Rangamati Tirandaj: 'মানুষ হিসেবে আমি ওঁর....', অনির্বাণের সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন 'রাঙামতি তীরন্দাজ' মণীষা
Bengali Serial Rangamati Tirandaj: পর্দায় তাঁর চরিত্র তীরন্দাজের, কথা বলার টানও অন্য ধাঁচের। এই দুই চ্যালেঞ্জ কীভাবে পার করেছিলেন 'রাঙামতি'?
কলকাতা: একের পর এক অডিশন দিয়ে যাচ্ছিলেন একসময়ে। কোনও প্রত্যাশা ছিল না। মনে করতেন, নির্বাচিত হলে নিশ্চয়ই ডাক পাব। অবশেষে ডাক পেলেন, তাও একেবারে মুখ্যচরিত্রে। 'রাঙামতি তীরন্দাজ'-এর চরিত্রে সুযোগ পাওয়া মণীষা মণ্ডলের কাছে যেন স্বপ্নের চাবিকাঠি। প্রস্তুতি নিতে হয়েছিল অনেক, সহজ ছিল না সেই পর্বও। কিন্তু ছোট থেকেই যে অভিনয়ের স্বপ্ন দেখে এসেছেন, তাঁর কাছে যে কোনও চ্যালেঞ্জই তো ছোট। সেই মনের জোরে ভর করেই আজ বাঙালির ঘরের মেয়ে মণীষা। সেই স্বপ্ন সফরের গল্প এবিপি লাইভকে শোনালেন পর্দার 'রাঙামতি তীরন্দাজ'।
পর্দায় তাঁর চরিত্র তীরন্দাজের, কথা বলার টানও অন্য ধাঁচের। এই দুই চ্যালেঞ্জ কীভাবে পার করেছিলেন 'রাঙামতি'? মণীষা বলছেন, ' ধারাবাহিক শুরু করার আগে সেটেই দুজন প্রফেসর আসতেন। একজনের কাছে আমি তীরন্দাজি শিখতাম, আরেকজনের কাছে ওই কথা বলার স্টাইলটা। তবে এখন আর কথা বলাটা আলাদা করে শিখতে লাগে না। এখন যে কোনও সংলাপ দিতেই আমি 'রাঙামতি'-র ধাঁচে বলে দিতে পারব। আর রোজ শ্যুটিং শুরু হয়ে যাওয়ার পরে তীরন্দাজীটাও আর চর্চা করা হয় না প্রফেসরের কাছে। তবে এখনও নিজে নিজেই অভ্যাস বজায় রেখেছি। তবে এখনও প্রত্যেক মুহূর্তে চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং বলেই আমার মনে হয়।'
সেটে একাধিক সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন মণীষা। তাঁরা কীভাবে সাহায্য করেন? মণীষা বলছেন, 'আগে চান্দ্রেয়ীদির সঙ্গে সিন থাকলে খুব ভয় পেতাম। তারপরে দেখেছি উনি আমার কিছু ভুল হলে নিজেই শুধরে দেন। দাঁড়িয়ে থেকে আমায় পরামর্শ দেন। শুধু চান্দ্রেয়ীদিই বা কেন.. অনেক সিনিয়র আর্টিস্ট রয়েছেন যাঁরা টেলিকাস্ট দেখে এসে পর্যন্ত আমায় বলে বলে দিয়েছেন কীভাবে আমার কাজ আরও ভাল হতে পারে। সবাই ভীষণ সাহায্য করেন।'
একাধিক চ্যানেলে একাধিক ধারাবাহিক, দুঁদে সব অভিনেত্রীরা। সেই তুলনায় মণীষা অনেকটা নতুন। কখনও প্রতিযোগীতায় ভয় হয়? মণীষা বলছেন, 'আমি আসলে কারও সঙ্গে নিজেকে তুলনা করি না। প্রতিযোগীতা নিয়ে এত ভাবিত নয়। কেবল নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। আমার তো প্রশ্নের শেষ নেই.. আমার সিনয়ররা আমায় ভীষণ ভালভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। এভাবেই অভিনয়টা করে যাচ্ছি।'
ধারাবাহিকের পাশাপাশি আর কী শখ অভিনেত্রীর? মণীষা বলছেন, 'চিরকাল অভিনয়কেই ভালবেসেছি। কখনও ভাবিনি অভিনয়ের বাইরে আর কিছু করব। তবে অভিনয়ের পাশাপাশি আমি ক্রাফট ভালবাসি। নাচ করতে ভীষণ ভালবাসি। কখনও অভিনয়ের কাজ হালকা থাকলে এগুলো করতে চাইব'।
টলিউডে কাকে পছন্দ 'রাঙামতি'-র? একটু বিরতি নিয়ে এক গাল হেসে মনীষা বললেন, 'অনির্বাণ ভট্টাচার্য্য। ভীষণ ভাললাগে.. আমি ওঁর গুণমুগ্ধ, আর মানুষটারও ভক্ত।' অনির্বাণ তো নতুনদের নিয়ে কাজ করছেন, এভাবে যদি অনির্বাণের সঙ্গে কাজ করার সুযোগ পান মণীষা? কথাটা শুনেই উচ্ছ্বসিত 'রাঙামতি', বললেন, ' আনন্দে লাফাব.. হয়তো অজ্ঞান হয়েই পড়ে যাব। স্বপ্নপূরণ হবে আমার। ছোটপর্দা থেকে কাজ শুরু করেছি বটে, কিন্তু বড়পর্দাতেও কাজ করার স্বপ্ন দেখি। আর শুধু অনির্বাণ কেন... আমি তো দেব, জিৎ সবার সঙ্গে কাজ করতে চাই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।