Delhi High Court: ধর্ষণ, অ্যাসিড হামলায় বিনামূল্যে চিকিৎসা, সরকারি-বেসরকারি সব হাসপাতালেই, নির্দেশ আদালতের
Free Treatment for Rape Victims: বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে।
নয়াদিল্লি: ধর্ষণ, যৌন নির্যাতন, অ্যাসিড হামলা নিয়ে যুগান্তকারী রায় শোনাল দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, যদি কেউ ধর্ষণ, যৌন নির্যাতন বা অ্যাসিড হামলার শিকার হন, সেক্ষেত্রে নিখরচায় চিকিৎসা করতে হবে তাঁর। যে সমস্ত শিশু যৌন নির্যাতনের শিকার, POCSO মামলায় (যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইন) পীড়িতরাও বিনামূল্যে চিকিৎসা পাবেন। সমস্ত সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে আদালত। কোথাও এ নির্দেশ যদি মানা না হয়, সেক্ষেত্রে কড়া পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। (Delhi High Court)
বিচারপতি প্রতিভা এম সিংহ এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পরিচালিত সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি সাহায্যপ্রাপ্ত চিকিৎসাকেন্দ্র, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, নার্সিংহোমেও বিনামূল্যে চিকিৎসা করতে হবে ধর্ষণ, যৌন নির্যাতন, অ্যাসিড হামলা এবং POCSO মামলার পীড়িতদের। তৎক্ষণাৎ চিকিৎসা করতে হবে সকলের, সবরকমের পরিষেবা দিতে হবে। (Free Treatment for Rape Victims)
আদালত জানিয়েছে, বিনামূল্যে চিকিৎসার মধ্যে ফার্স্টএইড, ডায়াগনসিস, ইনপেশেন্ট কেয়ার, আউটপেশেন্ট ফলোআপ, ডায়াগনস্টিক, ল্যাবরেটরি টেস্ট, অস্ত্রোপচার, শারীরিক এবং মানসিক কাউন্সেলিং, মনোবিদের চিকিৎসা, পরিবারের কাউন্সেলিং- এই সবকিছুই থাকবে। যে হারে ধর্ষণ এবং পকসো মামলা জমা পড়ছে, তাতেই এমন সিদ্ধান্ত। আদালত জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হয় নির্যাতিতা এবং তাঁর পরিবারকে। তাই এমন সিদ্ধান্ত। বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিতে সব হাসপাতাল বাধ্য, রোগীকে ফেরানো যাবে না বলে জানিয়েছে আদালত।
ভারতীয় ন্যায় সংহিতা এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এ নিয়ে কিছু নিদান রয়েছে। কিন্তু আদালতের যুক্তি, অ্যাসিড হামলার ক্ষেত্রেও চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। বিনামূল্যে পরিষেবা মেলে না। তাই এমন নির্দেশ। দেশের সমস্ত পকসো আদালত, ক্রিমিনাল এবং ফ্যামিলি কোর্টে আদালতের নির্দেশের একটি করে প্রতিলিপিও জমা দিতে বলা হয়েছে। নির্যাতনের শিকার সকলে যাতে নিজেদের অধিকার সম্পর্কে অবহিত হন, সেই নির্দেশও দিয়েছে আদালত। কোথাও কোনও গাফিলতি চোখে পড়লে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
আদালত আরও জানিয়েছে, ধর্ষণ, যৌন নির্যাতন, অ্যাসিড হামলার ঘটনা ঘটলে পীড়িতরা যে বিনামূল্যে চিকিৎসা পাবেন, প্রত্যেকের জানা দরকার। তাই হাসপাতাল, নার্সিংহোমগুলিতে ইংরেজিতে এবং স্থানীয় ভাষায় সেই মর্মে লেখা ঝুলিয়ে রাখতে হবে।