এক্সপ্লোর

Top Entertainment News: জন্মদিনে তিরুমালা মন্দিরে জাহ্নবী, অম্বানীদের অনুষ্ঠানে করিনার চমক, আজকের বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।

কলকাতা: অনন্ত রাধিকার প্রিওয়েডিং-এর আসরে, অন্যান্য অনেককে কড়া টক্কর দিয়েছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। গোটা অনুষ্ঠানেই মূলত শাড়িই পড়েছিলেন করিনা। তবে প্রত্যেকটা সাজই ছিল একে অপরের থেকে এক্কেবারে আলাদা। বিভিন্ন অন্যান্য পোশাকের সঙ্গে লেয়ারিং করে শাড়ি পরেছিলেন তিনি। শেষদিন একটি ম্যাট গোল্ডেন শাড়ি পরেছিলেন করিনা। আর সেই সাজের সঙ্গে নজর কেড়েছে তাঁর গলার হার। করিনা এই বিশেষ অনুষ্ঠানে পরেছিলেন নিজের বিয়ের গলাভরা একটি নেকলেস। এই নেকলেসটি নিজের বিয়ের রিসেপশনে পরেছিলেন করিনা। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটায়, তিরুমালায় গিয়ে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া ও ওরি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। দীর্ঘদিন ধরেই জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের চর্চা রয়েছে। বিভিন্ন ফিল্মি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। 'কফি উইথ কর্ণ'-তে এসে মুখ ফসকে শিখরের কথা প্রায় বলেই ফেলেছিলেন। আর সেই এপিসোডই যেন অগ্নিতে ঘৃতাহুতি করেছে তাঁর প্রেমের চর্চার। নিজের সম্পর্ক নিয়ে যেমন মুখ খোলেননি সরাসরি, তেমনই তা গোপনও রাখতে চাননি জাহ্নবী। আর তাই, বিভিন্ন বিশেষ দিনে তিনি পাশে চান শিখরকে। আজ, মন্দিরে পুজো দেওয়ার সময়ও সাবেকি পোশাকে তাঁর পাশে ছিলেন শিখর ও বন্ধু ওরি।আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।

ওটিটিতে আসছে সঞ্জয় লীলা বনশালীর 'হীরামান্ডি'

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে এসেছিল 'হীরামান্ডি' (Heeramandi) ছবির প্রথম লুক। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় এবার একফ্রেমে দেখা যাবে ৬ জন সেরা অভিনেত্রীকে। অদিতি রাও হায়দারি থেকে মণীষা কৈরালা, একের পর এক চমকে ভরা থাকবে এই ছবি। মূলত অবিভক্ত ভারতের লাহোরের গণিকাদের কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। আগেই জানা গিয়েছিল নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। তবে কবে থেকে দেখা যাবে তা জানা যায়নি। এবার সেই সম্ভাব্য সময়ও জানা গেল। আগামী এপ্রিল মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর এই ছবি। গত বছর ফেব্রুয়ারি মাসে সঞ্জয় লীলা বনশালী প্রোডাকশন হাউজের পক্ষ থেকে 'হীরামান্ডি'র (Heeramandi) টিজার প্রকাশ করা হয় সমাজমাধ্যমে এবং লেখা হয় 'সঞ্জয় লীলা বনশালী আপনাদের সেই বিশ্বে আমন্ত্রণ জানাচ্ছে যেখানে গণিকারাই ছিলেন রানি।' সমাজমধ্যমেই এই ছবির চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে আসে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, রিচা চাড্ডা, শরমিন শেরগিল এবং সঞ্জিদা শেখকে।

