UPSC News: UPSC-তে নতুন চেয়ারপার্সন, দায়িত্ব পেলেন প্রাক্তন স্বাস্থ্য সচিব IAS প্রীতি সুদান
IAS Preeti Sudan: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের একজন নতুন চেয়ারপার্সন পেয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রীতি সুদান এখন ইউপিএসসির চেয়ারপার্সনের দায়িত্ব নেবেন।
IAS Preeti Sudan: চাকরি মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কিছু কারণে পদত্যাগ করেন পূর্বতন ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি। এবার সেই পদে নতুন মুখ। ইউপিএসসির নতুন চেয়ারপার্সনের ভূমিকায় দায়িত্ব (UPSC Chairperson) নেবেন প্রাক্তন স্বাস্থ্য সচিব আইএএস প্রীতি সুদান (IAS Preeti Sudan)। আগামী ১ অগাস্ট অর্থাৎ আগামীকাল থেকেই দায়িত্ব নেবেন তিনি। ১৯৮৩ সালের ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদান আগামী ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
কে এই প্রীতি সুদান
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের একজন নতুন চেয়ারপার্সন পেয়েছে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রীতি সুদান এখন ইউপিএসসির চেয়ারপার্সনের দায়িত্ব নেবেন। ১৯৮৩ সালের ব্যাচের একজন আইএএস অফিসার প্রীতি সুদান। অন্ধ্রপ্রদেশ ক্যাডারে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। তারপরে বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। বিশ্বব্যাঙ্ক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও কাজ করেছেন প্রীতি সুদান। ৩৭ বছর ধরে বিভিন্ন বিভাগে কাজ করার পরে ২০২০ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদ থেকে অবসর নেন তিনি। ২০২২ সালে তাঁকে ইউপিএসসির কমিটি সদস্য করা হয় এবং বর্তমানে তিনিই এখন এই প্রতিষ্ঠানের চেয়ারপার্সনের দায়িত্ব সামলাবেন।
মনোজ সোনি ইস্তফা দিয়েছেন আগেই
শিক্ষানবিশ আইএএস পূজা খেড়কারের জাল নথি বিতর্কের মাঝেই পদত্যাগ করেছিলেন পূরররবতন চেয়ারম্যান মনোজ সোনি। ২০২৩ সালের ১৬ মে দায়িত্ব পান মনোজ সোনি। তাঁর আগে ২০১৭ সালে মনোজ সোনি ইউপিএসসির সদস্য হিসেবে কাজ শুরু করেন। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, জুন মাসের শুরুতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মনোজ সোনি। তবে বেশ কিছুদিন যাবৎ তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি বলেই জানা যায়। মনোজ সোনির পর এবারে সেই বিতর্কিত পদে বসছেন প্রীতি সুদান।
প্রীতি সুদানের শিক্ষা
হরিয়ানার বাসিন্দা প্রীতি সুদান লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এমনকী সামাজিক নীতি বিষয়ে এমএসসিও করেছেন তিনি। ১৯৮৩ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্ধ্রপ্রদেশ ক্যাডারে আইএএস অফিসার হিসেবে কাজ শুরু করেন প্রীতি সুদান।
বড় বড় দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রকে
এর আগে প্রীতি সুদান নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, খাদ্য সরবরাহ মন্ত্রকে কাজ করে এসেছেন। বিশ্বব্যাঙ্কে কনসালট্যান্টের ভূমিকাতেও কাজ করেছেন তিনি। কেন্দ্র সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত ইত্যাদি প্রণয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতে ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করাতেও তাঁর অবদান সর্বাগ্রে।
আরও পড়ুন: NEET UG 2024: এই দিন থেকে শুরু হবে নিট ইউজির কাউন্সেলিং, জানুন সম্পূর্ণ সূচি
Education Loan Information:
Calculate Education Loan EMI