Kolkata News: হাইকোর্টের নির্দেশে বন্ধ হচ্ছে প্রায় ২ হাজার বাস, চরম ভোগান্তির আশঙ্কা কলকাতায়
Kolkata Private Bus Service: কলকাতায় বাতিল হতে চলেছে প্রায় ২ হাজার বেসরকারি বাস। শহরের পরিবেশ রক্ষার স্বার্থে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন প্রচুর মানুষ।
আরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আগামী দু থেকে তিন মাসের মধ্যে কলকাতা শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত ২ হাজার বেসরকারি বাস (private bus)। কারণ,আদালতের নির্দেশ ১৫ বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহন দফতরের আশঙ্কা, এত পরিমাণে পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনও কোনও রুট বাস শূন্য হয়ে পর্যন্ত হয়ে যাবে। ফলে ওই রুটগুলির আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষের প্রচণ্ড সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহরে এতগুলো বেসরকারি বাস বন্ধ হলে সমস্যায় পড়বেন প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা কাজে কলকাতায় আসা মানুষরা।
একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ২০০৯ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ১৫ বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশ রক্ষার স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দফতর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
দফতর সূত্রে খবর, ২০০৯ সালে যে সব নতুন বাস রাস্তা নেমেছিল, আগামী অগাস্ট মাসে সেই সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে যাবে। ফলে সেগুলিকে বাতিল করতে হবে। তার ফলে, শহরে দেখা দিতে পারে বাসের নজিরবিহীন অভাব।
পরিবহন দফতরের হিসেব অনুযায়ী, কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা ৪ হাজার ৮৪০টি। তার মধ্যে করোনার সময় বন্ধ হয়ে গেছে বেশ কিছু বাস। এখন রাস্তায় চলে ৩ হাজার ৬১৫টি। আগে মিনি বাসের সংখ্যা ছিল ২ হাজার ৬৪। এখন তা কমে হয়েছে ১ হাজার ৪৯৮টি। এই সমস্ত বাসের মধ্যে ১৫ বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় ২ হাজার। যেগুলি আগামী ২ থেকে তিন মাসের মধ্যে বাতিল হয়ে যাবে। এই পরিস্থিতিতেও নতুন বাস নামানোর কথা ভাবতে পারছেন না অনেক মালিকই।
পরিবহন দফতর সূত্রে জানা গেছে, করোনার সময় বন্ধ হয়ে যাওয়া রুটে চলাচল করত এমন বেশ কিছু বাস বসে আছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলিকে পারমিট দিয়ে নতুন রুটে চালানো হবে। তবে তাতেও ঘাটতি মিটবে না বলেই মনে করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।