১২ বছরের পুরনো বিয়ের গয়না পরেই অম্বানিদের অনুষ্ঠানে বেবো

আলিয়া ভট্টের (Alia Bhatt) পরে করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। অম্বানিদের রাজকীয় অনুষ্ঠানে, তাক লাগালেন বেবো। তিনি বলিউডের অন্যতম ফ্ল্যাশানিস্তা। যেখানে গোটা বলিউডই স্টাইলের দিক থেকে একে অপরকে টক্কর দিতে ব্যস্ত, সেই সময়ে বেবো বেছে নিলেন পুরনো, স্মৃতিমেদুর একটি গয়না। অনন্ত রাধিকার প্রিওয়েডিং-এর আসরে, অন্যান্য অনেককে কড়া টক্কর দিয়েছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। গোটা অনুষ্ঠানেই মূলত শাড়িই পড়েছিলেন করিনা। তবে প্রত্যেকটা সাজই ছিল একে অপরের থেকে এক্কেবারে আলাদা। বিভিন্ন অন্যান্য পোশাকের সঙ্গে লেয়ারিং করে শাড়ি পরেছিলেন তিনি। শেষদিন একটি ম্যাট গোল্ডেন শাড়ি পরেছিলেন করিনা। আর সেই সাজের সঙ্গে নজর কেড়েছে তাঁর গলার হার। করিনা এই বিশেষ অনুষ্ঠানে পরেছিলেন নিজের বিয়ের গলাভরা একটি নেকলেস। এই নেকলেসটি নিজের বিয়ের রিসেপশনে পরেছিলেন করিনা। একটি হালকা গোলাপি সারারার সঙ্গে এই হারটি পরে বিয়ে সাজে সেজেছিলেন তিনি। তবে এই প্রথম নয়, জাতীয় পুরষ্কারের মঞ্চে এর আগে নিজের বিয়ের শাড়ি পরে হাজির হয়েছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। প্রত্যেকবার নতুন স্টাইল না করে, পুরনো পোশাকেই নতুন ভাবে সেজে উঠতে চেয়েছিলেন আলিয়া। এবার সেই পথে হাঁটলেন করিনাও।

জয়সলমীরের গল্প শেষ, 'যকের ধন' কি খুঁজে পেলেন কোয়েল, পরমব্রত, গৌরবেরা?

 সায়ন্তন ঘোষালের নতুন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর শ্যুটিং শেষ। বেশ কিছুদিন ধরেই রাজস্থানের বিভিন্ন অংশ ও জয়সলমীরে শ্যুটিং হয়েছে এই সিনেমাটির। মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি শেয়ার করে নিলেন ছবির নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick)। সদ্যই, মায়ের শ্যুটিং দেখতে ফ্লোরে পৌঁছেছিল কোয়েল-পুত্র একরত্তি কবীর। তখন শ্যুটিং শেষের আর বাকি ছিল মাত্র কয়েকটা দিন। আর মঙ্গলবার কোয়েল যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে গোটা টিমের ছবিই দেখা যাচ্ছে। কোয়েল ছাড়াও এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chakraborty)। এছাড়াও রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায় ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। কোয়েলের শেয়ার করে নেওয়া ছবিতে কোথাও দেখা গেল অটোর মধ্যে বসে রয়েছেন তিনি, কখনও আবার চিত্রনাট্য বুঝতে বুঝতেই মেতেছেন হাসি-মজা, গল্পে। কোয়েল সবার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, অবশেষে ছবির শ্যুটিং শেষ হল। 'যকের ধন' সিরিজের আগের গল্পগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। আর এবার, সোনার কেল্লার নস্ট্যালজিয়া দিয়ে যকের ধনের নতুন গল্পকে মুড়েছেন পরিচালক সায়ন্তন। 

বাবা হওয়ার পরে গৌরবের প্রথম জন্মদিন, ধীরের সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন ঋদ্ধিমা

