![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Panchayat Top 5 News:শুভেন্দুর দায়ের করা মামলায় কী পর্যবেক্ষণ হাইকোর্টের, তৃণমূলের তোপে রাজ্যপাল--পঞ্চায়েতের ৫ খবর
শুভেন্দুর দায়ের করা মামলায় কী পর্যবেক্ষণ হাইকোর্টের?ফের তৃণমূলের নিশানায়রাজ্যপাল...তৃণমূলে গেলেন বিজেপি-প্রার্থী একনজরে পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর
![Panchayat Top 5 News:শুভেন্দুর দায়ের করা মামলায় কী পর্যবেক্ষণ হাইকোর্টের, তৃণমূলের তোপে রাজ্যপাল--পঞ্চায়েতের ৫ খবর Calcutta High Court Gives Crucial Primary Observation On The Case Registered By Suvendu Adhikari TMC Targets Governor Again West Bengal Top 5 Panchayat News 12 July 2023 Panchayat Top 5 News:শুভেন্দুর দায়ের করা মামলায় কী পর্যবেক্ষণ হাইকোর্টের, তৃণমূলের তোপে রাজ্যপাল--পঞ্চায়েতের ৫ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/371b571a0209796bb6fb99180758ef181689159035299482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুভেন্দুর দায়ের করা মামলায় কী পর্যবেক্ষণ হাইকোর্টের?
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election Result 2023) আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল (TMC)। কিন্তু দলের জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। পঞ্চায়েত নির্বাচনে অনিয়ম সংক্রান্ত যে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। তার শুনানিতেই এদিন জানিয়ে দিল যে, কমিশন কী ভূমিকা পালন করছে, তার উপরই বিজয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। পঞ্চায়েত নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রথমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। ভিডিও রেকর্ডিংও জমা দেওয়া হয়, দাবি জানানো হয় কয়েক হাজার বুথে পুনর্নির্বাচনের। বরং যে কয়টি বুথে নতুন করে ভোটগ্রহণ হয়েছে, সেগুলি তাদের তালিকাতেই ছিল না বলে দাবি করে বিজেপি। বিষয়টি নিয়ে তাই সটান হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু (BJP)। সেই মামলাতেই বুধবার কমিশনকে তীব্র ভর্ৎসনা করল আদালত।
ফের তৃণমূলের নিশানায় রাজ্যপাল...
ফের তৃণমূলের নিশানায় রাজ্যপাল। 'পঞ্চায়েতের এই রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে রায়। মানুষ রাজ্যপালকে প্রত্যাখ্যান করেছেন', আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কুণালের কথায়, 'বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছেন রাজ্যপাল।' ঘটনা হল, পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্য়ু হয়েছে। তা ছাড়া ভোট লুঠ, ব্যালট চুরির মতো অভিযোগও ভূরি ভূরি। এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ফলাফলে যে তৃণমূলের দাপট দেখা গিয়েছে তা আদৌ জনমতের প্রতিফলন নয়।
তৃণমূলে গেলেন বিজেপি-প্রার্থী
মঙ্গলবার দলবদলের নতুন নজির তৈরি হয়েছে কালনায়। ফল ঘোষণা হতেই গণনা কেন্দ্রের মধ্য়েই দলবদল করেন প্রার্থী। সিপিএমের হয়ে জিতে সরাসরি তৃণমূলে যান জয়ী সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। এবার সেই পথে হাঁটলেন বিষ্ণুপুরে বিজেপির জয়ী প্রার্থী। ভোটের ফল ঘোষণার পরেই বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসনে বিজেপির টিকিটে জয়ী হন সলমা মুর্মু। ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।
হিংসা-বিরোধী বার্তা মদনের
মদন মিত্র, চিরঞ্জিত, বাবুল সুপ্রিয়, হুমায়ুন কবীর-- এই তালিকায় এবার তৃণমূলের বর্ষীয়ান নেতা এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee)। পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী। ঠিক কী বলেছেন তিনি?পঞ্চায়েত ভোটের একেবারে মনোনয়ন পর্বের শুরু থেকে গণনার সময়েও লাগাতার হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। তা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনাও চলছে। সেই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'আমি হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি।' পেশিশক্তির বদলে জনসমর্থনকেই গুরুত্ব দেওয়ার বার্তা বর্ষীয়ান নেতার। শোভনদেব বলেন, 'আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী? এটা অর্নির্দিষ্টকাল চলতে পারে না, মমতার সঙ্গে এই নিয়ে কথা বলব।'
পূর্ব মেদিনীপুরে ছাপ ফেলতে পারল না বিজেপি
নন্দীগ্রামে ভাল ফল করলেও সামগ্রিক ভাবে পূর্ব মেদিনীপুরে বিশেষ ছাপ ফেলতে পারল না বিজেপি। শেষ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিজেদের দখলেই রাখল তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৫৬ টি পেয়েছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে ১৪টি আসন। সিপিএম বা কংগ্রেস এই জেলায় এখনও পর্যন্ত কোনও জেলা পরিষদ আসন পায়নি।
আরও পড়ুন:ফেসবুকে কেন, সংবাদমাধ্যমের মুখোমুখি কেন নয়, মমতাকে প্রশ্ন রবিশঙ্করের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)