্বইতে গিয়ে মারধর বিতর্কের মধ্যেই ফের ময়ূরেশ্বরের তৃণমূল কর্মী বুলেটের বিরুদ্ধে ঠিকা শ্রমিককে মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মল্লারপুর থানায় অভিযোগ দায়ের।
৮। সন্দেশখালির ছায়া ইসলামপুরের সূজালি। জমি দখল থেকে নারী নির্যাতনের অভিযোগ। অত্যাচারের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভের পরেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতার ভাই।
৯। এবার জমি দখলের অভিযোগে গ্রেফতার এসজেডিএর সদস্য ও ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল নেতা। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি কিষাণ মোর্চার নেতাও।
১০। হাইকোর্টের নির্দেশে ওল্ড মালদায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জমিতে গজিয়ে ওঠা তৃণমূলের কার্যালয়। ভাঙা হল ক্লাবঘর। উত্তরপাড়া, বর্ধমানেও উচ্ছেদ।
১১। শোভনকে ফেরাতে তৎপর তৃণমূল ? শোভনের বাড়িতে কুণাল। একুশে জুলাইয়ের সভায় যেতে চান প্রাক্তন মেয়র। কখন কী হবে, সিদ্ধান্ত নেবেন নেত্রী, প্রতিক্রিয়া কুণালের।
১২। একমাস পর কাটল শপথ-জট। বিধানসভায় সায়ন্তিকা, রেয়াতদের শপথবাক্য পাঠ করালেন অধ্যক্ষ। সংবিধান লঙ্ঘনের অভিযোগ রাজ্যপালের। গুরুত্বে নারাজ বিমান বন্দ্যোপাধ্যায়।
১৩। ফের কলকাতায় শ্যুটআউট। অভিজাত লেক অ্যাভিনিউয়ে আবাসনে ঢুকে লুঠপাটের চেষ্টা, বাধা দিতে চলল গুলি। সাফাই কর্মীর পরিচয়ে হানা, ধৃত তিনজনের পুলিশ হেফাজত।
১৪। পার্ক স্ট্রিট, কসবা, লেক গার্ডেন্স থেকে লেক অ্যাভিনিউ---এক মাসের মধ্যে পরপর শ্যুটআউট কলকাতায়। শিকেয় নাগরিক নিরাপত্তা। কোথা থেকে আসছে এত অস্ত্র? কী করছে পুলিশ?
১৫। সারদা মামলায় চিদম্বরম-পত্নী নলিনীর বিরুদ্ধে চার্জশিট দিয়ে ভর্ৎসনার মুখে ইডি। ১১ বছর কী করছিলেন? ট্যাক্স কনসালট্যান্টকে কী ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করলেন? উদ্দেশ্য কী? ইডিকে প্রশ্ন বিচারকের।
১৬। ছানি অপারেশনের পর চোখে অন্ধকার। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের চোখে দেওয়া ওষুধ ও ফ্লুইডের মান সঠিক ছিল না, রিপোর্ট রাজ্যের তদন্ত কমিটির।
West Bengal Weather Updates: প্রবল বৃষ্টি, জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ
প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মালদা । ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রেল লাইনের পাশে ধস নামায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও।
WB Live News Updates: বীরভূমের নানুরের উকরুন্দি গ্রামে বড় অভিযোগ
লোকসভা ভোটের ফলে গ্রামে বিজেপি এগিয়ে। তাই নলকূপ খারাপ হয়ে গেলেও তা সারানোর ব্যবস্থা করেনি তৃণমূলের পঞ্চায়েত। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরের উকরুন্দি গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ১৪টির মধ্যে ১২টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। বিজেপি ৩টি বুথে ভাল করায়, গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছেন না চণ্ডীদাস-নানুর। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। বিজেপির অভিযোগ, ভোট না পেলে পরিষেবা মিলবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল। এখন সেটাই করে দেখাচ্ছে শাসকদল। রাজনীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, জলস্তর নেমে যাওয়ায় এই সমস্যা। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
West Bengal Weather Updates: রায়গঞ্জে সোনার দোকানের কর্মীকে চড় এএসআইয়ের
রায়গঞ্জে সোনার দোকানের কর্মীকে চড় এএসআইয়ের। সোনার দোকানের কর্মীকে সপাটে চড় উর্দিধারীর। মত্ত অবস্থায় সোনার দোকানের কর্মীকে মারধরের অভিযোগ। অভিযুক্ত রায়গঞ্জ পুলিশ জেলার এএসআই।
WB Live News Updates: গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন!
গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন! শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ-মামলায় জামিন! জামিনের বিরোধিতা করলেও হেফাজতে চায়নি পুলিশ, দাবি সরকারি আইনজীবীর।
West Bengal Weather Updates: শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র
শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র। 'আমরাও পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে...! মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। কোথা থেকে অস্ত্র আসছে? আমি কি নিজে গিয়ে অস্ত্র খুঁজব?', পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ফিরহাদের