পারিবারিক সম্পর্ক নজর কেড়েছে সবসময়েই। তাঁরা টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ব্যক্তিগত জীবন আর কর্মজগৎ, সবটাই তাঁরা সামলেছেন একসঙ্গে। আর এখন, তাঁদের জীবনে শুরু হয়েছে আরও এক নতুন অধ্যায়। বাবা-মা হয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। বাবা হওয়ার পরে, গৌরবের এই প্রথম জন্মদিন। তাঁর জন্য পরিবারের তরফ থেকে এল কী কী বিশেষ বার্তা? আজ সোশ্যাল মিডিয়ায় পুত্র ধীর ও গৌরবের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন 'বার্থডে বয়'-এর স্ত্রী ঋদ্ধিমা। প্রায় প্রত্যেক ছবিতেই রয়েছে ধীর, তবে প্রকাশ্যে আনা হয়নি তার মুখ। সোশ্যাল মিডিয়ায় গৌরবের উদ্দেশে ঋদ্ধিমা লেখেন, 'আমার প্রিয় বন্ধু, একজন ভাল বাবা আর একজন ভীষণ ভালো মানুষের আজ জন্মদিন। তোমার ভালবাসা আমাদের সবার জীবন ভরিয়ে রেখেছে। প্রত্যেকটা মুহূর্তে যেন তুমিই আমাদের হাসিখুশি থাকার কারণ। আগামী বছরগুলিও এমন ভালবেসে, হেসে খেলে কেটে যাক। নিজেকে উদযাপন করো সবসময়। আমরা সবাই তোমায় ভালবাসি।'

জন্মদিনে তিরুমালা মন্দিরে পুজো জাহ্নবীর, পাশে রইলেন চর্চিত প্রেমিক

আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটায়, তিরুমালায় গিয়ে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। সঙ্গে ছিলেন তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া ও ওরি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। দীর্ঘদিন ধরেই জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের চর্চা রয়েছে। বিভিন্ন ফিল্মি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। 'কফি উইথ কর্ণ'-তে এসে মুখ ফসকে শিখরের কথা প্রায় বলেই ফেলেছিলেন। আর সেই এপিসোডই যেন অগ্নিতে ঘৃতাহুতি করেছে তাঁর প্রেমের চর্চার। নিজের সম্পর্ক নিয়ে যেমন মুখ খোলেননি সরাসরি, তেমনই তা গোপনও রাখতে চাননি জাহ্নবী। আর তাই, বিভিন্ন বিশেষ দিনে তিনি পাশে চান শিখরকে। আজ, মন্দিরে পুজো দেওয়ার সময়ও সাবেকি পোশাকে তাঁর পাশে ছিলেন শিখর ও বন্ধু ওরি। 

দীর্ঘ প্রেমের পরিণতি, অনন্তকে বরবেশে দেখে আনন্দে চোখে জল রাধিকার

যেন স্বপ্নপূরণের সন্ধে, সব পেয়ে যাওয়ার আনন্দাশ্রু। ধীর পায়ে মঞ্চে যখন উঠছেন রাধিকা মার্চেন্ট (Radhika Merchant).. তখন আবহে বাজছে, 'দেখা তেনু পহেলি পহেলি বার ভে.. হোনে লগা দিল বেকরার ভে.. রব্বা মেনু কি হো গ্যায়া...' সেই গানই যেন রাধিকার মনের কথা। অনন্ত অম্বানির (Anant Ambani)-র দিকে তাকিয়ে, অশ্রুসজল চোখে সেই গানে ঠোঁট মেলাচ্ছেন অম্বানি পরিবারের হবু বধূ। প্রেয়সীর দিকে অপলকে তাকিয়ে হাসছেন অনন্ত অম্বানি। রাজকীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের এই মুহূর্তই যেন সেরা হয়ে রইল গোটা অনুষ্ঠানের মধ্যে। চোখে জল.. সবাইকে যেন ভাসাল আবেগে। রাধিকা ও অনন্তের প্রেম দীর্ঘদিনের। আর সেই প্রেম যখন পরিণতি পাচ্ছে.. এই আনন্দ, খুশি যেন তারই। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে যে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের, তারই শেষদিনে স্মরণীয় হয়ে রইল এই মুহূর্ত। লেহঙ্গায় সেজে, মাথায় ওড়না দিয়ে রাধিকা যখন পায়ে পায়ে এগিয়ে গেলেন অনন্তের দিকে, সেই দৃশ্য সবার চোখেই যেন জল এনে দিল। এক পলকে তাকিয়ে রইলেন নীতা অম্বানি। বারে বারে চোখ মুছতে দেখা গেল মুকেশ অম্বানিকেও। 

