এক্সপ্লোর
Advertisement
সুশান্তর ভিসেরায় রাসায়নিকের অস্তিত্ব মিলল এইমসের পরীক্ষায়, চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নিযুক্ত সিবিআইয়ের হাত এখনও খালি বলেই খবর। জানা গিয়েছে, এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে এমন কোনও তথ্যপ্রমাণ আসেনি, যাতে বলা যায় যে, সুশান্তকে হত্যা করা হয়েছিল।
নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নিযুক্ত সিবিআইয়ের হাত এখনও খালি বলেই খবর। জানা গিয়েছে, এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে এমন কোনও তথ্যপ্রমাণ আসেনি, যাতে বলা যায় যে, সুশান্তকে হত্যা করা হয়েছিল। যদিও এই মামলায় সুশান্তর ভিসেরা পরীক্ষার কাজে যুক্ত এইমসের চিকিৎসকরা তাঁর ভিসেরা থেকে কিছু রাসায়নিকের অস্তিত্ব পেয়েছেন। তবে অনুসন্ধান প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
এইমসের রেকর্ড অনুসারে, ভিসেরার জন্য সুশান্তর শরীরের যে অংশগুলি সিজ করা হয়েছিল, সেগুলি হল-
১. পাকস্থলীর অংশ
২. খাবার সহ ক্ষুদ্রান্তের অংশ
৩.এক-তৃতীয়াংশ লিভারের অংশ
৪. গলব্লাডারের অংশ
৫. দুই দিকের কিডনি অর্ধেক অংশ
৬. ১০ মিলিলিটার রক্ত
৭. মাথার চুল
অনুসন্ধানে এখনও পর্যন্ত কী মিলেছে?
-অনুসন্ধানকারীরা সুশান্তর ভিসেরা থেকে কিছু রাসায়নিক ট্রেসেস পেয়েছেন।
-এই রাসায়নিক ট্রেসেসের সুশান্তের মৃত্যুর ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল কিনা, তা সিবিআইয়ের তদন্তকারীরা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তদন্ত ও পরবর্তী তদন্তের পর স্থির করবেন।
-এইমসের ফরেনসিক টিম এই কেমিক্যালস সংক্রান্ত তথ্য সিবিআই-কে দেবে এবং তদন্তকারীদের এ ব্যাপারে অবহিত করবে। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা পরবর্তী তদন্তের পর স্থির করবে যে, এর সঙ্গে সুশান্তর মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা।
-যদিও প্রচলিত বিষের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।
-এখনও পর্যন্ত এইমসের তদন্ত সম্পূর্ণ হয়নি। তদন্ত এখনও চলছে। এজন্যই মেডিক্যাল বোর্ডের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।
-মেডিক্যাল বোর্ডের বৈঠক চলতি সপ্তাহেই হওয়ার সম্ভাবনা।
মেডিক্যাল বোর্ডের সামনে এইমসের অনুসন্ধানকারীরা তাঁদের প্রাপ্ত তথ্য পেশ করলে চূড়ান্ত রূপে তা সিবিআই-কে দেওয়া হবে। ভিসেরা তদন্তের জন্য টোক্সিকোলজি ছাড়াও হিস্টোপ্যাথোলজি ও বায়ো কেমিস্ট্রি বিভাগের ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক সুধীর গুপ্তার নেতৃত্বে অনুসন্ধান চলছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement