West Bengal News Live Updates: প্রবল বৃষ্টি, জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
West Bengal Weather Updates: প্রবল বৃষ্টি, জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ
প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মালদা । ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রেল লাইনের পাশে ধস নামায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও।
WB Live News Updates: বীরভূমের নানুরের উকরুন্দি গ্রামে বড় অভিযোগ
লোকসভা ভোটের ফলে গ্রামে বিজেপি এগিয়ে। তাই নলকূপ খারাপ হয়ে গেলেও তা সারানোর ব্যবস্থা করেনি তৃণমূলের পঞ্চায়েত। এমনই অভিযোগ উঠল বীরভূমের নানুরের উকরুন্দি গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ১৪টির মধ্যে ১২টি নলকূপ খারাপ হয়ে পড়ে আছে। বিজেপি ৩টি বুথে ভাল করায়, গ্রামবাসীদের শাস্তি দিতে নলকূপ সারাচ্ছেন না চণ্ডীদাস-নানুর। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। বিজেপির অভিযোগ, ভোট না পেলে পরিষেবা মিলবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল। এখন সেটাই করে দেখাচ্ছে শাসকদল। রাজনীতি-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, জলস্তর নেমে যাওয়ায় এই সমস্যা। দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
West Bengal Weather Updates: রায়গঞ্জে সোনার দোকানের কর্মীকে চড় এএসআইয়ের
রায়গঞ্জে সোনার দোকানের কর্মীকে চড় এএসআইয়ের। সোনার দোকানের কর্মীকে সপাটে চড় উর্দিধারীর। মত্ত অবস্থায় সোনার দোকানের কর্মীকে মারধরের অভিযোগ। অভিযুক্ত রায়গঞ্জ পুলিশ জেলার এএসআই।
WB Live News Updates: গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন!
গ্রেফতারির কয়েকঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন! শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ-মামলায় জামিন! জামিনের বিরোধিতা করলেও হেফাজতে চায়নি পুলিশ, দাবি সরকারি আইনজীবীর।
West Bengal Weather Updates: শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র
শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য, আতঙ্কিত খোদ মেয়র। 'আমরাও পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে...! মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। কোথা থেকে অস্ত্র আসছে? আমি কি নিজে গিয়ে অস্ত্র খুঁজব?', পুলিশ কমিশনারকে কড়া ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ফিরহাদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