শ্রীময়ীর সাজে বলিউডি ধাঁচ, প্রকাশ্যে কাঞ্চনের রিসেপশনের প্রথম ছবি

আজ তাঁদের রিসেপশন। এই দিনটা নিয়েই বিশেষ অনেক পরিকল্পনা ছিল তাঁদের। শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) আর কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)-এর বিয়ের রিসেপশনে কেমন সাজলেন তাঁরা? টলিউড থেকে কারা কারাই বা সামিল হলেন টলিউডের এই যুগলকে নতুন জীবন শুরুর শুভেচ্ছা জানাতে? প্রকাশ্যে প্রথম ছবি। আজ, মধ্য কলকাতার একটি রাজবাড়িতে আসর সাজানো হয়েছিল শ্রীময়ী ও কাঞ্চনের রিসেপশনের। তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছিল আগেই। সামাজিক রীতিনীতি মেনে বিয়েও সারা। আর এবার, টলিউডের কিছু বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ মানুষ ও পরিবারকে নিয়ে রিসেপশনের আয়োজন করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। আজ, রিসেপশনের সন্ধেতে শ্রীময়ী পরেছিলেন একটি হালকা ছাইরঙা লেহঙ্গা। তাতে ভরাট কাজ। বলিউডি ছাপ রেখে লাল বা গোলাপির মতো উজ্জ্বল রঙ বাছেননি শ্রীময়ী, বরং পোশাকে ছিল কিছুটা ন্যুড ধাঁচ। মানানসই রূপটানের সঙ্গে হাতে ও গলায় ভরাট গয়না পরেছিলেন শ্রীময়ী। খোলা চুল আর টিকলিতেই সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন কালো পাঞ্জাবি। তার ওপরে নিয়েছিলেন কালো কাশ্মিরী কাজের একটি শাল। বিয়ের দিন অবশ্য পোশাকে রঙমিলান্তি ছিল কাঞ্চন ও শ্রীময়ীর। ঘরোয়া বউভাতের সকালেও তাই। তবে রিসেপশনের দিন পোশাকের রঙ মিলিয়ে পরেননি তাঁরা। বর্তমানে বলিউডের নায়িকারা বিয়ের সময় পিচ বা অফ হোয়াইটের মতো ন্যুড শেডের লেহঙ্গা পরতেই পছন্দ করছেন। সেই ধারায় হাঁটলেও, শ্রীময়ীর সাজ ছিল বেশ অন্যরকম। সাধারণত ছাইরঙা লেহঙ্গা বিয়ের কনেকে পরতে দেখা যায় না। সেইদিক থেকে বেশ নজর কেড়েছেন শ্রীময়ী।

আরও পড়ুন: Janhvi Kapoor Birthday: জলের বোতলেরও নাম রাখেন, লিখতে পারেন কবিতা! জাহ্নবীর অজানা অভ্যাস

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Abhishek Banerjee : '৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
'৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
Sunita Williams: প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
Sukanya Samriddhi Yojana :  মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
Advertisement
ABP Premium

ভিডিও

Abhiashek Banerjee: 'আমার বা আইপ্যাকের নাম করে টাকা তোলা হচ্ছে', কড়া বার্তা অভিষেকেরMamata Banerjee: বিজেপি -তৃণমূল ধর্মযুদ্ধ, তারমধ্যেই ফুরফুরা শরিফ যাচ্ছেন মমতাSunita Willams: অপেক্ষার প্রহর গোনা শুরু, অবশেষে ঘরে ফিরছেন সুনীতাBJP News : 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল', '২৬-এ সকল হিন্দুকে এক হওয়ার বার্তা বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Abhishek Banerjee : '৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
'৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
Sunita Williams: প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
Sukanya Samriddhi Yojana :  মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
Khardaha News: 'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !
'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !
Kalyan Banerjee on Suvendu Adhikari: 'MLA হিসাবে ওঁর মেয়াদ আর এক বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন', শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের
'MLA হিসাবে ওঁর মেয়াদ আর এক বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন', শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের
Maharashtra News : বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে, চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক ; ভয়ঙ্কর দুর্ঘটনা ! দেখুন ভিডিও
বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে, চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক ; ভয়ঙ্কর দুর্ঘটনা ! দেখুন ভিডিও
T20 Cricket Record: আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!
আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!
Embed widget