(Source: ECI/ABP News/ABP Majha)
Sushant Singh Rajput: ৪ বছর পরে স্বস্তি, সুশান্ত সিংহ রাজপুতের মামলায় রিয়া ও তাঁর পরিবারকে নির্দোষ ঘোষণা করল সুপ্রিম কোর্ট
Rhea Chakraborty: সুশান্ত সিংহের মৃত্যুর ঘটনা ২০২০ সালের। হঠাৎ বলিউডের এই নক্ষত্রপতন কার্যত নড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে
কলকাতা: সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-র। এই মামলায় নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর। আজ, বিচারপতি বি আর গভাই ও কে ভি বিশ্বনাথন রিয়া ও তাঁর পরিবারের দুই সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন। এই ঘটনায় এই রায় রিয়ার পক্ষে অবশ্যই বিরাট স্বস্তি।
সুশান্ত সিংহের মৃত্যুর ঘটনা ২০২০ সালের। হঠাৎ বলিউডের এই নক্ষত্রপতন কার্যত নড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। একের পর এক অভিযোগ উঠে এসেছিল সুশান্তের পরিবারের তরফ থেকে। সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছিলেন? তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল নাকি এই গোটা ঘটনার পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য তা আজও অজানা সুশান্তের পরিবার থেকে শুরু করে অনুরাগীদের সকলেরই। কেবল তাঁরা জানেন, মাত্র ৩৪ বছর বয়সে শেষ হয়ে গিয়েছিল এক তরুণ তুর্কির জীবন। সম্ভাবনাময় এক অভিনেতার জীবনের গল্পটা থেমে গিয়েছিল অকালেই। এই ঘটনায় অনেকেই মনে করেছিলেন জড়িত রয়েছেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী। তবে আজ সুপ্রিম কোর্টের অর্ডারের পরে এটা প্রমাণিত যে, এই আত্মহত্যার সঙ্গে রিয়া চক্রবর্তীর কোনও যোগ ছিল না।
কেবল আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ নয়, এই ঘটনায় মাদকযোগেও নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তীর । সেই অভিযোগের ভিত্তিতে এক মাস জেলও হয়েছিল অভিনেত্রী ও তাঁর ভাইয়ের। মুম্বই পুলিশ ঘটনার পরেই দাবি করেছিল, অবসাদের জেরেই নাকি আত্মঘাতী হয়েছেন সুশান্ত। তবে এই দাবি নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই বলেন, তদন্ত না করেই মুম্বই পুলিশ এই দাবি করল কীভাবে? সুশান্তের পরিবার এখনও মানতে নারাজ যে অভিনেতার মৃত্যু আত্মহত্যার জেরেই হয়েছিল। তবে ২০২০ থেকে ২০২৪, চার বছরেরও বেশি সময় ধরে তদন্ত করেও নতুন কোনও তথ্য উঠে আসেনি। সুশান্তের আত্মহত্যার সঙ্গে রিয়া বা তাঁর পরিবারেরও কোনও যোগ পাওয়া যায়নি। অবেশেষে অভিনেত্রী ও তাঁর পরিবারকে নির্দোষ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: CID Returns to TV: ৬ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছে CID, নতুন টিজার উসকে দিল নস্টালজিয়া
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।