Ram Navmi Clash : এই মুহূর্তে বহরমপুরে ভোটের প্রয়োজন নেই, কমিশনকে জানাব, কেন বললেন প্রধান বিচারপতি?
High Court On Ram Navami : বিচারপতির মন্তব্য, 'যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না। সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই'
রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা : এবারও রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর। মুহূর্মুহু বোমাবাজি, আগুন,
ইটবৃষ্টি...কী না হয়নি। তার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল জেলার রাজনৈতিক পরিস্থিতিও। এনআইএ তদন্ত চেয়ে দায়ের হয় মামলা। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। তখনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 'আমরা নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়'।
এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, মন্তব্য প্রধান বিচারপতির
প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতির মন্তব্য, 'যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না। সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই'। এই বিষয়ে রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী ২৬ এপ্রিল পরবর্তী শুনানি আর সেদিনই দ্বিতীয় দফার ভোট। আর চতুর্থ দফায় বহরমপুরে ভোট হওয়ার কথা। এই পরিস্থিতিতেই প্রধান বিচারপতি বলেন, বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়ে কমিশনকে তাঁরা জানাবেন। শুনানিতে আদালত প্রশ্ন করে, 'এই অশান্তির প্ররোচনা কে দিল ? কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারেন'।
মুর্শিদাবাদেই কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। তাঁর মতে, ' প্রধান বিচারপতি নিজেই বিচলিত হচ্ছে এরকম পরিস্থিতি দেখে। তাহলেই সহজে অনুমেয়, এ বাংলায় নির্বাচন কোন আবহে হচ্ছে। বহরমপুর তো তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। '
ঘটনার প্রেক্ষাপট
রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় কার্যত একপক্ষের ঘাড়েই দোষ ঠেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর NIA তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয়। তার আগেই এবার মুর্শিদাবাদে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনার তদন্তভার হাতে নেয় CID। বেলডাঙা ও শক্তিপুরে মোট ১৩ টি জায়গায় অশান্তির ঘটনার তদন্ত করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। ১৩ ও ১৪ এপ্রিলের ঘটনার প্রেক্ষিতে ৫ টি মামলা ও ১৭ তারিখে অশান্তির ঘটনার প্রেক্ষিতে ৮ টি মামলার তদন্তভার নেয় CID। আর রবিবার রাজ্যে ভোটপ্রচারে এসে রামনবমীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?