Aparajita Adhya Birthday: 'আনন্দে হাত-পা কাঁপছে', ধারাবাহিকের সেটে কেক কেটে আপ্লুত অপরাজিতা
এই প্রথমবার টেলিভিশনের সেটে কেক কাটলেন তিনি। নীল শাড়ি, খোলা চুল, জন্মদিনটা যেন আরও একটু বিশেষ হয়ে উঠল অপরাজিতা আঢ্যের কাছে। রাতে পরিবারের সঙ্গে কেক কাটা, আর আবার ধারাবাহিকের সেটে এসেও কেক কাটলেন।
কলকাতা: এই প্রথমবার টেলিভিশনের সেটে কেক কাটলেন তিনি। নীল শাড়ি, খোলা চুল, জন্মদিনটা যেন আরও একটু বিশেষ হয়ে উঠল অপরাজিতা আঢ্যের কাছে। রাতে পরিবারের সঙ্গে কেক কাটা, আর আবার ধারাবাহিকের সেটে এসেও কেক কাটলেন। জোড়া সেলিব্রেশনে বয়স কমল না বাড়ল অভিনেত্রীর?
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, নীল ঢাকাই শাড়িতে হাসিমুখে কেক কাটছেন অভিনেত্রী। তারপর সেই কেকের টুকরো তুলে দিচ্ছেন সহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীদের মুখে। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেল, 'আনন্দে হাত-পা কাঁপছে।' 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। সেই ধারাবাহিকের সেটেই কেক কাটলেন তিনি।
অন্যদিকে, অপরাজিতা আঢ্যর জন্মদিনেই তাঁর আগামী ছবি 'বেলাশুরু'তে লুক প্রকাশ্যে এল। পোস্ট করা হল 'উইন্ডোজ প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া পেজ থেকে। 'বেলাশেষে' ছবিতে অপরাজিতার চরিত্রের নাম ছিল 'বুড়ি'। এবারেও সেই চরিত্রেই ফিরছেন অভিনেত্রী।
লুক পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'বুড়ি - আমাদের বাড়ির বড় মেয়ে। আজকে তার জন্মদিন.. তার সাথে আবার দেখা হওয়ার বাকি নেই আর বেশি দিন। শুভমুক্তি ২০শে মে, বেলাশেষের পর বেলাশুরু।' (অপরিবর্তিত) নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বেলাশুরু' ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে ২০ মে।
জন্মদিন অভিনেত্রী সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছেন। পরিবারের মানুষজন এনেছিলেন তাঁর পছন্দের কেক। স্বামী অতনু আর বন্ধুবান্ধবরা জমিয়ে তুলেছিলেন সেই মুহূর্ত। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, ঘরে পৌঁছচ্ছে একের পর এক উপহার। সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।
ছোট পর্দার দাপুটে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একের পর এক সফল চলচ্চিত্রও। বহুদিন পর ফের ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা। করছেন লক্ষ্মীকাকিমা সুপারস্টার। সঙ্গে অভিনেতা দেবশঙ্কর হালদার।
'এক আকাশের নীচে', 'মনোরমা কেবিন' থেকে 'গানের ওপারে', 'জলনূপুর'। ছোটপর্দায় দশকের পর দশক দাপটে রাজত্ব করে গেছে তিনি। বড়পর্দাতে কাজ করেছেন 'বেছে বেছে'। কিন্তু প্রতিটি ভূমিকাতেই তিনি জিনে নিয়েছেন দর্শকমন। কলকাতা পেরিয়ে মুম্বইতেই পৌঁছে গিয়েছে তাঁর জনপ্রিয়তা। অভিনয় জীবনের ২৪টি বছরে বহু সাপ-মইয়ের খেলা পেরিয়ে তিনি অপরাজিতা। তাই তো এবিপি লাইভের সঙ্গে দেওয়া অকপট আড্ডায় তিনি বলেছিলেন , ' ২৫ বছর কাজ করার পর মনে হয়, আমি সামান্য হতেই পারি, কিন্তু অপরাজিতা। '
">